বিনোদন ডেস্ক
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির চার সপ্তাহ পেরিয়ে গেলেও দেশের প্রেক্ষাগৃহে এখনো বেশ ভালো চলেছে সিনেমাটি। পশ্চিমবঙ্গের দর্শকদের টার্গেট করে ২১ জুলাই সেখানের ৩১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তবে গত পাঁচ দিনে সিনেমাটি দর্শক টানতে পারেনি বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সুড়ঙ্গের গত পাঁচ দিনের আয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা পশ্চিমবঙ্গে সুড়ঙ্গের মুক্তিকে ‘খাজনার চেয়ে বাজনা বেশি!’ বলে আখ্যা দিয়েছেন। টালিবাংলা বক্স অফিসের বরাত দিয়ে তারা জানিয়েছে, মুক্তির প্রথম পাঁচ দিনে পশ্চিমবঙ্গে মাত্র আট লাখ রুপির ব্যবসা করেছে এই ছবি।
বক্স অফিস বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়ার বক্তব্যের বরাত দিয়ে তারা জানিয়েছে, ‘সুড়ঙ্গ দেখতে হলে ভিড় নেই।’
ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আগামী সপ্তাহে বেশির ভাগ সিনেমা হল থেকেই নেমে যাবে সুড়ঙ্গ। হলিউডের ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ এর পর আসছে বলিউডের রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তাই তাদের অনুমান পশ্চিমবঙ্গে সিনেমাটির উপার্জন টেনেটুনে ১০ লাখ রুপিতে এসে থামবে। তারা মনে করছে পশ্চিমবঙ্গে মুক্তি নিয়ে যতটা মাতামাতি ছিল তার সিকিভাগও পূরণ করতে পারেনি সুড়ঙ্গ।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, এখনো পশ্চিমবঙ্গে বাংলাদেশের সিনেমা দেখার চাহিদা তৈরি হয়নি। চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমায় বেশ সাড়া ফেললেও, টিকিট কেটে দেখার তেমন আগ্রহ নেই।
চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখতে নন্দন থেকে রবীন্দ্রসদন পর্যন্ত লাইন পড়ার পরেও ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর তেমন সাড়া ফেলতে পারেনি। হাওয়ার পর সুড়ঙ্গেও একই চিত্র দেখছে সংবাদমাধ্যমটি। দর্শক বেশি টাকায় ‘বার্বি’ কিংবা ‘ওপেনহাইমার’ দেখলেও, সুড়ঙ্গের হল যাচ্ছে ফাঁকা।
তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো মনে করছে ভারতে যেমন বড় বাজেটের প্যান ইন্ডিয়ান সিনেমা হচ্ছে, তেমন করে প্যান বাংলা সিনেমা প্রয়োজন। তাতে করে বাংলা সিনেমার বাজার বাড়বে, এতে করে উপকৃত হবে দুই বাংলার সিনেমা।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে শিগগির কলকাতায় মুক্তি পাবে শাকিব খানের ‘প্রিয়তমা’। এই ছবিতে শাকিবের নায়িকা কলকাতার মেয়ে ইধিকা পাল। এবার দেখা যাবে শাকিবের ওপর ভর করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের সিনেমা কেমন জানান দেয়।
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির চার সপ্তাহ পেরিয়ে গেলেও দেশের প্রেক্ষাগৃহে এখনো বেশ ভালো চলেছে সিনেমাটি। পশ্চিমবঙ্গের দর্শকদের টার্গেট করে ২১ জুলাই সেখানের ৩১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তবে গত পাঁচ দিনে সিনেমাটি দর্শক টানতে পারেনি বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সুড়ঙ্গের গত পাঁচ দিনের আয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা পশ্চিমবঙ্গে সুড়ঙ্গের মুক্তিকে ‘খাজনার চেয়ে বাজনা বেশি!’ বলে আখ্যা দিয়েছেন। টালিবাংলা বক্স অফিসের বরাত দিয়ে তারা জানিয়েছে, মুক্তির প্রথম পাঁচ দিনে পশ্চিমবঙ্গে মাত্র আট লাখ রুপির ব্যবসা করেছে এই ছবি।
বক্স অফিস বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়ার বক্তব্যের বরাত দিয়ে তারা জানিয়েছে, ‘সুড়ঙ্গ দেখতে হলে ভিড় নেই।’
ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আগামী সপ্তাহে বেশির ভাগ সিনেমা হল থেকেই নেমে যাবে সুড়ঙ্গ। হলিউডের ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ এর পর আসছে বলিউডের রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তাই তাদের অনুমান পশ্চিমবঙ্গে সিনেমাটির উপার্জন টেনেটুনে ১০ লাখ রুপিতে এসে থামবে। তারা মনে করছে পশ্চিমবঙ্গে মুক্তি নিয়ে যতটা মাতামাতি ছিল তার সিকিভাগও পূরণ করতে পারেনি সুড়ঙ্গ।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, এখনো পশ্চিমবঙ্গে বাংলাদেশের সিনেমা দেখার চাহিদা তৈরি হয়নি। চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমায় বেশ সাড়া ফেললেও, টিকিট কেটে দেখার তেমন আগ্রহ নেই।
চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখতে নন্দন থেকে রবীন্দ্রসদন পর্যন্ত লাইন পড়ার পরেও ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর তেমন সাড়া ফেলতে পারেনি। হাওয়ার পর সুড়ঙ্গেও একই চিত্র দেখছে সংবাদমাধ্যমটি। দর্শক বেশি টাকায় ‘বার্বি’ কিংবা ‘ওপেনহাইমার’ দেখলেও, সুড়ঙ্গের হল যাচ্ছে ফাঁকা।
তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো মনে করছে ভারতে যেমন বড় বাজেটের প্যান ইন্ডিয়ান সিনেমা হচ্ছে, তেমন করে প্যান বাংলা সিনেমা প্রয়োজন। তাতে করে বাংলা সিনেমার বাজার বাড়বে, এতে করে উপকৃত হবে দুই বাংলার সিনেমা।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে শিগগির কলকাতায় মুক্তি পাবে শাকিব খানের ‘প্রিয়তমা’। এই ছবিতে শাকিবের নায়িকা কলকাতার মেয়ে ইধিকা পাল। এবার দেখা যাবে শাকিবের ওপর ভর করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের সিনেমা কেমন জানান দেয়।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
২ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
৪ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
৬ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
৮ ঘণ্টা আগে