মুক্তি পাচ্ছে ‘নীল জলের কাব্য’, নারীকেন্দ্রিক গল্পের স্বল্পতা নিয়ে নিশোর আক্ষেপ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

গত বছর ‘সাবরিনা’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মেহজাবীন চৌধুরী। এ বছর করেছেন ‘আমি কি তুমি’ নামের আরেক সিরিজ। মেহজাবীনের অন্যান্য কাজের তুলনায় এ সিরিজ দুটি নিয়ে আলোচনা হয়েছে অনেক কম। দুই সিরিজের মধ্যে একটা বিষয় কমন—দুটিই নারীকেন্দ্রিক গল্প। সাধারণত কোনো নাটক, সিনেমা বা সিরিজের গল্পের মূল চরিত্র নারী হলে, সেটা নিয়ে দর্শক অতটা আগ্রহী হন না। এ বাস্তবতা নিয়েই আক্ষেপ প্রকাশ করেছেন মেহজাবীনের দীর্ঘদিনের সহশিল্পী আফরান নিশো।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আজ আসছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবীন। এটিও নারীকেন্দ্রিক গল্প। এক মেয়ের সমুদ্রের নীল জল ছোঁয়ার আকুতি। এতে মেহজাবীনের সহশিল্পী নিশো। ওয়েব ফিল্মটির মুক্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে আক্ষেপ করে নিশো বলেন, ‘নারীদের বেজ করে গল্প কম হয়। আমরা সব সময় পুরুষনির্ভর কাজই বেশি হতে দেখি। নারী চরিত্রনির্ভর যে গল্পগুলো আমরা বলতে চাই, সেটা দর্শকনন্দিত বা সমাদৃত কম হয়। নারীকেন্দ্রিক গল্প হলে আমাদের অনেকের (অভিনেতার) অ্যালার্জি থাকে, এ কাজটা করব না। সে রকম অ্যালার্জি আমার মধ্যে নেই। আমার বরং করতে ভালো লাগে। এটা এক ধরনের প্রতিবাদ আমার। পুরুষদের যেমন আবেগ, অনুভূতি, গল্প আছে। নারীদেরও আছে। সেগুলো নিয়ে আরও বেশি কাজ হওয়া দরকার। সময়ের সঙ্গে সঙ্গে নারীকেন্দ্রিক গল্পগুলো হারিয়ে যাচ্ছে। পরিচালকরাও সাহস করেন না। কারণ দিন শেষে ব্যবসা, ভিউ—এসব হিসাব করতে হয়।’

সংবাদ সম্মেলনে মেহজাবীন চৌধুরী।নিশো যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর পাশের চেয়ারে বসেছিলেন মেহজাবীন চৌধুরী। চুপচাপ নিশোর কথাগুলো শুনছিলেন তিনি। আর মাঝে মধ্যে মাথা নেড়ে সায় দিচ্ছিলেন। বোঝাই যাচ্ছিল, নিশোর মুখনিঃসৃত এ কথাগুলোই বলতে চেয়েছিলেন তিনি।

আজ বুধবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।‘নীল জলের কাব্য’ ওয়েব ফিল্ম নিয়ে কথা বলতে গিয়ে মেহজাবীন জানালেন, ২০২১ সালে এ ফিল্মের (শুটিংয়ের সময় এটি ছিল টেলিফিল্ম, এখন ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে) শুটিং করেছিলেন তিনি। মেহজাবীন বলেন, ‘আমার ক্যারিয়ারে কোনো কাজ এত দীর্ঘ দিন ধরে আটকে থাকেনি। ২০২১ সালে আমি খুব চাচ্ছিলাম একটা ব্যতিক্রম কাজ করতে। কিন্তু গল্প পাচ্ছিলাম না। একটা সময় এই গল্পটা পাই।’ এত দিন পর কাজটি সবার সামনে আসছে, আপাতত এতেই খুশি মেহজাবীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত