বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থবির হয়ে পড়েছে চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি। প্রযোজকেরা এই সময়ে অর্থ লগ্নি করার সাহস পাচ্ছেন না। এতে করে অনেক শিল্পী ও টেকনিশিয়ানরা বেকার সময় কাটাচ্ছেন, পড়েছেন অর্থনৈতিক সংকটে। একই অবস্থা চিত্রনায়ক সাইমনেরও। ফেসবুক লাইভে সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় এমনটা জানান এ চিত্রনায়ক।
ফেসবুক লাইভে সাইমন সাদিক বলেন, ‘পরিচালকের মাধ্যমে আমরা শিল্পীরা কাজ করি। বর্তমান সময়ে সেই পরিচালকরাই ক্রাইসিসে আছেন। তাঁরা সিনেমা পরিচালনা ছাড়া অন্য কিছুতে সম্পৃক্ত না। প্রযোজক হয়তো সিনেমার বাইরে অন্যান্য ব্যবসায় জড়িত থাকেন, কিন্তু আমাদের কয়েক শ পরিচালক আছেন, যাঁরা কাজ করতে পারছেন না। আর কাজ না করলে সংসার চলবে কীভাবে? আমি যতদুর জানি, বেশিরভাগ পরিচালকেরাই অন্য পেশার সঙ্গে সম্পৃক্ত না।’
শিল্পীদের প্রসঙ্গে সাইমন বলেন, ‘পরিচালকদের মতো শিল্পীরাও অন্য পেশার সঙ্গে যুক্ত না। আমিও অন্য পেশায় জড়িত নই। কিছুদিন আগে থেকে চেষ্টা করছিলাম অন্যকিছুতে জড়িত হওয়ার। তবে এখনও পেরে উঠিনি। আমার মূল পেশা চলচ্চিত্র। আমিসহ অসংখ্য শিল্পীর পরিবার চলে সিনেমার আয়ের মাধ্যমে। বর্তমান প্রেক্ষাপটে আমিসহ অনেক শিল্পীর অর্থনৈতিক অবস্থা ভালো না।’
সাইমন আরও বলেন, ‘টেকনিশিয়ানদেরও অবস্থা আরও খারাপ। তবে এটাও ঠিক, সবার অর্থনৈতিক অবস্থা এক রকম না। যেমন শাকিব ভাই ২৫ বছর ধরে এখানে কাজ করছেন। তাঁর অর্থনৈতিক অবস্থা সবার চেয়ে ভালো। তাঁর মতো সিনিয়র যাঁরা, তাঁরা সমৃদ্ধ। কিন্তু আমরা এসে দেখেছি ইন্ডাস্ট্রি ক্রাইসিসে ভরা। তাঁর মতো অর্থনৈতিক অবস্থা অন্যদের না।’
সাইমন সাদিক মনে করেন, আবারও কাজ শুরু হলে এই সমস্যার সমাধান সম্ভব। সাইমন বলেন, ‘আমাদের এখন লক্ষ হওয়া উচিত, আমরা কীভাবে কাজে ফিরব। কীভাবে আমাদের চলচ্চিত্র আরও সমৃদ্ধ হবে। এ দিকেই আমরা তাকিয়ে আছি। আবার কাজ শুরু হোক, আমরা সবাই নিজেদের কাজটা যেন করতে পারি। অবস্থার পরিবর্তন করতে গেলে কাজের বিকল্প নেই। আমরা সবাই কাজে ফেরার অপেক্ষায় আছি।’
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থবির হয়ে পড়েছে চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি। প্রযোজকেরা এই সময়ে অর্থ লগ্নি করার সাহস পাচ্ছেন না। এতে করে অনেক শিল্পী ও টেকনিশিয়ানরা বেকার সময় কাটাচ্ছেন, পড়েছেন অর্থনৈতিক সংকটে। একই অবস্থা চিত্রনায়ক সাইমনেরও। ফেসবুক লাইভে সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় এমনটা জানান এ চিত্রনায়ক।
ফেসবুক লাইভে সাইমন সাদিক বলেন, ‘পরিচালকের মাধ্যমে আমরা শিল্পীরা কাজ করি। বর্তমান সময়ে সেই পরিচালকরাই ক্রাইসিসে আছেন। তাঁরা সিনেমা পরিচালনা ছাড়া অন্য কিছুতে সম্পৃক্ত না। প্রযোজক হয়তো সিনেমার বাইরে অন্যান্য ব্যবসায় জড়িত থাকেন, কিন্তু আমাদের কয়েক শ পরিচালক আছেন, যাঁরা কাজ করতে পারছেন না। আর কাজ না করলে সংসার চলবে কীভাবে? আমি যতদুর জানি, বেশিরভাগ পরিচালকেরাই অন্য পেশার সঙ্গে সম্পৃক্ত না।’
শিল্পীদের প্রসঙ্গে সাইমন বলেন, ‘পরিচালকদের মতো শিল্পীরাও অন্য পেশার সঙ্গে যুক্ত না। আমিও অন্য পেশায় জড়িত নই। কিছুদিন আগে থেকে চেষ্টা করছিলাম অন্যকিছুতে জড়িত হওয়ার। তবে এখনও পেরে উঠিনি। আমার মূল পেশা চলচ্চিত্র। আমিসহ অসংখ্য শিল্পীর পরিবার চলে সিনেমার আয়ের মাধ্যমে। বর্তমান প্রেক্ষাপটে আমিসহ অনেক শিল্পীর অর্থনৈতিক অবস্থা ভালো না।’
সাইমন আরও বলেন, ‘টেকনিশিয়ানদেরও অবস্থা আরও খারাপ। তবে এটাও ঠিক, সবার অর্থনৈতিক অবস্থা এক রকম না। যেমন শাকিব ভাই ২৫ বছর ধরে এখানে কাজ করছেন। তাঁর অর্থনৈতিক অবস্থা সবার চেয়ে ভালো। তাঁর মতো সিনিয়র যাঁরা, তাঁরা সমৃদ্ধ। কিন্তু আমরা এসে দেখেছি ইন্ডাস্ট্রি ক্রাইসিসে ভরা। তাঁর মতো অর্থনৈতিক অবস্থা অন্যদের না।’
সাইমন সাদিক মনে করেন, আবারও কাজ শুরু হলে এই সমস্যার সমাধান সম্ভব। সাইমন বলেন, ‘আমাদের এখন লক্ষ হওয়া উচিত, আমরা কীভাবে কাজে ফিরব। কীভাবে আমাদের চলচ্চিত্র আরও সমৃদ্ধ হবে। এ দিকেই আমরা তাকিয়ে আছি। আবার কাজ শুরু হোক, আমরা সবাই নিজেদের কাজটা যেন করতে পারি। অবস্থার পরিবর্তন করতে গেলে কাজের বিকল্প নেই। আমরা সবাই কাজে ফেরার অপেক্ষায় আছি।’
সামনে আসে নাগার সঙ্গে শোভিতা ধুলিপালার প্রেমের বিষয়টি। সম্প্রতি এই জুটি বাগদানও সেরে ফেলেছেন। কিছুদিন আগেই প্রাক্বিবাহ অনুষ্ঠানের কিছু ছবি শোভিতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তাঁদের বিয়ের প্রস্তুতির মধ্যে আবারও আলোচনায় প্রাক্তন স্ত্রী সামান্থা।
১৭ ঘণ্টা আগেবলিউডের তারকা অভিনেতা সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি একই ধরনের হুমকি দেওয়া হয়েছে মহারাষ্ট্রের বিধায়ক ও কিছুদিন আগে গুপ্তহত্যার শিকার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও। এই হুমকির পরপরই ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে
১৯ ঘণ্টা আগে‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।’
১ দিন আগেনতুন জীবন শুরু করলেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। গত ২২ আগস্ট দুবাইপ্রবাসী সৈয়দ হকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সৈয়দ হক পেশায় ব্যবসায়ী। সুজানা জানিয়েছেন, প্রেম করে নয়, এটি পারিবারিক বিয়ে। তবে তাঁদের পরিচয় সাত বছরের। বিয়ের পর হানিমুনে যাননি, বরং স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন বলে জানালে
১ দিন আগে