Ajker Patrika

রাইমা সেনের সঙ্গে প্রথমবার কলকাতার সিনেমায় অপূর্ব

বিনোদন ডেস্ক
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২: ০৯
রাইমা সেনের সঙ্গে প্রথমবার কলকাতার সিনেমায় অপূর্ব

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস কমিউনিকেশন জানিয়েছে, নির্মাতা প্রতিম ডি গুপ্তের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যাবে অপূর্বকে। প্রযোজনা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ছবিটির শুটিংয়ে অভিনেতা এখন কলকাতায় ব্যস্ত রয়েছেন।

প্রতিমের পরিচালনায় এই কপ স্টোরিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের।

প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয়ের বিষয়ে অপূর্ব বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’

চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও পরিচালক প্রতিম জানিয়েছেন, সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।

টোটা রায় চৌধুরী। ছবি: ইনস্টাগ্রাম‘চালচিত্র’ একটি থ্রিলার ঘরানার ছবি। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। এই অফিসাররা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার। তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও গিয়ে যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনো এক পুরোনো কেসে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়।

‘চালচিত্র’ সিনেমাটির প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। প্রযোজনা সংস্থাটির ‘হুব্বা’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

রাইমা সেন। ছবি: ইনস্টাগ্রামজয়া আহসানের পর বাংলাদেশের অভিনেতাদের এখন নিয়মিতই দেখা যাচ্ছে কলকাতার সিনেমায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পশ্চিমবঙ্গের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এ ছাড়া অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় দেখা যাবে নওশাবা আহমেদকে। এই তালিকাতেই এবার যোগ হলো অপূর্বর নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত