বিনোদন ডেস্ক
গত শনিবার মধ্যরাতে এক ক্রুজ পার্টি থেকে আটক হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে পুরো ইন্ডাস্ট্রি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এর আগে এমন জটিলতার মুখোমুখি হননি শাহরুখ। ইন্ডাস্ট্রিতে সবসময় স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই চলেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সোমবার জামিনের জন্য আদালতে তোলা হলেও জামিন হয়নি আরিয়ান খানের। ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে থাকতে হবে তাঁকে। আরিয়ানের দুই সঙ্গী আরবাজ শেঠ মারচেন্ট ও মুনমুন ধামেচার ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট।
এ ঘটনার রেশ আছড়ে পড়েছে টালিউড ইন্ডাস্ট্রিতেও। কলকাতার বাংলা ছবির বিখ্যাত প্রযোজক রানা সরকার দাবি করলেন, টালিউডেও অনেকে মাদকের নেশায় আসক্ত।
জোর গুঞ্জন, বলিউডের মতো রমরমা না হলেও মাদক সেবনে কম যায় না টালিউড। গাঁজা তো চলেই। মাঝে মধ্যেই নাকি এলএসডি, কোকেনের মতো মাদকও নেওয়া হয়। আর সেই গুজবে সত্যির সিলমোহর দিলেন প্রযোজক রানা সরকার। আরিয়ানের গ্রেফতারির পরেই ফেসবুকে একটি পোস্ট করেন রানা।
পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতায় যেসব সেলিব্রিটিরা নেশার সঙ্গে জড়িত এখনই এসব ছেড়ে দিন। মেগা সিরিয়ালের ফ্লোরে, ফিল্মের মেকআপ রুমে, ফটোশুটে, পাবলিক প্লেসে, সেলেব্রিটিরা বেপরোয়াভাবে নেশা করছে শোনা যাচ্ছে। ডিরেক্টর, প্রডিউসার, চ্যানেল অনেকক্ষেত্রেই প্রশ্রয় দিচ্ছেন। যে কোনো সময় ধরা পড়ে যাবেন। পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, ক্যারিয়ারের কথা ভাবুন।’
গত শনিবার মধ্যরাতে এক ক্রুজ পার্টি থেকে আটক হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে পুরো ইন্ডাস্ট্রি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এর আগে এমন জটিলতার মুখোমুখি হননি শাহরুখ। ইন্ডাস্ট্রিতে সবসময় স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই চলেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সোমবার জামিনের জন্য আদালতে তোলা হলেও জামিন হয়নি আরিয়ান খানের। ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে থাকতে হবে তাঁকে। আরিয়ানের দুই সঙ্গী আরবাজ শেঠ মারচেন্ট ও মুনমুন ধামেচার ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট।
এ ঘটনার রেশ আছড়ে পড়েছে টালিউড ইন্ডাস্ট্রিতেও। কলকাতার বাংলা ছবির বিখ্যাত প্রযোজক রানা সরকার দাবি করলেন, টালিউডেও অনেকে মাদকের নেশায় আসক্ত।
জোর গুঞ্জন, বলিউডের মতো রমরমা না হলেও মাদক সেবনে কম যায় না টালিউড। গাঁজা তো চলেই। মাঝে মধ্যেই নাকি এলএসডি, কোকেনের মতো মাদকও নেওয়া হয়। আর সেই গুজবে সত্যির সিলমোহর দিলেন প্রযোজক রানা সরকার। আরিয়ানের গ্রেফতারির পরেই ফেসবুকে একটি পোস্ট করেন রানা।
পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতায় যেসব সেলিব্রিটিরা নেশার সঙ্গে জড়িত এখনই এসব ছেড়ে দিন। মেগা সিরিয়ালের ফ্লোরে, ফিল্মের মেকআপ রুমে, ফটোশুটে, পাবলিক প্লেসে, সেলেব্রিটিরা বেপরোয়াভাবে নেশা করছে শোনা যাচ্ছে। ডিরেক্টর, প্রডিউসার, চ্যানেল অনেকক্ষেত্রেই প্রশ্রয় দিচ্ছেন। যে কোনো সময় ধরা পড়ে যাবেন। পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, ক্যারিয়ারের কথা ভাবুন।’
ঢাকাকে বলা হয় হকারদের শহর। ফুটপাত থেকে শুরু করে বাস কিংবা রেলস্টেশন, রাস্তার গলিতেও হকারদের ছড়াছড়ি। ঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করে লাখ লাখ মানুষ। তাদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় তারা বিভিন্ন ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে...
৩ ঘণ্টা আগেগত বছর থেকেই প্রযোজক আবদুল আজিজ ও নায়িকা জাকিয়া কামাল মুনের মধ্যে চলছে দ্বন্দ্ব। পাওনা টাকা নিয়ে ফেরত না দেওয়ায় মুনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ জারি করা হয়। কিন্তু টাকা ফেরত দেবেন শর্তে জামিন নিলেও আজিজ টাকা ফেরত দেননি বলে অভিযোগ করেছেন জাকিয়া...
৩ ঘণ্টা আগেবলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে আমির খানের নাম। বাণিজ্যিক ঘরানার সঙ্গে সামাজিক প্রভাবের মিশ্রণে গল্প বলার ধরনকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি। বক্স অফিসে বলিউডের প্রথম ১০০ কোটি, ২০০ কোটি ও ৩০০ কোটির মাইলফলক তাঁর গড়া। আমিরকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট...
৩ ঘণ্টা আগে‘হ্যারি পটার’ ও ‘টোয়াইলাইট’-এর মতো ফ্যান্টাসি গল্প দিয়েই তাঁকে চিনেছে এ প্রজন্ম। অথচ, সেই রবার্ট প্যাটিনসন নাকি কখনোই ভূতের সিনেমা দেখেন না! ভূতের সিনেমার প্রসঙ্গ এলেই এড়িয়ে চলেন। নিজের এই ‘সিক্রেট’ প্যাটিনসন শেয়ার করেছেন জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে।
৩ ঘণ্টা আগে