নারী দিবসে সংগ্রাম ও বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্পে সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

অভিনেত্রী সাবিলা নূরকে দেখে যেন চেনার উপায় নেই! গায়ের রং খুব কালো। আর মুখটা ফ্যাকাশে। ‘বিদিশা’ শিরোনামের নাটকে এমন লুকে হাজির হয়েছেন অভিনেত্রী। নারী দিবসকে সামনে রেখে নাটকটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নাটকটি নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘সাবিলা নূরকে নতুন আঙ্গিকে দেখে দর্শকেরা চমকে যাবেন। অনেক দিন মনে রাখার মতো অভিনয় করেছেন তিনি। নারী দিবসে নাটকটির মাধ্যমে নারীর সংগ্রাম ও বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথা বলতে চেয়েছি।’

সাবিলা নূরের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন— শামীমা নাজনীন, সমু চৌধুরী, এরফান মৃধা শিবলু, অতিথি ইসরাতসহ অনেকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর চিত্রায়ণ হয়েছে।

‘বিদিশা’ শিরোনামের নাটকে সাবিলা নূর।‘বিদিশা’ গল্পটি লিখেছেন আবুল বাশার পিয়াস। চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর। সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল। আগামী ৮ মার্চ নারী দিবসে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত