Ajker Patrika

বন্যার্তদের পাশে শাকিব খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বন্যার্তদের পাশে শাকিব খান

ভয়াবহ আকার ধারণ করেছে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের এই বন্যায় বিপর্যস্ত এ দুই জেলা। এ পরিস্থিতিতে কষ্টে আছে পানিবন্দী মানুষ। যুক্তরাষ্ট্রে বসে বন্যার্তদের এই দুর্দশা কষ্ট দিচ্ছে শাকিব খানকেও। বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবেলায় তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।

শাকিব খান বলেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

শাকিব খানজানা গেছে, এরইমধ্যে বন্যার্তদের জন্য অর্থ সাহায্য পাঠিয়েছেন শাকিব খান। যেটা শিগগিরই পৌঁছে যাবে সিলেট-সুনামগঞ্জের অসহায় মানুষের কাছে। একইসঙ্গে একটি তহবিল গঠনেরও উদ্যোগ নিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘ওই তহবিল থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের কাছে। বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন skhumanity1@gmail.com’। একইসঙ্গে দেশ ও বিদেশে থাকা বিত্তবানদের প্রতি শাকিব খান আহবান জানিয়েছেন, বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

অন্যদিকে শুক্রবার মুক্তি পাওয়া ‘অমানুষ’ সিনেমার টিম ঘোষণা দিয়েছে, সিনেমাটির প্রথম সপ্তাহের টিকিট বিক্রির সব অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত