নাজমুল হক নাঈম, ঢাকা
দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিধি ভেঙে জুরি বোর্ড গঠন এবং এক আয়োজকের সিনেমা পুরস্কার পাওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিপ্রেসি।
জুরি বোর্ড গঠন ও পুরস্কারে অনিয়ম প্রমাণিত হওয়ায় বাংলাদেশের ফিপ্রেসি চ্যাপটার আইএফসিএবিকে (ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপ্রেসি)।
২২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিবোর্ড গঠনে অনিয়ম এবং আয়োজকের পুরস্কার প্রাপ্তি নিয়ে গতকাল শনিবার আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
‘বিধি ভেঙে জুরিবোর্ড গঠন, আয়োজকের হাতে পুরস্কার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এ নিয়ে তদন্ত করে সত্যতা পেয়েছে ফিপ্রেসি। অভ্যন্তরীণ তদন্তে বিধিমালা, আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন খুঁজে পেয়েছে সংগঠনটি।
বাংলাদেশ প্যানোরামা বিভাগের অন্যতম বিচারক মফিদুল হক ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতি আহমেদ মুজতবা জামাল বরাবর পাঠানো এক চিঠিতে ফিপ্রেসির সভাপতি আহমেদ শাওকি জানিয়েছেন, উৎসবের জন্য কাজ করেন, এমন একজন নির্মাতার সিনেমা প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচন করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের অবশ্যই নিজস্ব লাইনআপ তৈরির পূর্ণ অধিকার রয়েছে, তবে ফিপ্রেসি অ্যাওয়ার্ডের তালিকা থেকে সিনেমাটিকে বাদ দেওয়া উচিত ছিল। দ্বিতীয়ত, জুরি কমিটিতে এমন সদস্য ছিলেন যিনি উৎসব আয়োজনের সঙ্গেও জড়িত।
তদন্তে উঠে এসেছে, ফিপ্রেসির বিধি ভঙ্গ করা হয়েছে। তাই, এ ধরনের কাজ ভবিষ্যতে হবে না মর্মে বাংলাদেশ বিভাগ এবং উৎসব কর্তৃপক্ষকে লিখিত অঙ্গীকারনামা দিতে বলেছে ফ্রিপেসি।
এ ছাড়া আগামী তিন মাস ফিপ্রেসির হয়ে যেকোনো ধরনের বিচারিক কার্যক্রমে ফিপ্রেসি বাংলাদেশ অংশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর হয়ে গেল গত ২০ থেকে ২৮ জানুয়ারি। এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে ফিপ্রেসি পুরস্কার জিতেছে ‘লায়লা’। এ সিনেমার নির্মাতা বৈশাখী সমাদ্দার ঢাকা চলচ্চিত্র উৎসবের আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক। পাশাপাশি ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটিরও নির্বাহী সদস্য তিনি।
জুরি কমিটি গঠনেও ফিপ্রেসির বিধিমালার ১০ নম্বর ধারা লঙ্ঘন করা হয়েছে। বিধিতে স্পষ্ট বলা আছে, ‘সংশ্লিষ্ট উৎসবের সঙ্গে যুক্ত কেউ জুরি কমিটিতে থাকতে পারবেন না।’ অথচ বাংলাদেশ প্যানোরামা বিভাগের তিনজন জুরি সদস্যের একজন ছিলেন মফিদুল হক, যিনি এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একজন নির্বাহী সদস্য ও আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির উপদেষ্টা।
দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিধি ভেঙে জুরি বোর্ড গঠন এবং এক আয়োজকের সিনেমা পুরস্কার পাওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিপ্রেসি।
জুরি বোর্ড গঠন ও পুরস্কারে অনিয়ম প্রমাণিত হওয়ায় বাংলাদেশের ফিপ্রেসি চ্যাপটার আইএফসিএবিকে (ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপ্রেসি)।
২২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিবোর্ড গঠনে অনিয়ম এবং আয়োজকের পুরস্কার প্রাপ্তি নিয়ে গতকাল শনিবার আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
‘বিধি ভেঙে জুরিবোর্ড গঠন, আয়োজকের হাতে পুরস্কার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এ নিয়ে তদন্ত করে সত্যতা পেয়েছে ফিপ্রেসি। অভ্যন্তরীণ তদন্তে বিধিমালা, আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন খুঁজে পেয়েছে সংগঠনটি।
বাংলাদেশ প্যানোরামা বিভাগের অন্যতম বিচারক মফিদুল হক ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতি আহমেদ মুজতবা জামাল বরাবর পাঠানো এক চিঠিতে ফিপ্রেসির সভাপতি আহমেদ শাওকি জানিয়েছেন, উৎসবের জন্য কাজ করেন, এমন একজন নির্মাতার সিনেমা প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচন করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের অবশ্যই নিজস্ব লাইনআপ তৈরির পূর্ণ অধিকার রয়েছে, তবে ফিপ্রেসি অ্যাওয়ার্ডের তালিকা থেকে সিনেমাটিকে বাদ দেওয়া উচিত ছিল। দ্বিতীয়ত, জুরি কমিটিতে এমন সদস্য ছিলেন যিনি উৎসব আয়োজনের সঙ্গেও জড়িত।
তদন্তে উঠে এসেছে, ফিপ্রেসির বিধি ভঙ্গ করা হয়েছে। তাই, এ ধরনের কাজ ভবিষ্যতে হবে না মর্মে বাংলাদেশ বিভাগ এবং উৎসব কর্তৃপক্ষকে লিখিত অঙ্গীকারনামা দিতে বলেছে ফ্রিপেসি।
এ ছাড়া আগামী তিন মাস ফিপ্রেসির হয়ে যেকোনো ধরনের বিচারিক কার্যক্রমে ফিপ্রেসি বাংলাদেশ অংশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর হয়ে গেল গত ২০ থেকে ২৮ জানুয়ারি। এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে ফিপ্রেসি পুরস্কার জিতেছে ‘লায়লা’। এ সিনেমার নির্মাতা বৈশাখী সমাদ্দার ঢাকা চলচ্চিত্র উৎসবের আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক। পাশাপাশি ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটিরও নির্বাহী সদস্য তিনি।
জুরি কমিটি গঠনেও ফিপ্রেসির বিধিমালার ১০ নম্বর ধারা লঙ্ঘন করা হয়েছে। বিধিতে স্পষ্ট বলা আছে, ‘সংশ্লিষ্ট উৎসবের সঙ্গে যুক্ত কেউ জুরি কমিটিতে থাকতে পারবেন না।’ অথচ বাংলাদেশ প্যানোরামা বিভাগের তিনজন জুরি সদস্যের একজন ছিলেন মফিদুল হক, যিনি এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একজন নির্বাহী সদস্য ও আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির উপদেষ্টা।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
৬ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
৬ ঘণ্টা আগে