উচ্ছ্বাস নিয়ে ভোট দিলেন তারকারা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ২১: ১৮
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৫: ৩৫

 

আজ অনুষ্ঠিত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তারকাদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।

মায়ের সঙ্গে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শাকিব খান। ছবি: সংগৃহীত

শাকিব খান
ঢাকা-১৭ আসনের ভোটার ঢালিউড সুপারস্টার শাকিব খান ভোট দেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এ সময় শাকিবের সঙ্গে ছিলেন তাঁর মা। ভোট দেওয়া শেষে শাকিব খান বলেন, ‘দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার একান্ত দায়িত্ব। মাকে নিয়ে ভোট দিতে এসেছি। আমি গত নির্বাচনেও আম্মাকে নিয়ে এসেছিলাম, এবারও এসেছি। বাবা সকালবেলা তাঁর বন্ধুদের সঙ্গে এসে ভোট দিয়ে গেছেন।’

ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ভোট দিয়েছেন ভাবনা। ছবি: সংগৃহীতআশনা হাবিব ভাবনা
নির্মাতা বাবা হাবিবুল ইসলামের সঙ্গে ভোট দিতে আসেন ঢাকা-১০ আসনের ভোটার আশনা হাবিব ভাবনা। ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি। ভাবনা বলেন, ‘আগে ভোট দিয়ে যতটা না আনন্দ পেয়েছি, এবারের আনন্দটা দ্বিগুণ। আগে অন্যদের ভোট দিলেও এই প্রথম সহকর্মীকে (অভিনেতা ফেরদৌস) ভোট দিয়েছি। তাই এবারের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।’

শাওন ভোট দিয়েছেন ধানমন্ডি সরকারি উচ্চবিদ্যালয়ে। ছবি: সংগৃহীতমেহের আফরোজ শাওন
ঢাকা-১০ আসনের ভোটার অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন ভোট দিয়েছেন ধানমন্ডি সরকারি উচ্চবিদ্যালয়ে। ভোট দেওয়ার একটি ছবি ফেসবুকে পোস্ট করে শাওন লিখেছেন, ‘ভোট দিয়ে আসলাম।’

অভিনেতা-নির্মাতা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম সপরিবারে ভোট দিয়েছেন মোহাম্মদপুরে। ছবি: সংগৃহীতআজিজুল হাকিম-জিনাত হাকিম 
অভিনেতা-নির্মাতা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম সপরিবারে ভোট দিয়েছেন মোহাম্মদপুরে। ভোট দেওয়া শেষে জিনাত হাকিম বলেছেন, ‘আমরা পরিবারের সবাই একসঙ্গে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি। খুব ভালো লাগছে।’ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মা, মেয়ে, মেয়ের জামাই, আমার জামাই এবং আমি—সব্বাই মিলে ভোটের গুরুত্বপূর্ণ দায়িত্ব/অধিকার পালন করে এলাম।’

গুলশান মডেল হাইস্কুলে ভোট দিয়েছেন তাপস-মুন্নী। ছবি: সংগৃহীততাপস-মুন্নী
গুলশান মডেল হাইস্কুলে ভোট দিয়েছেন গান বাংলা টেলিভিশনের কর্ণধার সংগীতশিল্পী তাপস ও তাঁর স্ত্রী মুন্নী। মুন্নী বলেন, ‘আমার কাছে ভোট মানেই উৎসব। সকাল সকাল এমন উৎসবমুখর পরিবেশ দেখে খুব ভালো লাগছে।’ তাপস বলেন, নির্বাচনটা হয় জনগণের জন্য। পাঁচ বছরে একবার সুযোগ আসে ভোটাধিকার প্রয়োগ করার। তাই নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে ভোট সাধারণ মানুষের জন্য অনেক গুরুত্ব বহন করে।

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীতঅপু বিশ্বাস
ঢাকা-১১ আসনের ভোটার অভিনেত্রী অপু বিশ্বাস ভোট দিয়েছেন বাড্ডায়। ভোট দেওয়ার পর ৩০০ ফুটের শেখ হাসিনা সরণিতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ছবি: সংগৃহীতবাপ্পী চৌধুরী
নারায়ণগঞ্জ-৪ আসনে নিজের এলাকায় ভোট দিয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সেই ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে বাপ্পী বলেন, ‘ঢাকা থেকে এসেছি ভোট দিতে। উৎসবের আমেজ কিছুটা কম মনে হলেও খুব ভালো লেগেছে ভোট দিতে এসে।’

একসঙ্গে তিন পরিবার
একসঙ্গে ভোট দিতে গিয়েছিলেন নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী, অভিনেতা দম্পতি মীর সাব্বির ও ফারজানা চুমকি এবং অভিনেত্রী দীপা খন্দকার। তাঁরা ভোট দিয়েছেন ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। ভোট দেওয়া শেষে চয়নিকা ফেসবুকে লেখেন, ‘ভোট দিয়ে এলাম। তরুণ-তরুণীদের পাশাপাশি বয়স্কদেরও দেখলাম। চারদিকে উৎসবের আমেজ। ভোট দেওয়া শেষে সবাই মিলে চায়ের আড্ডায় বসলাম। গল্প যেন শেষ হয় না।’

এস এ হক অলিক
নির্মাতা এস এ হক অলিক ভোট দিয়েছেন নিজের গ্রামে। সকাল সকাল গিয়েছেন ভোটকেন্দ্রে, দিয়েছেন ভোট। সেই খবর জানিয়ে তিনি বলেন, ‘আমার ভোট আমি দিলাম। জামালপুরের ইকবাল কেন্দ্রে সকাল ৯টা ৩০ মিনিটে ভোট দিয়েছি।’

তারিন ও মম
ধানমন্ডির ভোটার অভিনেত্রী তারিন জাহান ও জাকিয়া বারী মম। ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে তারিন লিখেছেন ‘নিজের ভোট দেওয়া শেষে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধানমন্ডিতে ভোটারদের উপস্থিতি বেড়েছে।’

এ ছাড়া আরও অনেক তারকা ভোট দেওয়ার পর নিজেদের অনুভূতি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই তালিকায় আছেন জয়া আহসান, সোহানা সাবা, সাইমন সাদিক, রওনক হাসান, কেয়া পায়েল, অর্চিতা স্পর্শিয়া, নিরব হোসেন, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, প্রতীক হাসান, কণ্ঠশিল্পী কোনাল প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

হইহুল্লোড় থেমে গেল চিৎকারে

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত