দেবকে খুশি করতেই বিনোদিনী চরিত্রে রুক্মিণী: শ্রীলেখা

বিনোদন ডেস্ক
Thumbnail image

রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমায় বিনোদিনী চরিত্রে হাজির হয়েছেন রুক্মিণী মৈত্র। কিছুদিন আগেই এই অভিনেত্রীর বিনোদিনী লুক প্রকাশ করা হয়। বিনোদিনী রূপে রুক্মিণীর লুক মোটেও পছন্দ হয়নি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। এ নিয়ে ফেসবুকে সমালোচনাও করেছেন তিনি। এবার ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকাল ডট ইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্রের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ অভিনেত্রী। 

বিনোদিনীর লুক নিয়ে সম্প্রতি ‘আজকাল ডট ইন’-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘রুক্মিণী মৈত্রকে আমি একটুও হিংসা করি না। ফুটফুটে বাচ্চা মেয়ে। ওর প্রেমিক দেব অধিকারীকে খুশি করতে ওকে নেওয়া হয়েছে। কারণ দেব পয়সা দিচ্ছে, আর এতে ওর কী করার আছে। এই চরিত্রে যোগ্য অভিনেতা থাকতেও যাকে বিনোদিনী মানাচ্ছে না তাঁকে জোর করে প্রস্থেটিক মেকআপ করিয়ে বিনোদিনী বানাতে হবে?’ 

শ্রীলেখার কথায়, ‘আমাকে নিতে হবে না, অনন্যা চট্টোপাধ্যায় রয়েছেন, ওকেতো নেওয়াই যেত। ওই আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী, ওকে নিলে যেটুকু সমালোচনা করেছি, সেটুকুও করতাম না। আর তাতে সত্যিই বাংলা ছবির পাশে দাঁড়ানো হতো।’ 

শ্রীলেখা জানিয়েছেন, তাঁর ভালো লাগেনি, তাই সমালোচনা করেছেন। কটাক্ষ কিংবা নিন্দা করেননি। 

 বিনোদিনী চরিত্রে রুক্মিণী মৈত্রবিনোদিনী রূপে রুক্মিণীর লুক প্রকাশ করার পরেই ফেসবুকে শ্রীলেখা প্রশ্ন তোলেন, ‘রোগা ছিলেন কি বিনোদিনী? ক্যাজুয়াল প্রশ্ন। সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য।’ সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘এমনিতেই শত্রুর অভাব নেই তাই ব্যক্তিগতভাবে নেবেন না।’ 

শ্রীলেখার ‘রোগা বিনোদিনী’ মন্তব্যের জবাব দিয়েছেন ‘একটি নটীর উপাখ্যান’ সিনেমাটির অন্যতম প্রযোজক অরিত্র দাস। ফেসবুকে তিনি লেখেন, যিনি রোগা বিনোদিনী নিয়ে খুব চিন্তিত, তাঁর উদ্দেশে আমাদের একটাই বক্তব্য—এর আগে যারা পর্দায় বিনোদিনী হয়েছেন, দীনেন গুপ্তর ছবিতে দেবশ্রী রায় এবং গুলজারের ধারাবাহিক ‘তেরাহ পানহে’-তে হেমা মালিনী। এরা কি কেউ মোটা ছিলেন? সঙ্গে অরিত্রর সংযোজন ভগৎ সিং কি অজয় দেবগনের মতো দেখতে? নাকি ঝাঁসির রানি লক্ষ্মীবাই কঙ্গনার মতো? সুশান্ত সিং কি ধোনির মতো দেখতে? শাশ্বত চট্টোপাধ্যায় কি ঋত্বিক ঘটকের মতো দেখতে? অরুন্ধতী দেবী কি ভগিনী নিবেদিতার মতো দেখতে? আর কত নাম নেব? 

শ্রীলেখার সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ক্লাস নেওয়া উচিত বলেও মন্তব্য করেন অরিত্র। প্রযোজক অরিত্রর সেই পোস্টের জবাবে শ্রীলেখা সাফাই গেয়ে পাল্টা লেখেন, তিনি কাউকে অপমান করতে এমন কথা লেখেননি, তবে সাফ জানান, সমালোচনা আর অপমান এক জিনিস নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত