বিনোদন প্রতিবেক, ঢাকা
২০২২ সালে ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাবে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম)। বাংলাদেশ ও ভারতের ১৩টি চিত্রনাট্য নিয়ে নতুন ১৩টি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে তারা।
এ বছরের মে মাস থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য একটি স্ক্রিপ্ট ল্যাবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। ল্যাবে জমা পড়ে ২০টি আইডিয়া বা গল্পধারণা। এই আইডিয়াগুলো থেকে তৈরি হয় ২০টি ট্রিটমেন্ট বা বিশদ গল্প। ল্যাবের প্রশিক্ষক ছিলেন ইউরোপিয়ান ফিল্ম একাডেমির সম্মানিত সদস্য, ইতালির প্রখ্যাত চিত্রনাট্যকার ও শিক্ষক জিওভানি রোবিয়ান। প্রশিক্ষণ শেষে তিনিই চূড়ান্ত চিত্রনাট্যের জন্য ১৩টি ট্রিটমেন্ট নির্বাচন করেন।
বাংলাদেশ থেকে কাহিনিচিত্রগুলোর চিত্রনাট্য লিখবেন পার্থগুপ্ত, এন রাশেদ চৌধুরী, তৌহিদুল আলম, তায়রান রাজ্জাক, মনির হোসেন, আমিন রবিন, মেহেদী মুস্তফা, জগন্ময় পাল, অনার্য মুর্শিদ ও সন্দীপ বিশ্বাস। ভারত থেকে লিখবেন নন্দিতা পাল, সুদীপ্ত কুন্ডু ও ভিবেক পোদ্দার।
ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার পরিচালক বিবেশ রায় জানান, জিওভানির প্রত্যক্ষ প্রশিক্ষণ ও পরামর্শে আজ ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট কর্মশালা। এই কর্মশালার মাধ্যমেই নির্বাচিত ১৩টি ট্রিটমেন্ট পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ পাবে।
স্ক্রিপ্ট ল্যাবে অংশগ্রহণকারী আইএএফএমের ফেলো চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ বলেন, ‘আইএএফএম-এর উদ্যোগে ও আন্তর্জাতিক কো-প্রোডাকশনের মাধ্যমে নির্বাচিত চিত্রনাট্যগুলো নিয়ে ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হবে।
২০২২ সালে ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাবে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম)। বাংলাদেশ ও ভারতের ১৩টি চিত্রনাট্য নিয়ে নতুন ১৩টি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে তারা।
এ বছরের মে মাস থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য একটি স্ক্রিপ্ট ল্যাবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। ল্যাবে জমা পড়ে ২০টি আইডিয়া বা গল্পধারণা। এই আইডিয়াগুলো থেকে তৈরি হয় ২০টি ট্রিটমেন্ট বা বিশদ গল্প। ল্যাবের প্রশিক্ষক ছিলেন ইউরোপিয়ান ফিল্ম একাডেমির সম্মানিত সদস্য, ইতালির প্রখ্যাত চিত্রনাট্যকার ও শিক্ষক জিওভানি রোবিয়ান। প্রশিক্ষণ শেষে তিনিই চূড়ান্ত চিত্রনাট্যের জন্য ১৩টি ট্রিটমেন্ট নির্বাচন করেন।
বাংলাদেশ থেকে কাহিনিচিত্রগুলোর চিত্রনাট্য লিখবেন পার্থগুপ্ত, এন রাশেদ চৌধুরী, তৌহিদুল আলম, তায়রান রাজ্জাক, মনির হোসেন, আমিন রবিন, মেহেদী মুস্তফা, জগন্ময় পাল, অনার্য মুর্শিদ ও সন্দীপ বিশ্বাস। ভারত থেকে লিখবেন নন্দিতা পাল, সুদীপ্ত কুন্ডু ও ভিবেক পোদ্দার।
ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার পরিচালক বিবেশ রায় জানান, জিওভানির প্রত্যক্ষ প্রশিক্ষণ ও পরামর্শে আজ ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট কর্মশালা। এই কর্মশালার মাধ্যমেই নির্বাচিত ১৩টি ট্রিটমেন্ট পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ পাবে।
স্ক্রিপ্ট ল্যাবে অংশগ্রহণকারী আইএএফএমের ফেলো চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ বলেন, ‘আইএএফএম-এর উদ্যোগে ও আন্তর্জাতিক কো-প্রোডাকশনের মাধ্যমে নির্বাচিত চিত্রনাট্যগুলো নিয়ে ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হবে।
বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ম্যাজিকাল নাইট ২.০’। আজ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। পাকিস্তানের আতিফ আসলাম ও আব্দুল হান্নানের সঙ্গে গাইবেন বাংলাদেশের তাহসান খান ও কাকতাল। আরও গাইবে দেশের কাওয়ালি ব্যান্ড কাশিদা। কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
২ ঘণ্টা আগেদেশের সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। ঢালিউডের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’-এর সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা ২’।
২ ঘণ্টা আগেভারতের কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি। দেশাত্মবোধক গান, প্লেব্যাক, বিরহের গান, রোমান্টিক গান, সুফি-কাওয়ালি থেকে ভজন-ভক্তিমূলকসহ সংগীতের সব ঘরানায় অবাধ বিচরণ ছিল প্রয়াত এই শিল্পীর। এবার পর্দায় দেখা যাবে মোহাম্মদ রফির জীবনী। এমনটাই জানালেন রফির ছেলে শাহিদ রফি।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে