বিনোদন প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমায় অভিনয় করার ঘোষণা দিয়েছেন শাবনূর। তিন বছর পর তাঁর দেশে ফেরার অন্যতম কারণ এটি। নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরি করছেন। আর এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে ও প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।
গত শুক্রবার প্রকাশ্যে এসেছে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিনভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল নব্বইয়ের এ ব্যস্ত নায়িকা।
লুকটি প্রকাশের পর ফেসবুক থেকে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের প্রশংসা পেলেও, অনেকে শাবনূরের ফেরা নিয়ে শঙ্কিত। তারা মনে করছেন, শাবনূরের আরও সময় নিয়ে, ভালো গল্প ও নির্মাতার সঙ্গে ফেরা উচিত ছিল। ফেসবুকের সমালোচনা চোখে পড়েছে নির্মাতা আরাফাতের। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা একটা রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে। সিনেমার গল্পটি সমসাময়িক, এর গল্পে শাবনূর-আপুকে নতুন একটি চরিত্রে দেখা যাবে। দর্শকদের আমার প্রতি আস্থা রাখার অনুরোধ করছি। আশা করি ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’
ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। চট্টগ্রাম অঞ্চলে একটানা এর চিত্রায়ণ চলবে। সিনেমাটি আগামী বছরের যেকোনো একটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
‘রঙ্গনা’য় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর ও কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।
সম্প্রতি ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমায় অভিনয় করার ঘোষণা দিয়েছেন শাবনূর। তিন বছর পর তাঁর দেশে ফেরার অন্যতম কারণ এটি। নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরি করছেন। আর এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে ও প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।
গত শুক্রবার প্রকাশ্যে এসেছে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিনভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল নব্বইয়ের এ ব্যস্ত নায়িকা।
লুকটি প্রকাশের পর ফেসবুক থেকে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের প্রশংসা পেলেও, অনেকে শাবনূরের ফেরা নিয়ে শঙ্কিত। তারা মনে করছেন, শাবনূরের আরও সময় নিয়ে, ভালো গল্প ও নির্মাতার সঙ্গে ফেরা উচিত ছিল। ফেসবুকের সমালোচনা চোখে পড়েছে নির্মাতা আরাফাতের। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা একটা রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে। সিনেমার গল্পটি সমসাময়িক, এর গল্পে শাবনূর-আপুকে নতুন একটি চরিত্রে দেখা যাবে। দর্শকদের আমার প্রতি আস্থা রাখার অনুরোধ করছি। আশা করি ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’
ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। চট্টগ্রাম অঞ্চলে একটানা এর চিত্রায়ণ চলবে। সিনেমাটি আগামী বছরের যেকোনো একটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
‘রঙ্গনা’য় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর ও কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
৮ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
৯ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১০ ঘণ্টা আগে