বিনোদন প্রতিবেদক, ঢাকা
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মার্শে দ্যু ফিল্ম’-এ তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘মুন্নি’। বিভাগের ‘থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে তথ্যচিত্রটি। মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ৫টায় ‘কানডকস-এর ডকস ইন প্রোগ্রেস (যেসব ছবির কাজ পুরোপুরি শেষ হয়নি) বিভাগের এই পুরস্কার ঘোষণা হয়।
‘মুন্নি’ তথ্যচিত্রটির দৈর্ঘ্য ৯০ মিনিট। আবু শাহেদ ইমনের প্রযোজনায় এটি বানিয়েছেন তাহরিমা খান। এবারের উৎসবে যেতে পারেননি তথ্যচিত্রটির নির্মাতা ও প্রযোজক। তবে জুম-এর মাধ্যমে উৎসবে যোগ দিয়েছেন তাঁরা। নির্মাতা তাহরিমা খান বলেন, ‘আমি খুবই আনন্দিত। ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করে ২০২২ সালের শুরুর দিকে এটি প্রদর্শনের ইচ্ছা আছে। আমি মনে করি, আমার এই প্রাপ্তি, আমার নির্মাণ সবাইকে অনুপ্রেরণা জোগাবে।’
বাংলাদেশের ‘মুন্নি’ নির্মিত হয়েছে টাঙ্গাইলের একদল কিশোরী ফুটবল খেলোয়াড় ও তাদের প্রশিক্ষক কামরুন্নাহার মুন্নিকে ঘিরে। শিক্ষকতার পাশাপাশি ৩০ জন টিনএজারকে ফুটবল প্রশিক্ষণ দেন মুন্নি। তিনি শুধু ফুটবল খেলোয়াড় হিসেবে সবাইকে তৈরি করছেন না, তারা যাতে দৃঢ় মানসিকতা নিয়ে বড় হয়, সে লক্ষ্যেও কাজ করছেন। ইয়াং ফুটবলারদের সংগ্রাম উঠে আসবে এতে।
‘কানডকস’-এ এবারই প্রথম সাউথ এশিয়ান শোকেসে চারটি ছবি নিয়ে আসে ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ অব বাংলাদেশ, আইএফআইবি। চারটি ছবির মধ্যে বাংলাদেশের মুন্নি ছাড়াও রয়েছে আফগানিস্তানের ‘বার্ডস স্ট্রিট’, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘থার্টিন ডেসটিনেশনস অব আ ট্র্যাভেলার’ এবং নেপালের ‘দেবী’৷ এর মধ্যে দেবী পেয়েছে ‘অনারারি মেনশন’ এবং মুন্নি পেয়েছে ‘থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট’ অ্যাওয়ার্ড।
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মার্শে দ্যু ফিল্ম’-এ তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘মুন্নি’। বিভাগের ‘থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে তথ্যচিত্রটি। মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ৫টায় ‘কানডকস-এর ডকস ইন প্রোগ্রেস (যেসব ছবির কাজ পুরোপুরি শেষ হয়নি) বিভাগের এই পুরস্কার ঘোষণা হয়।
‘মুন্নি’ তথ্যচিত্রটির দৈর্ঘ্য ৯০ মিনিট। আবু শাহেদ ইমনের প্রযোজনায় এটি বানিয়েছেন তাহরিমা খান। এবারের উৎসবে যেতে পারেননি তথ্যচিত্রটির নির্মাতা ও প্রযোজক। তবে জুম-এর মাধ্যমে উৎসবে যোগ দিয়েছেন তাঁরা। নির্মাতা তাহরিমা খান বলেন, ‘আমি খুবই আনন্দিত। ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করে ২০২২ সালের শুরুর দিকে এটি প্রদর্শনের ইচ্ছা আছে। আমি মনে করি, আমার এই প্রাপ্তি, আমার নির্মাণ সবাইকে অনুপ্রেরণা জোগাবে।’
বাংলাদেশের ‘মুন্নি’ নির্মিত হয়েছে টাঙ্গাইলের একদল কিশোরী ফুটবল খেলোয়াড় ও তাদের প্রশিক্ষক কামরুন্নাহার মুন্নিকে ঘিরে। শিক্ষকতার পাশাপাশি ৩০ জন টিনএজারকে ফুটবল প্রশিক্ষণ দেন মুন্নি। তিনি শুধু ফুটবল খেলোয়াড় হিসেবে সবাইকে তৈরি করছেন না, তারা যাতে দৃঢ় মানসিকতা নিয়ে বড় হয়, সে লক্ষ্যেও কাজ করছেন। ইয়াং ফুটবলারদের সংগ্রাম উঠে আসবে এতে।
‘কানডকস’-এ এবারই প্রথম সাউথ এশিয়ান শোকেসে চারটি ছবি নিয়ে আসে ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ অব বাংলাদেশ, আইএফআইবি। চারটি ছবির মধ্যে বাংলাদেশের মুন্নি ছাড়াও রয়েছে আফগানিস্তানের ‘বার্ডস স্ট্রিট’, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘থার্টিন ডেসটিনেশনস অব আ ট্র্যাভেলার’ এবং নেপালের ‘দেবী’৷ এর মধ্যে দেবী পেয়েছে ‘অনারারি মেনশন’ এবং মুন্নি পেয়েছে ‘থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট’ অ্যাওয়ার্ড।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৪ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৭ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৯ ঘণ্টা আগে