বিনোদন প্রতিবেদক, ঢাকা
আমেরিকা ও ইন্দোনেশিয়ার দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের দুই ছবি। অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও অনার্য মুর্শিদের ‘কাসিদা অব ঢাকা’ প্রদর্শিত হবে এ দুই উৎসবে। প্রথমটি চলচ্চিত্র আর দ্বিতীয়টি প্রামাণ্যচিত্র।
মিল ভ্যালি উৎসবে ‘রিকশা গার্ল’
উত্তর আমেরিকার মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে অমিতাভ রেজা নির্মিত বাংলাদেশের ছবি ‘রিকশা গার্ল’। এটি মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব। আগামী ৯ অক্টোবর উৎসবে দেখানো হবে ছবিটি।
ঔপন্যাসিক মিতালি পারকিন্সের রিকশা গার্ল উপন্যাসটি উত্তর আমেরিকায় বেশ সমাদৃত। তাই ওই অঞ্চলের দর্শক চলচ্চিত্রটি দেখার অপেক্ষায় আছে বহুদিন ধরে। নির্মাণের সময় প্রযোজক এরিক জে এডামস্ ওই অঞ্চলের দর্শকদের কথা মাথায় রেখেছিলেন। তাই, চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাপটে নির্মিত হলেও এর বেশির ভাগ সংলাপ ইংরেজিতে রাখা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ‘কাসিদা অব ঢাকা’
ইন্দোনেশিয়ার বাহারি ফিল্ম ফেস্টিভ্যালে ১৮ সেপ্টেম্বর প্রদর্শিত হবে বাংলাদেশি প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’। চলচ্চিত্রটির পরিচালক অনার্য মুর্শিদ। উৎসবের পরিচালক কেমালা আস্তিকা ই-মেইলে চলচ্চিত্র পরিচালককে সংবাদটি নিশ্চিত করেন।
২০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি গত বছর ইউটিউবসহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। গত বছর চলচ্চিত্রটি দিল্লির ইন্দুসভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পায়। ইতিমধ্যে চলচ্চিত্রটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উৎসবে অংশ নেয়। চলচ্চিত্রটির ধারা বর্ণনা করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণে রাসেল আবেদীন তাজ, সম্পাদনায় অনয় সোহাগ। প্রযোজক বাংলাঢোল।
আমেরিকা ও ইন্দোনেশিয়ার দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের দুই ছবি। অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও অনার্য মুর্শিদের ‘কাসিদা অব ঢাকা’ প্রদর্শিত হবে এ দুই উৎসবে। প্রথমটি চলচ্চিত্র আর দ্বিতীয়টি প্রামাণ্যচিত্র।
মিল ভ্যালি উৎসবে ‘রিকশা গার্ল’
উত্তর আমেরিকার মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে অমিতাভ রেজা নির্মিত বাংলাদেশের ছবি ‘রিকশা গার্ল’। এটি মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব। আগামী ৯ অক্টোবর উৎসবে দেখানো হবে ছবিটি।
ঔপন্যাসিক মিতালি পারকিন্সের রিকশা গার্ল উপন্যাসটি উত্তর আমেরিকায় বেশ সমাদৃত। তাই ওই অঞ্চলের দর্শক চলচ্চিত্রটি দেখার অপেক্ষায় আছে বহুদিন ধরে। নির্মাণের সময় প্রযোজক এরিক জে এডামস্ ওই অঞ্চলের দর্শকদের কথা মাথায় রেখেছিলেন। তাই, চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাপটে নির্মিত হলেও এর বেশির ভাগ সংলাপ ইংরেজিতে রাখা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ‘কাসিদা অব ঢাকা’
ইন্দোনেশিয়ার বাহারি ফিল্ম ফেস্টিভ্যালে ১৮ সেপ্টেম্বর প্রদর্শিত হবে বাংলাদেশি প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’। চলচ্চিত্রটির পরিচালক অনার্য মুর্শিদ। উৎসবের পরিচালক কেমালা আস্তিকা ই-মেইলে চলচ্চিত্র পরিচালককে সংবাদটি নিশ্চিত করেন।
২০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি গত বছর ইউটিউবসহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। গত বছর চলচ্চিত্রটি দিল্লির ইন্দুসভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পায়। ইতিমধ্যে চলচ্চিত্রটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উৎসবে অংশ নেয়। চলচ্চিত্রটির ধারা বর্ণনা করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণে রাসেল আবেদীন তাজ, সম্পাদনায় অনয় সোহাগ। প্রযোজক বাংলাঢোল।
দক্ষিণি অভিনেতা ধানুশ ও অভিনেত্রী নয়নতারার দ্বন্দ্ব আরও বড় আকার নিল। নয়নতারা ও তাঁর স্বামী পরিচালক ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ধানুশ। আজ মাদ্রাজ হাই কোর্টে মামলাটি করা হয় ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে।
৯ মিনিট আগেফেসবুক পোস্টে চিত্রনায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন তাঁর স্ত্রী তাহের চৌধুরী ঋদ্ধি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিষয়টি আরও জটিল আকার ধারণ করছিল। অবশেষে পিছু হটলেন ঋদ্ধি। নিরবের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিলেন।
২ ঘণ্টা আগেবলিউডে এখন বৈরী হাওয়া চলছে। আসছে একের পর এক হত্যার হুমকি। এ তালিকায় বহু আগে থেকেই সালমান খান তো ছিলেনই নতুন করে যুক্ত হয়েছে শাহরুখ খানের নাম। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়েছে। রাজনীতির পাশাপাশি বলিউড তারকাদের সঙ্গে সখ্য ছিল তাঁর। এবার...
৪ ঘণ্টা আগে২০১৮ সালের ১৮ অক্টোবর। সারা বিশ্বের অগণিত ভক্ত-শ্রোতাকে কাঁদিয়ে চলে গেলেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক অগ্রপথিক আইয়ুব বাচ্চু। থমকে গেল এলআরবি ব্যান্ডের পথচলা। সেই থেকে বাংলাদেশের ব্যান্ড সংগীতে কেটে গেল আইয়ুব বাচ্চুহীন ছয়টি বছর
৯ ঘণ্টা আগে