বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে অভিনয় করবেন পরীমণি। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ তারিক আনামের নাম যুক্ত হলো। পরিচালক জানিয়েছেন, পরীমনির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে।
চয়নিকা বলেন, ‘নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত–সবখানেই একজন করে পুরুষ মার্ডারার পাওয়া যাবে। যারা সম্পর্ক খুন করে। এমন একটি চরিত্রের জন্য আমার তারিক আনাম খান ছাড়া আর কারও কথা মাথায় আসেনি।’
পরীমণি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে চয়নিকা বলেন, ‘মার্ডারার বোঝাতে আমার এমন একটি গম্ভীর, দেখে ভয় করে ধরনের চরিত্র প্রয়োজন ছিল। এখানে বয়সের পার্থক্য অন্যতম প্রধান বিষয় ও গুরুত্বপূর্ণ নিয়ামক।’
চয়নিকা বলেন, ‘তারিক ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। আমরা বহুদিনের পরিচিত। এখানে পরীর চরিত্রের নাম অর্পিতা। তাঁর স্বামী হিসেবে দেখা যাবে। উনার নাম জসিম। এই চরিত্রটি নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। কারণ, চলচ্চিত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জসিম বনেদি পরিবারের মানুষ, ব্যবসায়ী। চরিত্রটিতে তারিক ভাইকে পেয়ে খুবই ভালো লাগছে।’
তারিক আনাম খানকে এর আগেও এমন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অনন্য মামুনের ‘মেকআপ’ ও ‘আবার বসন্ত’ ছবিতে এ প্রজন্মের নায়িকাদের বিপরীতে ছিলেন তিনি। ‘আবার বসন্ত’-তে অর্চিতা স্পর্শিয়ার নায়ক ছিলেন তারিক। ছবিটির জন্য গত বছরের শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারও পান তিনি।
পরিচালক চয়নিকা জানান, পরীমণির চরিত্র অর্পিতা একটি বনেদি হিন্দু পরিবারের বউ। স্বামী জসিম ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন, তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায় সেটাও উঠে আসবে।
সব ঠিক থাকলে চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। ‘অন্তরাল’ ওয়েব ফিল্মটি কোন ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশ পাবে তা এখনো জানাননি পরিচালক।
জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে অভিনয় করবেন পরীমণি। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ তারিক আনামের নাম যুক্ত হলো। পরিচালক জানিয়েছেন, পরীমনির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে।
চয়নিকা বলেন, ‘নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত–সবখানেই একজন করে পুরুষ মার্ডারার পাওয়া যাবে। যারা সম্পর্ক খুন করে। এমন একটি চরিত্রের জন্য আমার তারিক আনাম খান ছাড়া আর কারও কথা মাথায় আসেনি।’
পরীমণি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে চয়নিকা বলেন, ‘মার্ডারার বোঝাতে আমার এমন একটি গম্ভীর, দেখে ভয় করে ধরনের চরিত্র প্রয়োজন ছিল। এখানে বয়সের পার্থক্য অন্যতম প্রধান বিষয় ও গুরুত্বপূর্ণ নিয়ামক।’
চয়নিকা বলেন, ‘তারিক ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। আমরা বহুদিনের পরিচিত। এখানে পরীর চরিত্রের নাম অর্পিতা। তাঁর স্বামী হিসেবে দেখা যাবে। উনার নাম জসিম। এই চরিত্রটি নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। কারণ, চলচ্চিত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জসিম বনেদি পরিবারের মানুষ, ব্যবসায়ী। চরিত্রটিতে তারিক ভাইকে পেয়ে খুবই ভালো লাগছে।’
তারিক আনাম খানকে এর আগেও এমন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অনন্য মামুনের ‘মেকআপ’ ও ‘আবার বসন্ত’ ছবিতে এ প্রজন্মের নায়িকাদের বিপরীতে ছিলেন তিনি। ‘আবার বসন্ত’-তে অর্চিতা স্পর্শিয়ার নায়ক ছিলেন তারিক। ছবিটির জন্য গত বছরের শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারও পান তিনি।
পরিচালক চয়নিকা জানান, পরীমণির চরিত্র অর্পিতা একটি বনেদি হিন্দু পরিবারের বউ। স্বামী জসিম ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন, তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায় সেটাও উঠে আসবে।
সব ঠিক থাকলে চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। ‘অন্তরাল’ ওয়েব ফিল্মটি কোন ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশ পাবে তা এখনো জানাননি পরিচালক।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। ১১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবার ঢাকা উৎসবে প্রদর্শিত হয়েছে ৭৫ দেশের ২২০টি সিনেমা।
৩ মিনিট আগেএখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১৩ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১ দিন আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
১ দিন আগে