টানা তিন দিন বৃষ্টিতে শুটিং

বিনোদন প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: পুরো গল্পজুড়েই রয়েছে বৃষ্টি। কখনো ঝুমবৃষ্টি, কখনো ঝিরিঝিরি। গল্পের প্রয়োজনেই তাই টানা তিন দিন শুটিং করতে হলো বৃষ্টিতে। বৃষ্টি তো আর বলেকয়ে আসে না, তাই কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছিল বৃষ্টির। অবশ্য বেশ কয়েকটি দৃশ্যে সত্যি সত্যিই নেমেছিল অঝোর ধারা। আসন্ন ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি বানিয়েছে ‘হ্যালো শুনছেন?’ নামের নাটকটি। মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিষা। নাটকের পুরো গল্পটা এখনই প্রকাশ করতে না চাইলেও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটা একটা অদ্ভুত প্রেমের গল্প।

আফরান নিশো ও তানজিন তিশারাসয়াত রহমান জিকোর গল্পে নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেন, ‘এটা এক অদ্ভুত প্রেমের গল্প। বিশেষ করে ছেলেটার চরিত্র অদ্ভুত। এক বৃষ্টির দিনে টি-স্টলে আটকা পড়ে গল্পের পাত্র-পাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিন দিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি অবশ্য কৃত্রিমভাবে তৈরি।’

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সেতু, আজম খান, মম আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত