বিনোদন ডেস্ক
নন্দিত বিজ্ঞাপন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। বহুমুখী প্রতিভার অধিকারী ও বহু গুণে গুণান্বিত শিল্পী। অন্যদিকে ফখরুল বাসারও গুণী অভিনেতা। আফজাল- ফখরুলের সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আফজাল হোসেন। তিনি লেখেন-
মাসুম, ফখরুল বাসার আর আমি বহুদিন পর একসাথে অভিনয় করছি। সম্পর্ক বন্ধুত্বের তাই দিনটা বিশেষ কেটেছে- তা নয়। আমাদের সম্পর্ক আরও লম্বা, বর্ণিল।
মিলি, মাসুমের বউ আমাদের ভাগ্নি। আমাদের মানে বিরাট এক পরিবারের। সে পরিবারের একজন মানিকভাই। তিনিই মিলির আসল মামা। মিলি আর মানিকভাইয়ের কারণে পরিবারে একজন আপাও পেয়ে যাই- যিনি মিলির মা।
আমাদের সে টগবগে যৌবনকালে সকলের আনন্দময় পরিচয় ছিল ঢাকা থিয়েটার।
কত স্মৃতি। দেখা হলে, একসাথে দীর্ঘ সময় কাটালে স্মৃতির এ দরজা ও দরজা খুলে হৈহৈ করে আসতেই থাকে।
সেই মানিকভাইয়ের কল্যানে জীবনে প্রথম অদ্ভুত এক আনন্দে জুটেছিল। আশির দশকের শুরুতে আমরা ঢাকা থিয়েটার লেখা টি শার্ট পরতে পেরেছিলাম।
আমাদের আপার মেয়েকে বিয়ে করে ফেলাতে মাসুমকে কিছুদিন ভাগ্নিজামাই ভাবা হয়। তারপর আবার ফিরে আসে যার যা পরিচয়।
জীবনের সেই ঝকঝকে কাল গতকাল দিনভর ইলিশ ধরার জালে রূপালী ইলিশের মতো লাফিয়েছে।
সে কালে দলে আরও একজন অভিভাবক শ্রেণীর বন্ধু ছিলেন- সৈয়দ সালাহউদ্দিন জাকী। জাকী ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক নির্মান করছেন। সে কারণেই এই একসাথে হওয়া।
দম বন্ধ বন্ধ হওয়া সময়ে এরকম উপলক্ষ্য পেলে খানিকটা নতুন শ্বাসে বুক ভরে নেয়া যায়।
নন্দিত বিজ্ঞাপন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। বহুমুখী প্রতিভার অধিকারী ও বহু গুণে গুণান্বিত শিল্পী। অন্যদিকে ফখরুল বাসারও গুণী অভিনেতা। আফজাল- ফখরুলের সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আফজাল হোসেন। তিনি লেখেন-
মাসুম, ফখরুল বাসার আর আমি বহুদিন পর একসাথে অভিনয় করছি। সম্পর্ক বন্ধুত্বের তাই দিনটা বিশেষ কেটেছে- তা নয়। আমাদের সম্পর্ক আরও লম্বা, বর্ণিল।
মিলি, মাসুমের বউ আমাদের ভাগ্নি। আমাদের মানে বিরাট এক পরিবারের। সে পরিবারের একজন মানিকভাই। তিনিই মিলির আসল মামা। মিলি আর মানিকভাইয়ের কারণে পরিবারে একজন আপাও পেয়ে যাই- যিনি মিলির মা।
আমাদের সে টগবগে যৌবনকালে সকলের আনন্দময় পরিচয় ছিল ঢাকা থিয়েটার।
কত স্মৃতি। দেখা হলে, একসাথে দীর্ঘ সময় কাটালে স্মৃতির এ দরজা ও দরজা খুলে হৈহৈ করে আসতেই থাকে।
সেই মানিকভাইয়ের কল্যানে জীবনে প্রথম অদ্ভুত এক আনন্দে জুটেছিল। আশির দশকের শুরুতে আমরা ঢাকা থিয়েটার লেখা টি শার্ট পরতে পেরেছিলাম।
আমাদের আপার মেয়েকে বিয়ে করে ফেলাতে মাসুমকে কিছুদিন ভাগ্নিজামাই ভাবা হয়। তারপর আবার ফিরে আসে যার যা পরিচয়।
জীবনের সেই ঝকঝকে কাল গতকাল দিনভর ইলিশ ধরার জালে রূপালী ইলিশের মতো লাফিয়েছে।
সে কালে দলে আরও একজন অভিভাবক শ্রেণীর বন্ধু ছিলেন- সৈয়দ সালাহউদ্দিন জাকী। জাকী ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক নির্মান করছেন। সে কারণেই এই একসাথে হওয়া।
দম বন্ধ বন্ধ হওয়া সময়ে এরকম উপলক্ষ্য পেলে খানিকটা নতুন শ্বাসে বুক ভরে নেয়া যায়।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১০ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৮ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২০ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২০ ঘণ্টা আগে