বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘হৃদিতা’ ছবির শুটিং শেষ হলো মঙ্গলবার। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ছবির একটি গান দিয়ে শেষ হয় শুটিং। বুধবারই ঢাকার উদ্দেশে ছুটলেন পূজা চেরি। দারুণ এক অভিজ্ঞতা হয়েছে তাঁর। এমন লোকেশনে আগে শুটিং করেননি তিনি। পূজা বলেন, ‘এমন নয়নাভিরাম লোকেশনে শুটিং করে খুব ভালো লেগেছে। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, না দেখলে বুঝতাম না। ছবিতে এই সুন্দর জায়গাগুলো ফুটিয়ে তোলা উচিত। শট দেওয়ার পর স্ক্রিনে যখন নিজেকে দেখছিলাম, অবাক হচ্ছিলাম। চোখের শান্তি, মনের শান্তি—সবই পেয়েছি। ওখানে আরও কিছুদিন থাকতে পারলে ভালো লাগত।’
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘হৃদিতা’। এর নামভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরি। আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস থেকে ছবিটি নির্মাণ করছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। ছবিতে পূজার নায়ক এ বি এম সুমন।
পূজা বলেন, ‘ইস্পাহানী আরিফ জাহানদের মতো গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করা আমার জন্য আশীর্বাদ। পদে পদে শিখতে পারি। প্রতিটা দৃশ্যে যত্ন ছিল। ছবির গল্পটাও দারুণ! নান্দনিক একটি ছবি হবে ‘হৃদিতা’।
‘হৃদিতা’র কাজ শেষ করে পূজা এখন ‘গলুই’ ছবির শুটিংয়ে। এটাও সরকারি অনুদানের ছবি। এই ছবিতে হালের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন উঠতি এই নায়িকা। আজ থেকে টাঙ্গাইলে যমুনার চরে শুরু হয়েছে শুটিং। এই ছবির জন্য ওজনও বাড়িয়েছেন পূজা। তিনি বলেন, ‘আগে আমার ওজন ছিল ৫০ কেজি। এখন ৫৫। যখন শুনলাম, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হবে, ইচ্ছেমতো খাওয়াদাওয়া শুরু করেছি।’
প্রযোজক খোরশেদ আলম খসরুর প্রযোজনায় ২০২০-২১ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এ ছবি পরিচালনা করছেন এস এ হক অলিক। আজ থেকে টাঙ্গাইলের মহেরায় পূজা চেরি, আলী রাজ, আজিজুল হাকিম, সুচরিতাসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী শুটিংয়ে অংশ নেবেন। ২৬ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন শাকিব খান।
‘হৃদিতা’ ছবির শুটিং শেষ হলো মঙ্গলবার। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ছবির একটি গান দিয়ে শেষ হয় শুটিং। বুধবারই ঢাকার উদ্দেশে ছুটলেন পূজা চেরি। দারুণ এক অভিজ্ঞতা হয়েছে তাঁর। এমন লোকেশনে আগে শুটিং করেননি তিনি। পূজা বলেন, ‘এমন নয়নাভিরাম লোকেশনে শুটিং করে খুব ভালো লেগেছে। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, না দেখলে বুঝতাম না। ছবিতে এই সুন্দর জায়গাগুলো ফুটিয়ে তোলা উচিত। শট দেওয়ার পর স্ক্রিনে যখন নিজেকে দেখছিলাম, অবাক হচ্ছিলাম। চোখের শান্তি, মনের শান্তি—সবই পেয়েছি। ওখানে আরও কিছুদিন থাকতে পারলে ভালো লাগত।’
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘হৃদিতা’। এর নামভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরি। আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস থেকে ছবিটি নির্মাণ করছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। ছবিতে পূজার নায়ক এ বি এম সুমন।
পূজা বলেন, ‘ইস্পাহানী আরিফ জাহানদের মতো গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করা আমার জন্য আশীর্বাদ। পদে পদে শিখতে পারি। প্রতিটা দৃশ্যে যত্ন ছিল। ছবির গল্পটাও দারুণ! নান্দনিক একটি ছবি হবে ‘হৃদিতা’।
‘হৃদিতা’র কাজ শেষ করে পূজা এখন ‘গলুই’ ছবির শুটিংয়ে। এটাও সরকারি অনুদানের ছবি। এই ছবিতে হালের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন উঠতি এই নায়িকা। আজ থেকে টাঙ্গাইলে যমুনার চরে শুরু হয়েছে শুটিং। এই ছবির জন্য ওজনও বাড়িয়েছেন পূজা। তিনি বলেন, ‘আগে আমার ওজন ছিল ৫০ কেজি। এখন ৫৫। যখন শুনলাম, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হবে, ইচ্ছেমতো খাওয়াদাওয়া শুরু করেছি।’
প্রযোজক খোরশেদ আলম খসরুর প্রযোজনায় ২০২০-২১ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এ ছবি পরিচালনা করছেন এস এ হক অলিক। আজ থেকে টাঙ্গাইলের মহেরায় পূজা চেরি, আলী রাজ, আজিজুল হাকিম, সুচরিতাসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী শুটিংয়ে অংশ নেবেন। ২৬ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন শাকিব খান।
দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’। সিনেমা দুটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে মুক্তির একদিন আগে বলিউডের এই দুই সিনেমা নিষিদ্ধ করে দিয়েছে সৌদি আরব।
১৬ মিনিট আগেএক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই,আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ।
৩৫ মিনিট আগেসংশোধন হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিদ্যমান আইন ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’। বিদ্যমান আইনের বিভিন্ন ধারায় পরিবর্তনের লক্ষ্যে একটি সংশোধিত খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংশোধিত খসড়া আইনের উপর সকল
৪১ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
৩ ঘণ্টা আগে