বিনোদন ডেস্ক, ঢাকা
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ মদন মিত্র। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তিনি। তবে অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে মদন মিত্রের তফাত অনেক। মদন মিত্র মানেই রাজনীতির এক রঙিন চরিত্র। তিনি কখনো রাস্তায় বাইক ছোটান, কখনো প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রতিপক্ষকে।
কখনো তিনি নায়িকাদের সঙ্গে দোল খেলেন। নায়কদের মতো গলা ছেড়ে গানও করেন। তাঁর মিউজিক ভিডিও মুক্তি পেলেই ঝড়ের গতিতে ভাইরাল হয়। এবার রাজনীতির এই রঙিন চরিত্র উঠে আসছে ছবির পর্দায়। তৈরি হচ্ছে মদন মিত্রের বায়োপিক। বানাবেন পরিচালক রাজা চন্দ।
বিধায়ক মদন মিত্র বলছেন, ‘গত দুবছর বায়োপিক করার চাপ আসছিল। কিন্তু হেরে যাওয়া পরাজিত সৈন্য হিসেবে নয়, কামারহাটির রায়ের জন্য আমি অপেক্ষা করছিলাম। কলেজ জীবন থেকে আজ পর্যন্ত ভোটে জেতা, মেসি-ব্রাজিল টিমকে নিয়ে আসা—সবকিছু থাকবে আমার বায়োপিকে। ভালোও থাকবে কালোও থাকবে। জীবনে কিছু লুকানো উচিত নয়।’
ছবির নাম কী হবে, তা এখনো ঠিক হয়নি। জানা যায়নি, কারা অভিনয় করবেন ছবিতে। তবে মদন মিত্র যখন মূল আকর্ষণ, তখন কাস্টিংয়ে বড়সড় চমক থাকবে—এ কথা নিঃসন্দেহে বলা যায়।
শোনা যাচ্ছে, মদন মিত্রের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তবে অভিনেতার পক্ষ থেকে এ ছবিতে অভিনয়ের বিষয়ে কিছু বলা হয়নি এখনো।
কী কী থাকবে এই বায়োপিকে? মদন মিত্র জানিয়েছেন, ‘স্ত্রী একজন থাকবেন, তবে নায়িকা কিন্তু অনেকে থাকবে। আমি নিজেও বায়োপিকে অভিনয় করব। সারদা-নারদ এই সব থাকবে। আমার জীবন খোলা বইয়ের মত।’
তবে চমক এখানেই শেষ নয়। মদন মিত্রকে নিয়ে একটি নয়, তৈরি হবে দুটি ছবি। রাজা চন্দের পাশাপাশি তাঁর বায়োপিক নিয়ে কাজ করছেন পরিচালক রাজর্ষি দে।
ছাত্রনেতা থেকে বিধায়ক। এরপর মন্ত্রী হওয়া, জেলে যাওয়া, জেলে বসে নির্বাচনে অংশ নেওয়া, হেরে যাওয়া। আবার সেই কেন্দ্র থেকেই ভোটে জিতে আসা— মদন মিত্রের রাজনৈতিক জীবনে ছবি তৈরির মাল-মসলার অভাব নেই। বায়োপিকে সেসবের কতটা উঠে আসবে, সেটা দেখার অপেক্ষায় সবাই।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ মদন মিত্র। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তিনি। তবে অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে মদন মিত্রের তফাত অনেক। মদন মিত্র মানেই রাজনীতির এক রঙিন চরিত্র। তিনি কখনো রাস্তায় বাইক ছোটান, কখনো প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রতিপক্ষকে।
কখনো তিনি নায়িকাদের সঙ্গে দোল খেলেন। নায়কদের মতো গলা ছেড়ে গানও করেন। তাঁর মিউজিক ভিডিও মুক্তি পেলেই ঝড়ের গতিতে ভাইরাল হয়। এবার রাজনীতির এই রঙিন চরিত্র উঠে আসছে ছবির পর্দায়। তৈরি হচ্ছে মদন মিত্রের বায়োপিক। বানাবেন পরিচালক রাজা চন্দ।
বিধায়ক মদন মিত্র বলছেন, ‘গত দুবছর বায়োপিক করার চাপ আসছিল। কিন্তু হেরে যাওয়া পরাজিত সৈন্য হিসেবে নয়, কামারহাটির রায়ের জন্য আমি অপেক্ষা করছিলাম। কলেজ জীবন থেকে আজ পর্যন্ত ভোটে জেতা, মেসি-ব্রাজিল টিমকে নিয়ে আসা—সবকিছু থাকবে আমার বায়োপিকে। ভালোও থাকবে কালোও থাকবে। জীবনে কিছু লুকানো উচিত নয়।’
ছবির নাম কী হবে, তা এখনো ঠিক হয়নি। জানা যায়নি, কারা অভিনয় করবেন ছবিতে। তবে মদন মিত্র যখন মূল আকর্ষণ, তখন কাস্টিংয়ে বড়সড় চমক থাকবে—এ কথা নিঃসন্দেহে বলা যায়।
শোনা যাচ্ছে, মদন মিত্রের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তবে অভিনেতার পক্ষ থেকে এ ছবিতে অভিনয়ের বিষয়ে কিছু বলা হয়নি এখনো।
কী কী থাকবে এই বায়োপিকে? মদন মিত্র জানিয়েছেন, ‘স্ত্রী একজন থাকবেন, তবে নায়িকা কিন্তু অনেকে থাকবে। আমি নিজেও বায়োপিকে অভিনয় করব। সারদা-নারদ এই সব থাকবে। আমার জীবন খোলা বইয়ের মত।’
তবে চমক এখানেই শেষ নয়। মদন মিত্রকে নিয়ে একটি নয়, তৈরি হবে দুটি ছবি। রাজা চন্দের পাশাপাশি তাঁর বায়োপিক নিয়ে কাজ করছেন পরিচালক রাজর্ষি দে।
ছাত্রনেতা থেকে বিধায়ক। এরপর মন্ত্রী হওয়া, জেলে যাওয়া, জেলে বসে নির্বাচনে অংশ নেওয়া, হেরে যাওয়া। আবার সেই কেন্দ্র থেকেই ভোটে জিতে আসা— মদন মিত্রের রাজনৈতিক জীবনে ছবি তৈরির মাল-মসলার অভাব নেই। বায়োপিকে সেসবের কতটা উঠে আসবে, সেটা দেখার অপেক্ষায় সবাই।
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পামেলা বাখ মর্মান্তিকভাবে মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে গত বৃহস্পতিবার (৬ মার্চ) তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।
৮ ঘণ্টা আগেছাবা সিনেমায় মধ্যপ্রদেশের বুরহানপুরের নাম নেওয়া হয়েছে। দেখানো হয়েছে, এককালে মুঘলদের বাস ছিল সেখানে। আর তা থেকে কিছু মানুষের মনে হয়েছে, এখানেই লুকিয়ে আছে মুঘলদের গুপ্তধন!
১১ ঘণ্টা আগে‘তোমাদের গল্প’ নাটকে দেখা যাবে পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও শিল্পী সরকার অপুকে। গত পাঁচ দিন ধরে নরসিংদীতে নাটকটির শুটিং চলছে।
১২ ঘণ্টা আগেভিন্ন ধর্মাবলম্বী হয়েও মুসলমানদের সঙ্গে তাঁর ইফতার, মোনাজাত ও নামাজে অংশ নেওয়ায় প্রশংসা করছেন সবাই। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তৈরি করে কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন থালাপতি বিজয়।
১৩ ঘণ্টা আগে