বিনোদন ডেস্ক
জনপ্রিয় জাপানি টেলিভিশন সিরিজ ও সর্বাধিক বিক্রীত কমিক ‘ড্রাগন বলের’ স্রষ্টা আকিরা তোরিয়ামা মারা গেছেন। আজ শুক্রবার তাঁর স্টুডিওর ওয়েবসাইটে জানানো হয়, অসুস্থতার কারণে ১ মার্চ আকিরা মারা গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধু পরিবার এবং কাছের বন্ধুরা যোগ দিয়েছিলেন।
স্টুডিওর বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, সাবডুরাল হেমাটোমা বা মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে ৬৮ বছর বয়সী আকিরা তোরিয়ামার মৃত্যু হয়।
কমিক সিরিজ কার্টুন ‘ড্রাগন বল’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ১৯৮৯ সালে চলচ্চিত্র সংস্করণ (অ্যানিমেশন) ‘ড্রাগন বল জি’ তৈরি করা হয়। যা দর্শকপ্রিয়তার সঙ্গে ব্যবসায়িক সফলতাও অর্জন করে।
ড্রাগন বল কমিক সিরিজটি ১৯৯৪ সালে আত্মপ্রকাশ করে। সেখানে গোকু নামে একটি চরিত্র সায়ান নামক এলিয়েন হিউম্যানয়েডের বিরুদ্ধে পৃথিবীকে রক্ষা করার জন্য জাদুকরি ড্রাগন বল সংগ্রহ করে।
অ্যানিমে নিউজ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ড্রাগন বল জি অন্য দেশে অনুবাদিত হওয়ার আগে জাপানের ফুজি টিভিতে সম্প্রচারিত হয় ১৯৮৯ সালের ২৫ এপ্রিল থেকে ১৯৯৬ সালের ৩১ জানুয়ারির মধ্যে। অ্যানিমেটির জনপ্রিয়তার দরুন ড্রাগন বল জি-কে কেন্দ্র করে এ পর্যন্ত ১৫টি চলচ্চিত্র এবং ১৪৮টি ভিডিও গেমস নির্মাণ করা হয়েছে। যদিও ভিডিও গেমসগুলোর বেশির ভাগই জাপানে মুক্তি পায়।
উল্লেখ্য, ২০০৯ সালে অ্যানিমেটির ২০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে ‘ড্রাগন বল জি কাই’ নামে রিমাস্টার্ড সংস্করণ সম্প্রচার শুরু করা হয়। ড্রাগন বল ছাড়াও আকিরা বিভিন্ন জনপ্রিয় ভিডিও গেমসের জন্য চরিত্র ডিজাইনারের কাজ করেছেন, যেমন—ড্রাগন কোয়েস্ট সিরিজ, ব্লু ড্রাগন এবং ক্রনো ট্রিগার।
জনপ্রিয় জাপানি টেলিভিশন সিরিজ ও সর্বাধিক বিক্রীত কমিক ‘ড্রাগন বলের’ স্রষ্টা আকিরা তোরিয়ামা মারা গেছেন। আজ শুক্রবার তাঁর স্টুডিওর ওয়েবসাইটে জানানো হয়, অসুস্থতার কারণে ১ মার্চ আকিরা মারা গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধু পরিবার এবং কাছের বন্ধুরা যোগ দিয়েছিলেন।
স্টুডিওর বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, সাবডুরাল হেমাটোমা বা মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে ৬৮ বছর বয়সী আকিরা তোরিয়ামার মৃত্যু হয়।
কমিক সিরিজ কার্টুন ‘ড্রাগন বল’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ১৯৮৯ সালে চলচ্চিত্র সংস্করণ (অ্যানিমেশন) ‘ড্রাগন বল জি’ তৈরি করা হয়। যা দর্শকপ্রিয়তার সঙ্গে ব্যবসায়িক সফলতাও অর্জন করে।
ড্রাগন বল কমিক সিরিজটি ১৯৯৪ সালে আত্মপ্রকাশ করে। সেখানে গোকু নামে একটি চরিত্র সায়ান নামক এলিয়েন হিউম্যানয়েডের বিরুদ্ধে পৃথিবীকে রক্ষা করার জন্য জাদুকরি ড্রাগন বল সংগ্রহ করে।
অ্যানিমে নিউজ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ড্রাগন বল জি অন্য দেশে অনুবাদিত হওয়ার আগে জাপানের ফুজি টিভিতে সম্প্রচারিত হয় ১৯৮৯ সালের ২৫ এপ্রিল থেকে ১৯৯৬ সালের ৩১ জানুয়ারির মধ্যে। অ্যানিমেটির জনপ্রিয়তার দরুন ড্রাগন বল জি-কে কেন্দ্র করে এ পর্যন্ত ১৫টি চলচ্চিত্র এবং ১৪৮টি ভিডিও গেমস নির্মাণ করা হয়েছে। যদিও ভিডিও গেমসগুলোর বেশির ভাগই জাপানে মুক্তি পায়।
উল্লেখ্য, ২০০৯ সালে অ্যানিমেটির ২০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে ‘ড্রাগন বল জি কাই’ নামে রিমাস্টার্ড সংস্করণ সম্প্রচার শুরু করা হয়। ড্রাগন বল ছাড়াও আকিরা বিভিন্ন জনপ্রিয় ভিডিও গেমসের জন্য চরিত্র ডিজাইনারের কাজ করেছেন, যেমন—ড্রাগন কোয়েস্ট সিরিজ, ব্লু ড্রাগন এবং ক্রনো ট্রিগার।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৯ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে