এ সপ্তাহের সিনেমা
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতিবছর ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও এ বছর তেমনটা দেখা যায়নি। তবে বছর শেষ হচ্ছে মুক্তিযুদ্ধের সিনেমা দিয়ে। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘নকশি কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা তুলে আনা হয়েছে এ সিনেমায়। বানিয়েছেন আকরাম খান।
গল্পে দেখা যাবে দুই বোন রাহেলা ও সালেহার বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেয় রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালি অংশ নেয় মুক্তিবাহিনীতে। অন্য দিকে সবর যোগ দেয় মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখায় রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প নকশি কাঁথার জমিন। দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।
নকশি কাঁথার জমিন দিয়ে দেশের হলে নয় মাস পর সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল জয়ার ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি। নকশি কাঁথার জমিন নিয়ে আশাবাদী জয়া। বিশেষ করে বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি পাওয়ায় আনন্দিত এই অভিনেত্রী। জয়া বলেন, ‘এই বিজয়ের মাসে নকশি কাঁথার জমিন মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য ভীষণ রকম আনন্দের। আমি চাইব, এই প্রজন্মের মানুষ যাঁরা আছেন, তাঁরা সিনেমাটি দেখুক। আগের প্রজন্ম তাঁদের জন্য কী করে গেছেন, কীভাবে আমাদের দেশটার মানচিত্র তৈরি হলো; কত রক্ত, ঘাম, শ্রম এর পেছনে আছে, সেটা যদি তাঁরা দেখতে চান, গণমানুষের যে অংশগ্রহণ ছিল, সেটা যদি দেখতে চান, তাহলে এই সিনেমা দেখুন।’
সিনেপ্লেক্সে ‘সোনিক দ্য হেজহগ ৩’
জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত সিনেমা ‘সোনিক দ্য হেজহগ ৩’। এটি সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি, যা সোনিকের নতুন অ্যাডভেঞ্চার এবং প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার সংঘর্ষের গল্প নিয়ে আবর্তিত। প্রথম দুই পর্বের মতো এবারের সিনেমাটিও পরিচালনা করেছেন জেফ ফাউলার। সোনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এ ছাড়া নকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, টেইলসের চরিত্রে কলিন ওশফনেসি এবং ডক্টর রোবটনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি। গত ২০ ডিসেম্বর হলিউডে মুক্তি পায় অ্যানিমেশন সিনেমাটি। আজ থেকে দেশের সিনেপ্লেক্সে দেখা যাবে ‘সোনিক দ্য হেজহগ ৩’।
প্রতিবছর ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও এ বছর তেমনটা দেখা যায়নি। তবে বছর শেষ হচ্ছে মুক্তিযুদ্ধের সিনেমা দিয়ে। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘নকশি কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা তুলে আনা হয়েছে এ সিনেমায়। বানিয়েছেন আকরাম খান।
গল্পে দেখা যাবে দুই বোন রাহেলা ও সালেহার বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেয় রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালি অংশ নেয় মুক্তিবাহিনীতে। অন্য দিকে সবর যোগ দেয় মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখায় রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প নকশি কাঁথার জমিন। দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।
নকশি কাঁথার জমিন দিয়ে দেশের হলে নয় মাস পর সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল জয়ার ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি। নকশি কাঁথার জমিন নিয়ে আশাবাদী জয়া। বিশেষ করে বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি পাওয়ায় আনন্দিত এই অভিনেত্রী। জয়া বলেন, ‘এই বিজয়ের মাসে নকশি কাঁথার জমিন মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য ভীষণ রকম আনন্দের। আমি চাইব, এই প্রজন্মের মানুষ যাঁরা আছেন, তাঁরা সিনেমাটি দেখুক। আগের প্রজন্ম তাঁদের জন্য কী করে গেছেন, কীভাবে আমাদের দেশটার মানচিত্র তৈরি হলো; কত রক্ত, ঘাম, শ্রম এর পেছনে আছে, সেটা যদি তাঁরা দেখতে চান, গণমানুষের যে অংশগ্রহণ ছিল, সেটা যদি দেখতে চান, তাহলে এই সিনেমা দেখুন।’
সিনেপ্লেক্সে ‘সোনিক দ্য হেজহগ ৩’
জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত সিনেমা ‘সোনিক দ্য হেজহগ ৩’। এটি সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি, যা সোনিকের নতুন অ্যাডভেঞ্চার এবং প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার সংঘর্ষের গল্প নিয়ে আবর্তিত। প্রথম দুই পর্বের মতো এবারের সিনেমাটিও পরিচালনা করেছেন জেফ ফাউলার। সোনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এ ছাড়া নকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, টেইলসের চরিত্রে কলিন ওশফনেসি এবং ডক্টর রোবটনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি। গত ২০ ডিসেম্বর হলিউডে মুক্তি পায় অ্যানিমেশন সিনেমাটি। আজ থেকে দেশের সিনেপ্লেক্সে দেখা যাবে ‘সোনিক দ্য হেজহগ ৩’।
দীর্ঘদিন ধরে বি-টাউনে চর্চায় ছিল অমিতাভের নাতি অগস্ত্য ও শাহরুখ কন্যা সুহানার প্রেমের গুঞ্জন। আবারও একসঙ্গে দেখা গেল তাঁদের, যা গুঞ্জনের পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
৭ ঘণ্টা আগে৫৯ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা ভাই ও মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন। আয়াতও ২৭ ডিসেম্বর জন্ম নেয়। একটি দারুণ গাড়িতে করে বোনের বাড়িতে পৌঁছান ভাইজান। পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট।
১০ ঘণ্টা আগেএকজন সিঙ্গেল মাদার এবং নিঃসঙ্গ বেড়ে ওঠা তার সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল।
১৬ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগে