বলিউডে এখন বৈরী হাওয়া চলছে। আসছে একের পর এক হত্যার হুমকি। এ তালিকায় বহু আগে থেকেই সালমান খান তো ছিলেনই, নতুন করে যুক্ত হয়েছে শাহরুখ খানের নাম। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়েছে। রাজনীতির পাশাপাশি বলিউড তারকাদের সঙ্গে সখ্য ছিল তাঁর। এবার হত্যার হুমকির তালিকায় যুক্ত হলেন র্যাপার বাদশাহ। তবে কি এবার লক্ষ্য পাঞ্জাবি এই গায়ক?
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চণ্ডীগড়ের দুটি বার কাম লাউঞ্জ ‘দ্য ডি অরা ক্লাব’ এবং ‘সেভিল বার অ্যান্ড লাউঞ্জে’র বাইরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বাদশার নাইট ক্লাবে বিস্ফোরণের দায় স্বীকারও করল লরেন্স বিষ্ণোই গ্য়াং। শুধু তাই নয়, তারা জানিয়েছে, তাদের টার্গেটে ছিলেন বাদশা। গায়ককে ভয় পাওয়াতে এবং প্রাণনাশের হুমকি দিতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
খবর অনুযায়ী, লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের একটি জেলে বন্দী রয়েছেন। লরেন্সের নেটওয়ার্কের মাধ্যমে ঘটানো হয়েছে এই বিস্ফোরণ। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় বিষ্ণোই ঘনিষ্ঠ গোল্ডি ব্রার তরফ থেকে জানানো হয়েছে, তার দলের সদস্যরা নাইট ক্লাবের মালিকদের প্রোটেকশন মানি দেওয়ার জন্য ডেকেছিলেন। কিন্তু মালিকেরা তা উপেক্ষা করায় এই বিস্ফোরণ।
দিলবাগ ধালিওয়াল (ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ) এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তদন্তকারী অফিসার ঘটনাস্থলে ভাঙা কাচ দেখেছেন। ফরেনসিক দল এসেছে।
তিনি আরও জানান, একটি এফআইআর দায়ের হয়েছে। তদন্তও চলছে। এর বেশি আপাতত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে বাদশা এখনো মুখ খোলেননি।
বাদশাহ ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তাঁর ব্যান্ড মাফিয়া মন্দিরে সংগীতে কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে হানি সিং থেকে আলাদা হয়ে তাঁর স্বতন্ত্র হরিয়ানি গান ‘কার গায়ি চুল’ মুক্তি দেন। ২০১৬ সালের বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ চলচ্চিত্রে তাঁর গান ব্যবহার করা হয়। এ ছাড়া, ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’ সিনেমায় গান করে বেশ আলোচনায় আসেন।
বাদশাহর একক গান ‘ডিজে ওয়ালে বাবু’ মুক্তির পর মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় আইটিউনস তালিকায় শীর্ষস্থান দখল করে নেয়। গানটি মাত্র ৩০ ঘণ্টায় ইউটিউবে ১০ লাখেরও বেশি বার দেখা হয়। তিনি ‘ওয়াখরা সোয়াগ’ গানে নাভ ইন্দারের সঙ্গে সহযোগী হন, যা ২০১৬ সালে শ্রেষ্ঠ দ্বৈত’র জন্য পাঞ্জাবি সংগীত পুরস্কার এবং বছরের সর্বোচ্চ জনপ্রিয় গান অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনের তালিকায় ভারতের ৬৩তম ধনী তারকা হিসেবে তাঁর নাম উঠে আসে।
আরও পড়ুন:
বলিউডে এখন বৈরী হাওয়া চলছে। আসছে একের পর এক হত্যার হুমকি। এ তালিকায় বহু আগে থেকেই সালমান খান তো ছিলেনই, নতুন করে যুক্ত হয়েছে শাহরুখ খানের নাম। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়েছে। রাজনীতির পাশাপাশি বলিউড তারকাদের সঙ্গে সখ্য ছিল তাঁর। এবার হত্যার হুমকির তালিকায় যুক্ত হলেন র্যাপার বাদশাহ। তবে কি এবার লক্ষ্য পাঞ্জাবি এই গায়ক?
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চণ্ডীগড়ের দুটি বার কাম লাউঞ্জ ‘দ্য ডি অরা ক্লাব’ এবং ‘সেভিল বার অ্যান্ড লাউঞ্জে’র বাইরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বাদশার নাইট ক্লাবে বিস্ফোরণের দায় স্বীকারও করল লরেন্স বিষ্ণোই গ্য়াং। শুধু তাই নয়, তারা জানিয়েছে, তাদের টার্গেটে ছিলেন বাদশা। গায়ককে ভয় পাওয়াতে এবং প্রাণনাশের হুমকি দিতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
খবর অনুযায়ী, লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের একটি জেলে বন্দী রয়েছেন। লরেন্সের নেটওয়ার্কের মাধ্যমে ঘটানো হয়েছে এই বিস্ফোরণ। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় বিষ্ণোই ঘনিষ্ঠ গোল্ডি ব্রার তরফ থেকে জানানো হয়েছে, তার দলের সদস্যরা নাইট ক্লাবের মালিকদের প্রোটেকশন মানি দেওয়ার জন্য ডেকেছিলেন। কিন্তু মালিকেরা তা উপেক্ষা করায় এই বিস্ফোরণ।
দিলবাগ ধালিওয়াল (ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ) এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তদন্তকারী অফিসার ঘটনাস্থলে ভাঙা কাচ দেখেছেন। ফরেনসিক দল এসেছে।
তিনি আরও জানান, একটি এফআইআর দায়ের হয়েছে। তদন্তও চলছে। এর বেশি আপাতত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে বাদশা এখনো মুখ খোলেননি।
বাদশাহ ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তাঁর ব্যান্ড মাফিয়া মন্দিরে সংগীতে কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে হানি সিং থেকে আলাদা হয়ে তাঁর স্বতন্ত্র হরিয়ানি গান ‘কার গায়ি চুল’ মুক্তি দেন। ২০১৬ সালের বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ চলচ্চিত্রে তাঁর গান ব্যবহার করা হয়। এ ছাড়া, ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’ সিনেমায় গান করে বেশ আলোচনায় আসেন।
বাদশাহর একক গান ‘ডিজে ওয়ালে বাবু’ মুক্তির পর মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় আইটিউনস তালিকায় শীর্ষস্থান দখল করে নেয়। গানটি মাত্র ৩০ ঘণ্টায় ইউটিউবে ১০ লাখেরও বেশি বার দেখা হয়। তিনি ‘ওয়াখরা সোয়াগ’ গানে নাভ ইন্দারের সঙ্গে সহযোগী হন, যা ২০১৬ সালে শ্রেষ্ঠ দ্বৈত’র জন্য পাঞ্জাবি সংগীত পুরস্কার এবং বছরের সর্বোচ্চ জনপ্রিয় গান অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনের তালিকায় ভারতের ৬৩তম ধনী তারকা হিসেবে তাঁর নাম উঠে আসে।
আরও পড়ুন:
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
১০ ঘণ্টা আগেসিনেমার প্রিমিয়ার নিয়ে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, ‘আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না। নিজের সিনেমারও না। পরের সিনেমারও না।’
১১ ঘণ্টা আগেচলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত
১৯ ঘণ্টা আগেসম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
১ দিন আগে