Ajker Patrika

‘কমান্ডো’র ভবিষ্যৎ কী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬: ২২
‘কমান্ডো’র ভবিষ্যৎ কী

প্রথমবারের মতো বাংলাদেশি ছবিতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা দেব। ‘কমান্ডো’ নামের ছবিতে দেবের বিপরীতে থাকছেন বাংলাদেশের জাহারা মিতু। ২০২০ সালের ১১ মার্চ কলকাতায় ছবিটির শুটিং শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে ১১ দিনের দৃশ্যধারণের পর বন্ধ হয়ে যায় শুটিং। এরপর ছবিটির টিজার প্রকাশ হলেও সমালোচনার মুখে পড়তে হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া টিজারটি সরিয়ে ফেলে। সে বছরেরই নভেম্বরে মাত্র চার দিনের শুটিং হয়। এরপর কয়েক দফায় পরিকল্পনা করা হলেও করোনা পরিস্থিতির কারণে শুটিং করা যায়নি। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় নতুন করে শুটিং পরিকল্পনা সাজানো হয়েছে। সর্বশেষ তথ্যমতে, ছবির বাকি অংশের শুটিং থাইল্যান্ডে হওয়ার কথা। তবে এখন পর্যন্ত অনুমতি না পাওয়ায় সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘ডিসেম্বরেই থাইল্যান্ডে ছবির শুটিং শুরু করাতে চাইছি। কিন্তু এখনো শুটিংয়ের জন্য অনুমতি দেয়নি থাই সরকার। আমরা অপেক্ষা করছি।’

জাহরা মিতুছবির নায়িকা জাহারা মিতু বলেন, ‘অনেকেই ধারণা করছেন “কমান্ডো”র ভবিষ্যৎ অনিশ্চিত। দাবি করা হচ্ছে, প্রযোজক ও পরিচালকের সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়েছে। এসব মনগড়া কথা। সেলিম ভাই (প্রযোজক) গত মাসেও কল করে বলেছেন শুটিংয়ের কথা। থাইল্যান্ডে শুটিংয়ের অনুমতি না পাওয়ায় নতুন করে ডেট ঠিক করতে হচ্ছে। ‘কমান্ডো’ শাপলা মিডিয়ার একটি স্বপ্নের প্রজেক্ট, দেব অভিনীত বাংলাদেশের প্রথম ছবি। আর আমার জন্য অবশ্যই স্বপ্নের চেয়ে বেশি।’

‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ বিজয়ী মিতু ভারতে অনুষ্ঠিত ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’-এরও একজন ফাইনালিস্ট। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম আসরের প্রথম রানারআপ। সেই মঞ্চেই তিনি জিতেছিলেন ‘মিস ফ্যাশন আইকন’ ও ‘মিস ন্যাশনাল কস্টিউম’-এর খেতাব।

মিতুর শুরুটা হয় শাকিব খানের বিপরীতে ‘আগুন’ ছবির মাধ্যমে। যদিও ছবির শুটিং এখন আটকে আছে। দ্বিতীয় ছবিতে মিতু অভিনেতা হিসেবে পান দেবকে, ‘কমান্ডো’ ছবির মাধ্যমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত