বিনোদন প্রতিবেদক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
গতকাল নির্মাতা শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’র শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তাঁর অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে শুটিং। এ বিষয়ে জানতে শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চার দিন শুটিং শেষে আমরা দেশে ফিরি। আজ মঙ্গলবার থেকে আবারও ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সোমবার রাতে আফজাল ভাই ফোন করে জানান, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই হাসপাতালে যাচ্ছেন। পরে জানলাম, হাসপাতালে তিনি হার্ট অ্যাটাক করেছেন। এখন তিনি সিসিইউতে আছেন। তিনি সুস্থ হলে আমরা শুটিংয়ে ফিরব।’
আফজাল হোসেনের বন্ধু অভিনেতা মাসুম বাশার বলেন, ‘আফজাল কয়েক দিন ধরেই অসুস্থ ছিল। সোমবার রাতে শরীরটা বেশি খারাপ হয়ে যায়। হাসপাতালে গেলে সেখানে হার্ট অ্যাটাক করেছে শুনলাম। খুব মন খারাপ হয়ে গেল খবরটা শুনে।’
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেছেন, ‘আফজাল ভাই অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। আমরা দ্রুত তাঁর সুস্থতা কামনা করছি।’
টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয়জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশন জগতে প্রবেশ করেন তিনি। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম।
বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি—সবই অনুকরণীয় নবীনদের কাছে। আজও তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় রয়েছেন আফজাল হোসেন।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
গতকাল নির্মাতা শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’র শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তাঁর অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে শুটিং। এ বিষয়ে জানতে শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চার দিন শুটিং শেষে আমরা দেশে ফিরি। আজ মঙ্গলবার থেকে আবারও ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সোমবার রাতে আফজাল ভাই ফোন করে জানান, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই হাসপাতালে যাচ্ছেন। পরে জানলাম, হাসপাতালে তিনি হার্ট অ্যাটাক করেছেন। এখন তিনি সিসিইউতে আছেন। তিনি সুস্থ হলে আমরা শুটিংয়ে ফিরব।’
আফজাল হোসেনের বন্ধু অভিনেতা মাসুম বাশার বলেন, ‘আফজাল কয়েক দিন ধরেই অসুস্থ ছিল। সোমবার রাতে শরীরটা বেশি খারাপ হয়ে যায়। হাসপাতালে গেলে সেখানে হার্ট অ্যাটাক করেছে শুনলাম। খুব মন খারাপ হয়ে গেল খবরটা শুনে।’
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেছেন, ‘আফজাল ভাই অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। আমরা দ্রুত তাঁর সুস্থতা কামনা করছি।’
টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয়জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশন জগতে প্রবেশ করেন তিনি। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম।
বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি—সবই অনুকরণীয় নবীনদের কাছে। আজও তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় রয়েছেন আফজাল হোসেন।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৫ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৬ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১০ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১২ ঘণ্টা আগে