Ajker Patrika

রোহিঙ্গা সংকট নিয়ে সোহেল রহমানের নতুন সিনেমা ‘অটোপসি অব অ্যা জেনোসাইড’

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৬: ৫০
রোহিঙ্গা সংকট নিয়ে সোহেল রহমানের নতুন সিনেমা ‘অটোপসি অব অ্যা জেনোসাইড’

রোহিঙ্গা গণহত্যার পাঁচ বছর পর, বাংলাদেশি-পর্তুগিজ নির্মাতা সোহেল রহমান নির্মাণ করছেন তাঁর নতুন সিনেমা ‘অটোপসি অব অ্যা জেনোসাইড’। পর্তুগাল থেকে ফিরে ইতিমধ্যেই উখিয়ার শরণার্থীশিবিরে সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। সিনেমাটি তৈরি হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর নির্মম গণহত্যার একটি গভীর বিশ্লেষণ, তাদের ট্র্যাজেডি, আশা এবং বেদনার গল্প নিয়ে। রোহিঙ্গা সম্প্রদায়ের ভবিষ্যৎ এবং মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও রক্তপাতের ওপর আলোকপাত করবে এ সিনেমা।

অনেক চেষ্টার পর রোহিঙ্গা ক্যাম্পে সোহেল খুঁজে পেয়েছিলেন ছোট রোহিঙ্গা ভাইবোন আয়াস ও আসিয়াকে। সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন এসেছে, আয়াস ও আসিয়ার বয়স বেড়েছে। কিন্তু রোহিঙ্গাদের সংগ্রাম ও দেশে ফেরার প্রত্যাশা অব্যাহত আছে। ‘অটোপসি অব অ্যা জেনোসাইড’ নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর গণহত্যার ঘটনা তুলে ধরার পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবে। রোহিঙ্গারা কি শরণার্থীশিবিরে আজীবন বসবাস করবে? নাকি তারা ফিরবে কোন দিন তাদের আপন জন্মভূমিতে?

‘অটোপসি অব অ্যা জেনোসাইড’ সিনেমার শুটিংয়ের দৃশ্যএর আগে ২০১৭ সালে রোহিঙ্গা গণহত্যা নিয়ে সোহেল নির্মাণ করেন ‘দ্য আইসক্রিম সেলারস’। গণহত্যা থেকে পালিয়ে আসা ছোট দুই রোহিঙ্গা ভাইবোনের জীবনসংগ্রামের গল্প তুলে ধরেছিলেন সেই সিনেমায়। বিশ্বের বহু চলচ্চিত্র উৎসবের পাশাপাশি নামকরা বিশ্ববিদ্যালয়ে সফল প্রদর্শনী হয় সিনেমাটির। কানাডার মন্ট্রিলে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং যুক্তরাষ্ট্রের সিয়াটলে তাসভীর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ড পায় ‘দ্য আইসক্রিম সেলারস’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ