বিনোদন প্রতিবেদক, ঢাকা
পরিচালক রাজর্ষি দে’র হাত ধরে টালিউডে পা রেখেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। গত মাসে রাজর্ষির ‘মায়া’ ছবির শুটিং শেষ করেছেন। শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে এই ছবি। নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরবর্তী ছবি নির্মাণ করছেন তৃণমূলের নেতা মদন মিত্রকে নিয়ে। সেই ছবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টালিউডে।
বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে, সেটা এখনো চূড়ান্ত করিনি। মমতা ব্যানার্জির চরিত্রেও হতে পারে, আবার অন্য কোনো চরিত্রেও হতে পারে।’ মমতার চরিত্রে অভিনয়ের বিষয়ে জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি এই সম্পর্কে এখনো জানি না।’
২০২২ সালে মদন মিত্রের বায়োপিকের কাজ শুরু করবেন বলে জানান রাজর্ষি। মদন মিত্রকে নিয়ে টালিগঞ্জের আরেক পরিচালক রাজা চন্দও আরেকটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন। রাজর্ষি বলেন, ‘মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি তাঁকে কাছ থেকে দেখেছি। নির্বাচনে কামারাহাটি থেকে মদনদার দাঁড়ানো, নির্বাচনে জেতা, মাঝখানে একটা অন্য রকম সময় যায় অবশ্য। মদনদার আবার ফিরে আসা, ফের নির্বাচনে জেতা। এই বায়োপিকের চিত্রনাট্য লিখবেন জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক ও কবি। যিনি দীর্ঘদিন কামারাহাটিতেই বাস করছেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না।’
মদন মিত্রের ভূমিকায় বলিউডের পঙ্কজ ত্রিপাঠী কিংবা টালিগঞ্জের শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি; চিত্রনাট্য লেখার পর তাঁদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।
পরিচালক রাজর্ষি দে’র হাত ধরে টালিউডে পা রেখেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। গত মাসে রাজর্ষির ‘মায়া’ ছবির শুটিং শেষ করেছেন। শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে এই ছবি। নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরবর্তী ছবি নির্মাণ করছেন তৃণমূলের নেতা মদন মিত্রকে নিয়ে। সেই ছবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টালিউডে।
বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে, সেটা এখনো চূড়ান্ত করিনি। মমতা ব্যানার্জির চরিত্রেও হতে পারে, আবার অন্য কোনো চরিত্রেও হতে পারে।’ মমতার চরিত্রে অভিনয়ের বিষয়ে জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি এই সম্পর্কে এখনো জানি না।’
২০২২ সালে মদন মিত্রের বায়োপিকের কাজ শুরু করবেন বলে জানান রাজর্ষি। মদন মিত্রকে নিয়ে টালিগঞ্জের আরেক পরিচালক রাজা চন্দও আরেকটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন। রাজর্ষি বলেন, ‘মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি তাঁকে কাছ থেকে দেখেছি। নির্বাচনে কামারাহাটি থেকে মদনদার দাঁড়ানো, নির্বাচনে জেতা, মাঝখানে একটা অন্য রকম সময় যায় অবশ্য। মদনদার আবার ফিরে আসা, ফের নির্বাচনে জেতা। এই বায়োপিকের চিত্রনাট্য লিখবেন জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক ও কবি। যিনি দীর্ঘদিন কামারাহাটিতেই বাস করছেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না।’
মদন মিত্রের ভূমিকায় বলিউডের পঙ্কজ ত্রিপাঠী কিংবা টালিগঞ্জের শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি; চিত্রনাট্য লেখার পর তাঁদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
২ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৭ ঘণ্টা আগে