বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০১৩ সালের নভেম্বরে মুক্তি পায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবিটির মাধ্যমে ঢালিউডে পা রাখেন আইরিন সুলতানা। এর আগে তিনি মডেলিং করতেন। চলচ্চিত্রে এসে একের পর এক প্রশংসিত কাজ দিয়ে প্রযোজক-নির্মাতা-দর্শকদের আস্থা অর্জন করেছেন।
এ মাসের শুরুর দিকে নতুন দুই ছবির খবর দিয়েছিলেন আইরিন সুলতানা। মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদ মাঝারে তুমি’ ও জেসমিন নদীর ‘চৈত্র দুপুর’। দুটি ছবির শুটিং প্রায় শেষ।
আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন আইরিন। নাম ‘কাগজ দ্য পেপার’। আইরিন বলেন, ‘এতে আমার চরিত্রটি খানিকটা রহস্যময়। ছবির গল্প এক লেখকের ফিলোসফি থেকে তৈরি। ড্রামা, রিভেঞ্জ, থ্রিল—সবকিছুর সমন্বয় আছে গল্পে।’
‘কাগজ দ্য পেপার’ ছবিতে আইরিনের নায়ক ইমন। ছবিটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হচ্ছেন ইমন-আইরিন। এর আগে তাঁরা ‘আকাশমহল’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
আইরিন জানিয়েছেন, ‘কাগজ দ্য পেপার’–এর শুটিং হওয়ার কথা ছিল ঈদের পরেই, কিন্তু লকডাউনের কারণে পিছিয়েছে কাজ। চলমান লকডাউন শেষ হলেই নতুন শিডিউল করে শুরু হবে ‘কাগজ’–এর শুটিং। ছবির বেশির ভাগ শুটিং হবে ঢাকার বাইরে। প্রাথমিকভাবে রংপুরের বেশ কিছু লোকেশন ঠিক করে রেখেছেন নির্মাতা।
‘কাগজ দ্য পেপার’ বানাচ্ছেন জুলফিকার জাহেদী। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর জন্যই তৈরি হচ্ছে ছবিটি। ইমন–আইরিন ছাড়া এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক ও শিশির আহমেদ।
২০১৩ সালের নভেম্বরে মুক্তি পায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবিটির মাধ্যমে ঢালিউডে পা রাখেন আইরিন সুলতানা। এর আগে তিনি মডেলিং করতেন। চলচ্চিত্রে এসে একের পর এক প্রশংসিত কাজ দিয়ে প্রযোজক-নির্মাতা-দর্শকদের আস্থা অর্জন করেছেন।
এ মাসের শুরুর দিকে নতুন দুই ছবির খবর দিয়েছিলেন আইরিন সুলতানা। মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদ মাঝারে তুমি’ ও জেসমিন নদীর ‘চৈত্র দুপুর’। দুটি ছবির শুটিং প্রায় শেষ।
আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন আইরিন। নাম ‘কাগজ দ্য পেপার’। আইরিন বলেন, ‘এতে আমার চরিত্রটি খানিকটা রহস্যময়। ছবির গল্প এক লেখকের ফিলোসফি থেকে তৈরি। ড্রামা, রিভেঞ্জ, থ্রিল—সবকিছুর সমন্বয় আছে গল্পে।’
‘কাগজ দ্য পেপার’ ছবিতে আইরিনের নায়ক ইমন। ছবিটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হচ্ছেন ইমন-আইরিন। এর আগে তাঁরা ‘আকাশমহল’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
আইরিন জানিয়েছেন, ‘কাগজ দ্য পেপার’–এর শুটিং হওয়ার কথা ছিল ঈদের পরেই, কিন্তু লকডাউনের কারণে পিছিয়েছে কাজ। চলমান লকডাউন শেষ হলেই নতুন শিডিউল করে শুরু হবে ‘কাগজ’–এর শুটিং। ছবির বেশির ভাগ শুটিং হবে ঢাকার বাইরে। প্রাথমিকভাবে রংপুরের বেশ কিছু লোকেশন ঠিক করে রেখেছেন নির্মাতা।
‘কাগজ দ্য পেপার’ বানাচ্ছেন জুলফিকার জাহেদী। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর জন্যই তৈরি হচ্ছে ছবিটি। ইমন–আইরিন ছাড়া এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক ও শিশির আহমেদ।
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
১ ঘণ্টা আগেএকের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
৩ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
৪ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৬ ঘণ্টা আগে