বিনোদন ডেস্ক
পূজার মৌসুমে ভালো ব্যবসার আশা নিয়ে পসরা সাজিয়ে বসেছিল টালিউড। দুর্গাপূজায় এবার সেখানে মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা— ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’ ও ‘মিশন এভারেস্ট’। এসব সিনেমায় অভিনয় করেছেন টালিউডের প্রথম সারির তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, আবির, সোহম—কে নেই! তবে ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে সবাইকে টেক্কা দিয়ে বাজিমাত করলেন আবির।
টালিউডে এবারের পূজার একমাত্র ব্যবসাসফল সিনেমা ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। প্রথম দিন থেকেই টিকিট বিক্রিতে এগিয়ে ছিল সিনেমাটি। দলবলে হলে গিয়ে দর্শক ভরিয়ে দিয়েছেন ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর প্রতিটি শো। দ্বিতীয় সপ্তাহে এসেও এ চিত্রে কোনো বদল নেই।
এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি রুপির ব্যবসা করেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমাটি। চলতি বছর ‘বেলাশুরু’ ও ‘অপরাজিত’ তুমুল ব্যবসা করলেও ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সবাইকে ছাড়িয়ে গিয়েছে, এমনটাই বলছেন টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা।
প্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’ নিয়ে প্রত্যাশা, প্রচারণা, উন্মাদনা কিছুই কম ছিল না। প্রত্যেকের আশা ছিল, বাংলার দুই সুপারস্টারের যুগলবন্দি বক্সঅফিসে আনবে তুমুল জোয়ার। কিন্তু সেই আশায় গুড়েবালি। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ পাতাল ব্যবধান দেখা গেল ‘কাছের মানুষ’-এর ক্ষেত্রে। প্রথম সপ্তাহে মাত্র ১ কোটি ২০ লাখ রুপি আয় করেছে পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটি। তবে পূজার বাজারে এ আয় উল্লেখযোগ্য নয় বলেই মত টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞদের।
পরমব্রত চট্টোপাধ্যায় পূজায় মুক্তি দিয়েছিলেন তাঁর পরিচালিত ‘বৌদি ক্যান্টিন’। মূল চরিত্রে শুভশ্রী, আছেন সোহমও। তবে আয়ের দিক থেকে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ও ‘কাছের মানুষ’ থেকে অনেক দূরে আছে ‘বৌদি ক্যান্টিন’। একেবারেই দর্শক টানতে পারেনি। প্রথম সপ্তাহে মাত্র ২০-২৫ লাখ রুপি আয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পরমব্রতকে।
পূজার মৌসুমে ভালো ব্যবসার আশা নিয়ে পসরা সাজিয়ে বসেছিল টালিউড। দুর্গাপূজায় এবার সেখানে মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা— ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’ ও ‘মিশন এভারেস্ট’। এসব সিনেমায় অভিনয় করেছেন টালিউডের প্রথম সারির তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, আবির, সোহম—কে নেই! তবে ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে সবাইকে টেক্কা দিয়ে বাজিমাত করলেন আবির।
টালিউডে এবারের পূজার একমাত্র ব্যবসাসফল সিনেমা ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। প্রথম দিন থেকেই টিকিট বিক্রিতে এগিয়ে ছিল সিনেমাটি। দলবলে হলে গিয়ে দর্শক ভরিয়ে দিয়েছেন ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর প্রতিটি শো। দ্বিতীয় সপ্তাহে এসেও এ চিত্রে কোনো বদল নেই।
এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি রুপির ব্যবসা করেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমাটি। চলতি বছর ‘বেলাশুরু’ ও ‘অপরাজিত’ তুমুল ব্যবসা করলেও ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সবাইকে ছাড়িয়ে গিয়েছে, এমনটাই বলছেন টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা।
প্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’ নিয়ে প্রত্যাশা, প্রচারণা, উন্মাদনা কিছুই কম ছিল না। প্রত্যেকের আশা ছিল, বাংলার দুই সুপারস্টারের যুগলবন্দি বক্সঅফিসে আনবে তুমুল জোয়ার। কিন্তু সেই আশায় গুড়েবালি। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ পাতাল ব্যবধান দেখা গেল ‘কাছের মানুষ’-এর ক্ষেত্রে। প্রথম সপ্তাহে মাত্র ১ কোটি ২০ লাখ রুপি আয় করেছে পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটি। তবে পূজার বাজারে এ আয় উল্লেখযোগ্য নয় বলেই মত টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞদের।
পরমব্রত চট্টোপাধ্যায় পূজায় মুক্তি দিয়েছিলেন তাঁর পরিচালিত ‘বৌদি ক্যান্টিন’। মূল চরিত্রে শুভশ্রী, আছেন সোহমও। তবে আয়ের দিক থেকে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ও ‘কাছের মানুষ’ থেকে অনেক দূরে আছে ‘বৌদি ক্যান্টিন’। একেবারেই দর্শক টানতে পারেনি। প্রথম সপ্তাহে মাত্র ২০-২৫ লাখ রুপি আয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পরমব্রতকে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৩ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৩ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৮ ঘণ্টা আগে