বিনোদন প্রতিবেদক
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয় করছেন অনেক বছর ধরেই। কিন্তু সিনেমায় হাজির হয়েছেন এ বছরই। অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ হবে তাঁর প্রথম ছবি। কিছুদিন আগে ‘অমানুষ’-এর শুটিং শেষ করেছেন। তারপরই চলে গেছেন শ্বশুরবাড়ি, কলকাতায়।
সেখান থেকে মিথিলার আরো এক ছবির খবর উড়ে এসেছে। নতুন ছবির নাম ‘মায়া’। বানাবেন কলকাতার নির্মাতা রাজর্ষি দে। উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ছবির গল্প। মিথিলা ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রাহুল, রনিতা দাস ও দেবলীনা কুমার।
জানা গেছে, ১২ জুলাই থেকে শুরু হবে মিথিলার নতুন ছবির শুটিং। কাজ হবে কলকাতা ও আশপাশের এলাকায়। মিথিলা অভিনয় করবেন ছবির কেন্দ্রীয় চরিত্রে।
মিথিলা এখন কলকাতায়। টানা ১০০ দিন দেশে কাটিয়ে লকডাউনের একদিন আগে গত ৩০ জুন মেয়েকে নিয়ে কলকাতায় যান তিনি। তড়িঘড়ি করে কলকাতা যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে তখন মিথিলা জানিয়েছিলেন, সেখানে মেয়ের স্কুল খুলে যাওয়ার কারণেই যেতে হয়েছে তাঁকে।
এতদিনে এসে জানা গেল, মিথিলার কলকাতায় যাওয়ার আরেকটি কারণ। নতুন সিনেমার শুটিং। এ সিনেমাটি হতে যাচ্ছে টালিউডে মিথিলার প্রথম কাজ।
ছবিটি নিয়ে কথা বলতে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে ভারতের গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে এখনই কথা বলতে চান না।
‘মায়া’ ছবির পরিচালক রাজর্ষি দে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন।’
‘মায়া’ ছবিতে মিথিলাকে তিন সময়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক বলছেন, এ চরিত্রটি ভীষণ জটিল। মিথিলা এখন চরিত্রটির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন নির্মাতা রাজর্ষি দে।
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয় করছেন অনেক বছর ধরেই। কিন্তু সিনেমায় হাজির হয়েছেন এ বছরই। অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ হবে তাঁর প্রথম ছবি। কিছুদিন আগে ‘অমানুষ’-এর শুটিং শেষ করেছেন। তারপরই চলে গেছেন শ্বশুরবাড়ি, কলকাতায়।
সেখান থেকে মিথিলার আরো এক ছবির খবর উড়ে এসেছে। নতুন ছবির নাম ‘মায়া’। বানাবেন কলকাতার নির্মাতা রাজর্ষি দে। উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ছবির গল্প। মিথিলা ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রাহুল, রনিতা দাস ও দেবলীনা কুমার।
জানা গেছে, ১২ জুলাই থেকে শুরু হবে মিথিলার নতুন ছবির শুটিং। কাজ হবে কলকাতা ও আশপাশের এলাকায়। মিথিলা অভিনয় করবেন ছবির কেন্দ্রীয় চরিত্রে।
মিথিলা এখন কলকাতায়। টানা ১০০ দিন দেশে কাটিয়ে লকডাউনের একদিন আগে গত ৩০ জুন মেয়েকে নিয়ে কলকাতায় যান তিনি। তড়িঘড়ি করে কলকাতা যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে তখন মিথিলা জানিয়েছিলেন, সেখানে মেয়ের স্কুল খুলে যাওয়ার কারণেই যেতে হয়েছে তাঁকে।
এতদিনে এসে জানা গেল, মিথিলার কলকাতায় যাওয়ার আরেকটি কারণ। নতুন সিনেমার শুটিং। এ সিনেমাটি হতে যাচ্ছে টালিউডে মিথিলার প্রথম কাজ।
ছবিটি নিয়ে কথা বলতে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে ভারতের গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে এখনই কথা বলতে চান না।
‘মায়া’ ছবির পরিচালক রাজর্ষি দে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন।’
‘মায়া’ ছবিতে মিথিলাকে তিন সময়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক বলছেন, এ চরিত্রটি ভীষণ জটিল। মিথিলা এখন চরিত্রটির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন নির্মাতা রাজর্ষি দে।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে কলকাতায়, ১৮ মার্চ।
১ ঘণ্টা আগেধর্ষণের বিচারের দাবিতে এফডিসির মূল গেটের বাইরে আজ মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অন্যদিকে, আগামীকাল দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করবে নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টস গিল্ড বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেপাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন।
৭ ঘণ্টা আগেটগর সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিলেন আসিফ আকবর। এ গান দিয়ে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরলেন আসিফ।‘হবেরে খেলা, কাঁপবে শহর/খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’—এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস।
৭ ঘণ্টা আগে