বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ শুরু হচ্ছে ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’। এ বছর অনুষ্ঠিত হচ্ছে উৎসবের ষষ্ঠ আসর। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবটি আয়োজন করা হচ্ছে বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে ঘিরে। উৎসবের তিন দিনে প্রদর্শিত হবে ববিতা অভিনীত ছয়টি সিনেমা।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে আজ প্রদর্শিত হবে ববিতা অভিনীত ‘গোলাপী এখন ট্রেনে’। এটি নির্মাণ করেছেন আমজাদ হোসেন। এরপর প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত ববিতা অভিনীত ‘অশনি সংকেত’। সিনেমা প্রদর্শনের পাশাপাশি ববিতাকে আজ প্রদান করা হবে আজীবন সম্মাননা। ববিতার হাতে এই সম্মাননা তুলে দেবেন ডালাস শহরের মেয়র মাইক রলিংস। উৎসবে অংশ নিতে গতকাল কানাডা থেকে যুক্তরাষ্ট্রের ডালাসে পৌঁছানোর কথা ববিতার।
চলচ্চিত্র উৎসবটি নিয়ে ববিতা বলেন, ‘দেশ স্বাধীনের আগে আমাদের গুণী নির্মাতাদের ভালো ভালো সিনেমাও আন্তর্জাতিক উৎসবে স্থান পেত না। দেশ স্বাধীনের পর আন্তর্জাতিক উৎসবে আমাদের সিনেমা প্রদর্শনের সুযোগ পেল। সত্যজিৎ রায়ের অশনি সংকেত সিনেমায় অভিনয়ের সুবাদে বিশ্বব্যাপী চলচ্চিত্র অঙ্গনে আমি প্রতিনিধিত্ব করলাম। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে বাংলাদেশের মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, নিজেকে চিনিয়েছি। সবাইকে অবগত করলাম আমি বাংলাদেশের মেয়ে। আজ শুধু আমাকে ঘিরেই এই ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে। সেখানে মাননীয় মেয়র আমার হাতে সম্মাননা তুলে দেবেন। এই সম্মান আমার একার নয়, এই সম্মান, এই প্রাপ্তি আমার দেশের, আমার পরিবারের।’
ববিতা জানান, তিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন এবং সম্মানিত হয়েছেন। চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এখন পর্যন্ত সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননাসহ বহু সংগঠন কর্তৃক পুরস্কৃত হয়েছেন। সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছেন ববিতা। গত দুই মাসের বেশি সময় ধরে অবস্থান করছেন কানাডায় তাঁর একমাত্র ছেলে অনিকের কাছে। সর্বশেষ জন্মদিন (৩০ জুলাই) সেখানেই কাটিয়েছেন তিনি। অনিক তাঁর পছন্দের জায়গাগুলোতে ঘুরে বেড়িয়েছেন মাকে নিয়ে।
আজ শুরু হচ্ছে ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’। এ বছর অনুষ্ঠিত হচ্ছে উৎসবের ষষ্ঠ আসর। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবটি আয়োজন করা হচ্ছে বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে ঘিরে। উৎসবের তিন দিনে প্রদর্শিত হবে ববিতা অভিনীত ছয়টি সিনেমা।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে আজ প্রদর্শিত হবে ববিতা অভিনীত ‘গোলাপী এখন ট্রেনে’। এটি নির্মাণ করেছেন আমজাদ হোসেন। এরপর প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত ববিতা অভিনীত ‘অশনি সংকেত’। সিনেমা প্রদর্শনের পাশাপাশি ববিতাকে আজ প্রদান করা হবে আজীবন সম্মাননা। ববিতার হাতে এই সম্মাননা তুলে দেবেন ডালাস শহরের মেয়র মাইক রলিংস। উৎসবে অংশ নিতে গতকাল কানাডা থেকে যুক্তরাষ্ট্রের ডালাসে পৌঁছানোর কথা ববিতার।
চলচ্চিত্র উৎসবটি নিয়ে ববিতা বলেন, ‘দেশ স্বাধীনের আগে আমাদের গুণী নির্মাতাদের ভালো ভালো সিনেমাও আন্তর্জাতিক উৎসবে স্থান পেত না। দেশ স্বাধীনের পর আন্তর্জাতিক উৎসবে আমাদের সিনেমা প্রদর্শনের সুযোগ পেল। সত্যজিৎ রায়ের অশনি সংকেত সিনেমায় অভিনয়ের সুবাদে বিশ্বব্যাপী চলচ্চিত্র অঙ্গনে আমি প্রতিনিধিত্ব করলাম। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে বাংলাদেশের মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, নিজেকে চিনিয়েছি। সবাইকে অবগত করলাম আমি বাংলাদেশের মেয়ে। আজ শুধু আমাকে ঘিরেই এই ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে। সেখানে মাননীয় মেয়র আমার হাতে সম্মাননা তুলে দেবেন। এই সম্মান আমার একার নয়, এই সম্মান, এই প্রাপ্তি আমার দেশের, আমার পরিবারের।’
ববিতা জানান, তিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন এবং সম্মানিত হয়েছেন। চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এখন পর্যন্ত সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননাসহ বহু সংগঠন কর্তৃক পুরস্কৃত হয়েছেন। সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছেন ববিতা। গত দুই মাসের বেশি সময় ধরে অবস্থান করছেন কানাডায় তাঁর একমাত্র ছেলে অনিকের কাছে। সর্বশেষ জন্মদিন (৩০ জুলাই) সেখানেই কাটিয়েছেন তিনি। অনিক তাঁর পছন্দের জায়গাগুলোতে ঘুরে বেড়িয়েছেন মাকে নিয়ে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে