বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়শিল্পীদের দ্বারা লাঞ্ছিত না হওয়ার জন্য পুনরায় আবেদন জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। অভিনয়শিল্পী সংঘের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. আবু জাফর অপু।
চিঠিতে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন জানিয়েছে, কর্মজীবনে চলার পথে সহযোদ্ধা হওয়ার পরও অভিনয়শিল্পীদের দ্বারা তাঁদের লাঞ্ছিত হতে হয়, হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে।
সংগঠনটি আরও জানায়, তাদের প্রতি কেউ অন্যায় করলে শিল্পীরাই সবার আগে এগিয়ে আসার কথা। কিন্তু এখন হচ্ছে এর উল্টো। শিল্পীদের মাধ্যমেই তাঁরা লাঞ্ছনা, বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছেন বারবার।
কয়েক দিন আগে অভিনেতা শামীম হাসান সরকারের দ্বারা লাঞ্ছিত হয়ে অভিযোগ জানিয়েও এর বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন মনে করছে, সেদিন যদি অভিনেতা শামীম হাসানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে সাহস পেতেন না। তাই তাঁরা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ জানান।
কয়েক দিন আগে একটি নাটকের শুটিং সেটে রাব্বী নামে এক প্রোডাকশন বয়কে হেনস্তা করার অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অভিনেতাদের অভিভাবক সংগঠন অভিনয়শিল্পী সংঘের কাছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য আবেদন জানায় বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। কিন্তু এ ঘটনায় বিচার ও সম্প্রতি অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের দ্বার প্রোডাকশন ম্যানেজার লাঞ্ছিত হওয়ায় পুনরায় চিঠি পাঠায় সংগঠনটি।
এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘আমি শুটিংয়ে আছি, গতকালের চিঠির বিষয়ে কিছুই জানি না। আর শামিম হাসান সরকারের বিষয়টির সমাধান হয়েছে বলে তারা আমাদের জানিয়েছে। আর সম্প্রতি চমকের ঘটনাটি নিয়ে আমরা আগামীকালের সভায় সিদ্ধান্ত নেব।’
এদিকে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু জাফর অপু জানিয়েছেন ভিন্ন কথা, তাঁর মতে, শামিন হাসানের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই চমকের ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, ‘শামীম হাসান সরকারের ঘটনায় আমরা বিচার পেয়ে থাকলে পুনরায় আবেদন কীভাবে হয়? শামিম হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অভিনেত্রী চমকের দ্বারা এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না।’
আরাে পড়ুন:
অভিনয়শিল্পীদের দ্বারা লাঞ্ছিত না হওয়ার জন্য পুনরায় আবেদন জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। অভিনয়শিল্পী সংঘের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. আবু জাফর অপু।
চিঠিতে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন জানিয়েছে, কর্মজীবনে চলার পথে সহযোদ্ধা হওয়ার পরও অভিনয়শিল্পীদের দ্বারা তাঁদের লাঞ্ছিত হতে হয়, হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে।
সংগঠনটি আরও জানায়, তাদের প্রতি কেউ অন্যায় করলে শিল্পীরাই সবার আগে এগিয়ে আসার কথা। কিন্তু এখন হচ্ছে এর উল্টো। শিল্পীদের মাধ্যমেই তাঁরা লাঞ্ছনা, বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছেন বারবার।
কয়েক দিন আগে অভিনেতা শামীম হাসান সরকারের দ্বারা লাঞ্ছিত হয়ে অভিযোগ জানিয়েও এর বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন মনে করছে, সেদিন যদি অভিনেতা শামীম হাসানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে সাহস পেতেন না। তাই তাঁরা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ জানান।
কয়েক দিন আগে একটি নাটকের শুটিং সেটে রাব্বী নামে এক প্রোডাকশন বয়কে হেনস্তা করার অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অভিনেতাদের অভিভাবক সংগঠন অভিনয়শিল্পী সংঘের কাছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য আবেদন জানায় বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। কিন্তু এ ঘটনায় বিচার ও সম্প্রতি অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের দ্বার প্রোডাকশন ম্যানেজার লাঞ্ছিত হওয়ায় পুনরায় চিঠি পাঠায় সংগঠনটি।
এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘আমি শুটিংয়ে আছি, গতকালের চিঠির বিষয়ে কিছুই জানি না। আর শামিম হাসান সরকারের বিষয়টির সমাধান হয়েছে বলে তারা আমাদের জানিয়েছে। আর সম্প্রতি চমকের ঘটনাটি নিয়ে আমরা আগামীকালের সভায় সিদ্ধান্ত নেব।’
এদিকে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু জাফর অপু জানিয়েছেন ভিন্ন কথা, তাঁর মতে, শামিন হাসানের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই চমকের ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, ‘শামীম হাসান সরকারের ঘটনায় আমরা বিচার পেয়ে থাকলে পুনরায় আবেদন কীভাবে হয়? শামিম হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অভিনেত্রী চমকের দ্বারা এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না।’
আরাে পড়ুন:
ভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন।
১০ ঘণ্টা আগেএ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।
১২ ঘণ্টা আগেপুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি, তেমনি বেশি জোর দেওয়া হয়েছে প্রচারেও। কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় ইভেন্ট। তবে তাতে লাভ তেমন হলো না। ভক্তদের মন জয় করতে পারল না কিসিক।
১২ ঘণ্টা আগে২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি।
১২ ঘণ্টা আগে