জোভান-নিহার প্রেমের গল্পে শুরু ‘রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৫: ৪১
Thumbnail image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও নির্মাতা আরিয়ানকে দিয়েই আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিএমভি আয়োজিত ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। উৎসবের শুরুটা হচ্ছে ‘হৃদয়ে হৃদয়’ নাটক দিয়ে। মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে এতে জোভানের বিপরীতে আছেন এই সময়ের অন্যতম তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা।

এই উৎসব ও নাটকটি প্রসঙ্গে অভিনেতা জোভান বলেন, ‘অবশ্যই রোম্যান্টিক ঘরানায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। মনে হয়, এই ঘরানার কাজে আমি বেশি সফল। আমার যতগুলো কাজ দর্শকপ্রিয়তা পেয়েছে, অধিকাংশই রোম্যান্টিক। তার পরও ফাঁকে ফাঁকে ব্যতিক্রম গল্পে কাজ করেছি এবং করছি। তবে এবারের ভালো লাগার বিষয় হচ্ছে আমার অভিনীত নাটক দিয়েই রোম্যান্টিক উৎসবের শুরু হচ্ছে। উদ্যোগটি দারুণ মনে হয়েছে।’

‘হৃদয়ে হৃদয়’ নাটকের দৃশ্যে জোভান-নিহা। ছবি: সংগৃহীতজোভান-নিহা জুটির এই বিশেষ নাটক নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এই গল্প নিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অথচ প্রেমে পড়েননি—এমন ঘটনা আছে বলে জানা নেই। আমার এবারের গল্পটি সেই বিশ্ববিদ্যালয়জীবনের একটি গভীর প্রেম নিয়ে। যে গল্প দেখলে বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে ফিরে যাবেন বেশির ভাগ মানুষ। এটা আমার বিশ্বাস। নাটকটি দেখার পর বাকি কথা হবে।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ইতিমধ্যে ‘হৃদয়ে হৃদয়’ নাটকের ট্রেলার প্রকাশ হয়েছে অন্তর্জালে। আর পুরো নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায়, যার মধ্য দিয়ে শুরু হবে তিন জুটিকে নিয়ে দেশের প্রথম ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। উৎসবের অন্য দুই জুটির মধ্যে রয়েছেন অপূর্ব-তটিনী ও তৌসিফ-তিশা। তাঁরা যথাক্রমে অভিনয় করেছেন জাকারিয়া সৌখিনের ‘পথে হলো দেরি’ এবং প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’ নাটকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত