চলচ্চিত্র ইনস্টিটিউটে মাস্টার্সের সুযোগ, দেওয়া হবে অনুদানও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ২১: ৪১

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) থেকে মাস্টার্স করা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের জন্য অনুদানও দেবে সরকার। 

আজ সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে মাস্টার্স ডিগ্রি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট করতে অনুদান দেওয়া হবে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, একটি চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বার্তা দিতে পারে। এই বার্তা কীভাবে দিতে পারে সেই শিক্ষাটাই আমাদের দরকার। আমি আশা করব, এখানে যারা আছেন তাদের মাধ্যমে শিক্ষার্থীরা সে শিক্ষা পাবেন। 

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাংসদ খন্দকার মমতা হেনা লাভলী, বিসিটিআইয়ের প্রধান নির্বাহী মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বিসিটিআইয়ের কোর্স পরিচালক ম. হামিদ এবং বিসিটিআই একাডেমিক কাউন্সিলয়ের সভাপতি অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া ও বিসিটিআই প্রাক্তনী সংসদের সভাপতি মাহবুব হোসেন। 

অনুষ্ঠানে চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমে নির্বাচিত আটটি ডিপ্লোমা ছবির জন্য ইনস্টিটিউটের নয় শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত