বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা)। এবারের অস্কারে বাজিমাত করেছে গত বছরের আলোচিত সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস’। ১১ ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া সিনেমাটি জিতেছে আসরের সর্বোচ্চ সাতটি পুরস্কার। এবারের অস্কারটা ভারতের জন্য ছিল অন্য বছর থেকে আলাদা। তিন মনোনয়নের মধ্যে দুটিতেই পুরস্কার জিতেছে দেশটি। অস্কারে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। এটি ছাড়াও সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে ভারতের তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
একনজরে দেখে নেওয়া যাক ৯৫তম অস্কারে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ীদের তালিকা—
সেরা চলচ্চিত্র: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস
সেরা অভিনেত্রী: মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস)
সেরা অভিনেতা: ব্রেনডান ফ্রেজার (দ্য হোয়েল)
পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস)
পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস)
সেরা পরিচালক: ড্যানিয়েল শাইনার্ট ও ড্যানিয়েল কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস)
সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: উইমেন টকিং
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: গিয়েলমো ডাল টোরস পিনোকিও
সেরা প্রামাণ্যচিত্র: নাভালনি
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
সেরা মৌলিক গান: নাটু নাটু (আরআরআর)
সেরা মৌলিক সুর: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা সিনেমাটোগ্রাফি: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: অ্যান আইরিশ গুডবাই
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য) : দ্য এলিফ্যান্ট হুইসপারারস
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার
সেরা সম্পাদনা: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস
সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার
সেরা শব্দধারণ: টপ গান: ম্যাভেরিক
সেরা প্রডাকশন ডিজাইন: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: দ্য হোয়েল
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা)। এবারের অস্কারে বাজিমাত করেছে গত বছরের আলোচিত সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস’। ১১ ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া সিনেমাটি জিতেছে আসরের সর্বোচ্চ সাতটি পুরস্কার। এবারের অস্কারটা ভারতের জন্য ছিল অন্য বছর থেকে আলাদা। তিন মনোনয়নের মধ্যে দুটিতেই পুরস্কার জিতেছে দেশটি। অস্কারে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। এটি ছাড়াও সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে ভারতের তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
একনজরে দেখে নেওয়া যাক ৯৫তম অস্কারে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ীদের তালিকা—
সেরা চলচ্চিত্র: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস
সেরা অভিনেত্রী: মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস)
সেরা অভিনেতা: ব্রেনডান ফ্রেজার (দ্য হোয়েল)
পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস)
পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস)
সেরা পরিচালক: ড্যানিয়েল শাইনার্ট ও ড্যানিয়েল কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস)
সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: উইমেন টকিং
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: গিয়েলমো ডাল টোরস পিনোকিও
সেরা প্রামাণ্যচিত্র: নাভালনি
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
সেরা মৌলিক গান: নাটু নাটু (আরআরআর)
সেরা মৌলিক সুর: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা সিনেমাটোগ্রাফি: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: অ্যান আইরিশ গুডবাই
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য) : দ্য এলিফ্যান্ট হুইসপারারস
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার
সেরা সম্পাদনা: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস
সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার
সেরা শব্দধারণ: টপ গান: ম্যাভেরিক
সেরা প্রডাকশন ডিজাইন: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: দ্য হোয়েল
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:
আর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
৫ ঘণ্টা আগেমারা গেছেন চলচ্চিত্র চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৫ ঘণ্টা আগেবিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। ভিড় ঠেকাতে হিমশিম অবস্থা আয়োজকদের। অনুষ্ঠানের শেষদিকে নগর বাউলের পারফর্ম করার কথা থাকলেও, ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই জেমসকে মঞ্চে আনা হয়।
১০ ঘণ্টা আগেপ্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
১১ ঘণ্টা আগে