খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
আজকের পত্রিকা: সেদিন আপনাকে দেখলাম, আড্ডা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর শো ছিল। আড্ডার মধ্যেই মোবাইলে পড়াশোনা করছেন।
তৌহিদা শ্রাবণ্য: গানের অনুষ্ঠান উপস্থাপনার শুটিং ছিল। ওই অনুষ্ঠানে সংগীতশিল্পীরা এসে গান শোনান। গানের ফাঁকে কিছু আলাপচারিতা থাকে। আমি প্রশ্ন করি। অতিথিরা উত্তর দেন। অতিথিকে নিয়েই পড়াশোনা করছিলাম সেদিন।
আজকের পত্রিকা: প্রতিটি অনুষ্ঠান উপস্থাপনার আগে কি এমন প্রস্তুতি থাকে আপনার?
শ্রাবণ্য: অবশ্যই। এটা খুবই জরুরি। যিনি আপনার অনুষ্ঠানে আসছেন বা আপনি যাঁর মুখোমুখি হচ্ছেন, তাঁর সম্পর্কে ভালো ধারণা থাকলে সুবিধা হয়।
আজকের পত্রিকা: অনেক দিন পর গত ঈদে কয়েকটি নাটকে অভিনয় করলেন।
শ্রাবণ্য: গত ঈদটা আমার জন্য অনেক স্পেশাল হয়ে এসেছে। অনেক বছর পর তিনটি নাটকে অভিনয় করেছি। আমি তো অভিনয়ে নিয়মিত না। একেবারেই নতুন বলা যায়। তবুও সবাই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এবার যে পরিমাণ প্রতিক্রিয়া পেয়েছি, এতটা আশা করিনি।
আজকের পত্রিকা: অভিনয় করেন না কেন নিয়মিত?
শ্রাবণ্য: নাটকে অভিনয় করার সুবিধা হচ্ছে নাটক করে খুব তাড়াতাড়ি তারকা হওয়া যায়। খুব দ্রুত সাড়া পাওয়া যায়। কিন্তু নিয়মিত অভিনয় করতে গেলে অনেক সময় দিতে হয়। আমি যেহেতু চিকিৎসা পেশায় জড়িত, তাই অত সময় দেওয়া আমার জন্য একটু কঠিন।
আজকের পত্রিকা: এটা ঠিক। অভিনয় করতে গেলে সারা দিন আপনাকে সেটে থাকতে হবে।
শ্রাবণ্য: শুধু সারা দিন না। দুই-তিন দিনও লাগবে একটা নাটকেই। এ জন্য আমি করতে চাইতাম না। কিন্তু এখন মনে হয়েছে, আমার ভক্ত যারা, তাদের প্রতিও কিছু দায়বদ্ধতা থাকে। কয়েকজন ভক্তের কথা বলতে পারি, যারা আমাকে সারাক্ষণ নক করে–তুমি অন্তত ঈদে বা ভ্যালেন্টাইনস ডে–তে আমাদের জন্য একটা–দুটো নাটক করো। সব দিক ভেবেই এবার ঈদে নাটকগুলো করলাম।
আজকের পত্রিকা: সাধারণত সবাই মডেলিং শুরু করেন, তারপর অভিনয়ে আসেন। আপনি উপস্থাপনায় গেলেন কেন?
শ্রাবণ্য: যে সময়টায় মডেলিং করতাম, তখন আমি স্টুডেন্ট ছিলাম। বুঝতে পারছিলাম, এত সময় দেওয়ার মতো সুযোগ আমার নেই। সেটা করতে গেলে আমাকে মেডিকেল প্রফেশন ছেড়ে দিতে হতো। ওটা আমার পরিবার মানত না। তারপর ভাবলাম, উপস্থাপনা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায়। টাইম ম্যানেজমেন্ট করাটাও সহজ হয়। তা ছাড়া উপস্থাপনাও আমার অনেক পছন্দের। স্কুলে, মেডিকেল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করতাম।
আজকের পত্রিকা: এখন তো ওয়েব প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয়। ওয়েব কনটেন্টে কাজের অফার পাননি?
শ্রাবণ্য: ওয়েবে নাটক–সিনেমা এখন বেশ জনপ্রিয় হচ্ছে। আমিও নিয়মিত দর্শক। ওয়েবে কাজ করতে সবাই চায়। বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। করব কি না, সময় পাব কি না–চিন্তা করে দেখব।
আজকের পত্রিকা: আপনি তো চিকিৎসক। সারা দিন রোগী সামলাতে হয়। কেমন লাগে সেখানে?
শ্রাবণ্য: হাসপাতালেও অনেক মজার মজার অভিজ্ঞতা হয় আমার। হাসপাতালে যেসব রোগী আসেন, অনেকেই আমাকে চিনতে পারেন। ওটা তো আমার প্রথম পেশা। গরমে-কষ্টে সারা দিন ওখানেই কাটে। ওখানে কারও মুখে যখন আমার উপস্থাপনা-অভিনয়ের প্রশংসা শুনি, ভালো লাগে।
আজকের পত্রিকা: সেদিন আপনাকে দেখলাম, আড্ডা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর শো ছিল। আড্ডার মধ্যেই মোবাইলে পড়াশোনা করছেন।
তৌহিদা শ্রাবণ্য: গানের অনুষ্ঠান উপস্থাপনার শুটিং ছিল। ওই অনুষ্ঠানে সংগীতশিল্পীরা এসে গান শোনান। গানের ফাঁকে কিছু আলাপচারিতা থাকে। আমি প্রশ্ন করি। অতিথিরা উত্তর দেন। অতিথিকে নিয়েই পড়াশোনা করছিলাম সেদিন।
আজকের পত্রিকা: প্রতিটি অনুষ্ঠান উপস্থাপনার আগে কি এমন প্রস্তুতি থাকে আপনার?
শ্রাবণ্য: অবশ্যই। এটা খুবই জরুরি। যিনি আপনার অনুষ্ঠানে আসছেন বা আপনি যাঁর মুখোমুখি হচ্ছেন, তাঁর সম্পর্কে ভালো ধারণা থাকলে সুবিধা হয়।
আজকের পত্রিকা: অনেক দিন পর গত ঈদে কয়েকটি নাটকে অভিনয় করলেন।
শ্রাবণ্য: গত ঈদটা আমার জন্য অনেক স্পেশাল হয়ে এসেছে। অনেক বছর পর তিনটি নাটকে অভিনয় করেছি। আমি তো অভিনয়ে নিয়মিত না। একেবারেই নতুন বলা যায়। তবুও সবাই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এবার যে পরিমাণ প্রতিক্রিয়া পেয়েছি, এতটা আশা করিনি।
আজকের পত্রিকা: অভিনয় করেন না কেন নিয়মিত?
শ্রাবণ্য: নাটকে অভিনয় করার সুবিধা হচ্ছে নাটক করে খুব তাড়াতাড়ি তারকা হওয়া যায়। খুব দ্রুত সাড়া পাওয়া যায়। কিন্তু নিয়মিত অভিনয় করতে গেলে অনেক সময় দিতে হয়। আমি যেহেতু চিকিৎসা পেশায় জড়িত, তাই অত সময় দেওয়া আমার জন্য একটু কঠিন।
আজকের পত্রিকা: এটা ঠিক। অভিনয় করতে গেলে সারা দিন আপনাকে সেটে থাকতে হবে।
শ্রাবণ্য: শুধু সারা দিন না। দুই-তিন দিনও লাগবে একটা নাটকেই। এ জন্য আমি করতে চাইতাম না। কিন্তু এখন মনে হয়েছে, আমার ভক্ত যারা, তাদের প্রতিও কিছু দায়বদ্ধতা থাকে। কয়েকজন ভক্তের কথা বলতে পারি, যারা আমাকে সারাক্ষণ নক করে–তুমি অন্তত ঈদে বা ভ্যালেন্টাইনস ডে–তে আমাদের জন্য একটা–দুটো নাটক করো। সব দিক ভেবেই এবার ঈদে নাটকগুলো করলাম।
আজকের পত্রিকা: সাধারণত সবাই মডেলিং শুরু করেন, তারপর অভিনয়ে আসেন। আপনি উপস্থাপনায় গেলেন কেন?
শ্রাবণ্য: যে সময়টায় মডেলিং করতাম, তখন আমি স্টুডেন্ট ছিলাম। বুঝতে পারছিলাম, এত সময় দেওয়ার মতো সুযোগ আমার নেই। সেটা করতে গেলে আমাকে মেডিকেল প্রফেশন ছেড়ে দিতে হতো। ওটা আমার পরিবার মানত না। তারপর ভাবলাম, উপস্থাপনা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায়। টাইম ম্যানেজমেন্ট করাটাও সহজ হয়। তা ছাড়া উপস্থাপনাও আমার অনেক পছন্দের। স্কুলে, মেডিকেল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করতাম।
আজকের পত্রিকা: এখন তো ওয়েব প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয়। ওয়েব কনটেন্টে কাজের অফার পাননি?
শ্রাবণ্য: ওয়েবে নাটক–সিনেমা এখন বেশ জনপ্রিয় হচ্ছে। আমিও নিয়মিত দর্শক। ওয়েবে কাজ করতে সবাই চায়। বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। করব কি না, সময় পাব কি না–চিন্তা করে দেখব।
আজকের পত্রিকা: আপনি তো চিকিৎসক। সারা দিন রোগী সামলাতে হয়। কেমন লাগে সেখানে?
শ্রাবণ্য: হাসপাতালেও অনেক মজার মজার অভিজ্ঞতা হয় আমার। হাসপাতালে যেসব রোগী আসেন, অনেকেই আমাকে চিনতে পারেন। ওটা তো আমার প্রথম পেশা। গরমে-কষ্টে সারা দিন ওখানেই কাটে। ওখানে কারও মুখে যখন আমার উপস্থাপনা-অভিনয়ের প্রশংসা শুনি, ভালো লাগে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৪ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৫ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৮ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১০ ঘণ্টা আগে