গায়ে হাত দেওয়ার ঘটনায় অভিযোগ নেই প্রভার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

গতকাল শনিবার সন্ধ্যায় অভিনয়শিল্পী সংঘের ইফতার পরবর্তী প্রেস ব্রিফিংয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ‘গায়ে হাত’ দেওয়ারও অভিযোগ তুলেছিলেন এক সাংবাদিকের বিরুদ্ধে। অভিযোগের একদিন পর আজ রোববার আবার এক বিবৃতির মাধ্যমে প্রভা জানিয়েছেন, এই ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাঁর। 

অভিনয়শিল্পী সংঘের প্রেস ব্রিফিংয়ে প্রভা তাঁর সাংবাদিক ভীতির কথা তুলে ধরে জানান, মূলত এ কারণেই তিনি অনেক কিছু সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করতে পারেন না এবং কিছু কিছু করলেও সেসব ডিলিট করে দেন। এমনকি তিনি তার জীবনের নানা অধিকারের বিষয়েও সোচ্চার হতে পারেন না, খবর হওয়ার ভয়ে। 

প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের কাছে একটি ঘটনা শেয়ার করেছিলেন প্রভা। তিনি বলেন, ‘সেদিন শুটিং শেষ করে উবার নিয়েছি। একজন সাংবাদিকও আমার সঙ্গে উঠলেন। ভাই মানুষ। বসলেন পাশে। বললেন, এয়ারপোর্টে নামায়ে দিতে। সিটে বসে কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখল! বললাম, “তুমি আমার গায়ে হাত দিলে কেন? আমার কোনও কলিগও তো এভাবে হাত দেয় না। ” এরপর সে সরি বলেছে। নামকরা সাংবাদিক। আমি জানি, সে সরি বললেও তার ভুল রিয়েলাইজ করে নাই। পরে সে তার ক্ষোভ প্রকাশ করেছে অন্যভাবে।’ 

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীতঘটনা শেয়ার করলেও অভিযুক্ত সাংবাদিকের নাম বলেননি প্রভা। এমনকি পরে কিভাবে সেই সাংবাদিক তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন সে বিষয়েও কিছু জানাননি। পরে প্রভা জানান, কারও বিরুদ্ধে অভিযোগ জানাতে তিনি এই ঘটনা শেয়ার করেননি। 

ফেসবুকে নিজের বিবৃতি তুলে ধরে লিখেছেন, ‘আমি কোনও সাংবাদিকের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ করিনি, করছিও না। আমি বলেছিলাম, কতিপয় অসত্য নিউজ ও আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখন ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি ঘটনার উদাহরণ দিয়েছি। যে ঘটনাগুলো ওই সময়ই সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে। আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনও সাংবাদিকের বিরুদ্ধেই কোনও অভিযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত