বিনোদন ডেস্ক
ঢাকা: মারা গেলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদের সংগঠক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মাহমুদ। রোববার (২৩ মে) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢাকা থিয়েটারের হয়ে তাঁর নাট্যযাত্রা শুরু, পরে তিনি গড়ে তোলেন মহাকাল নাট্য সম্প্রদায়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সক্রিয় সংগঠক হিসেবে ছিলেন মাহমুদ। তাঁর ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পথনাটক পরিষদ। চলচ্চিত্র সংসদ ‘সিনে আর্ট সার্কেল’–এর প্রতিষ্ঠাকালীন কর্মী, সময় নাট্যদল ও মহাকাল নাট্যসম্প্রদায়ের অন্যতম সংগঠক ছিলেন।
বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাইফুল ইসলাম মাহমুদ। তিনি ছিলেন কৃতী অভিনেতা মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের মেজো ভাই। সংস্কৃতিকর্মী কামাল আহমেদ তাঁকে স্বরণ করে বলেন, ‘এই তো গত বছর মাহমুদ ভাইয়ের শ্বশুর টরন্টোতে মারা গেলেন, এখন তিনিও চলে গেলেন। সালটা ১৯৮৫–৮৬ হবে, ঠিক মনে নেই। ঢাকা থিয়েটার গিয়েছিল পাবনাতে কিত্তনখোলা নাটকের শো করতে। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের সঙ্গে যুক্ত। কিত্তনখোলা নাটকটি দেখার জন্য আমরা বেশ কয়েকজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাবনা গিয়েছিলাম। গিয়ে দেখি কোনো টিকিট নেই। আমাদের নেতা তপন দাশ বলতে থাকলেন, আমরা নাট্যকমী, এত দূর থেকে এসেছি। আর আমরাই নাটকটা দেখতে পারব না। আমাদের কথাগুলো একটু চিৎকার করে বলার মতো হয়েছিল। তখন দেখলাম একজন লোক, মুখে হালকা দাড়ি, শান্ত গলায় জানতে চাইলেন, সমস্যাটা কী? তপন দা অনুশীলন নাট্যদলের পরিচয় দিয়ে আগের কথাগুলো আবারও বললেন। উনি বললেন, একটু অপেক্ষা করুন দেখি কী করা যায়। দুই মিনিটের মধ্যে উনি ফিরে এলেন এবং আমাদের হলে বসার ব্যবস্থা করে দিলেন।’
কামাল আহমেদ বলেন, ‘ঢাকায় আসার পর দেখলাম সেই ব্যক্তিই মাহমুদ ভাই। পথনাটক পরিষদ গঠনে আমরা একসঙ্গে কাজ করেছি। মাঝেমধ্যে পাবনার সেই ঘটনার কথা মনে করে হাসতাম। শান্ত–ধীর স্বভাবের মাহমুদ ভাই সব সময় থিয়েটারের জন্য কাজ করে গেছেন। গভীর শ্রদ্ধা জানাই তাঁকে।
ঢাকা: মারা গেলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদের সংগঠক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মাহমুদ। রোববার (২৩ মে) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢাকা থিয়েটারের হয়ে তাঁর নাট্যযাত্রা শুরু, পরে তিনি গড়ে তোলেন মহাকাল নাট্য সম্প্রদায়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সক্রিয় সংগঠক হিসেবে ছিলেন মাহমুদ। তাঁর ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পথনাটক পরিষদ। চলচ্চিত্র সংসদ ‘সিনে আর্ট সার্কেল’–এর প্রতিষ্ঠাকালীন কর্মী, সময় নাট্যদল ও মহাকাল নাট্যসম্প্রদায়ের অন্যতম সংগঠক ছিলেন।
বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাইফুল ইসলাম মাহমুদ। তিনি ছিলেন কৃতী অভিনেতা মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের মেজো ভাই। সংস্কৃতিকর্মী কামাল আহমেদ তাঁকে স্বরণ করে বলেন, ‘এই তো গত বছর মাহমুদ ভাইয়ের শ্বশুর টরন্টোতে মারা গেলেন, এখন তিনিও চলে গেলেন। সালটা ১৯৮৫–৮৬ হবে, ঠিক মনে নেই। ঢাকা থিয়েটার গিয়েছিল পাবনাতে কিত্তনখোলা নাটকের শো করতে। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের সঙ্গে যুক্ত। কিত্তনখোলা নাটকটি দেখার জন্য আমরা বেশ কয়েকজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাবনা গিয়েছিলাম। গিয়ে দেখি কোনো টিকিট নেই। আমাদের নেতা তপন দাশ বলতে থাকলেন, আমরা নাট্যকমী, এত দূর থেকে এসেছি। আর আমরাই নাটকটা দেখতে পারব না। আমাদের কথাগুলো একটু চিৎকার করে বলার মতো হয়েছিল। তখন দেখলাম একজন লোক, মুখে হালকা দাড়ি, শান্ত গলায় জানতে চাইলেন, সমস্যাটা কী? তপন দা অনুশীলন নাট্যদলের পরিচয় দিয়ে আগের কথাগুলো আবারও বললেন। উনি বললেন, একটু অপেক্ষা করুন দেখি কী করা যায়। দুই মিনিটের মধ্যে উনি ফিরে এলেন এবং আমাদের হলে বসার ব্যবস্থা করে দিলেন।’
কামাল আহমেদ বলেন, ‘ঢাকায় আসার পর দেখলাম সেই ব্যক্তিই মাহমুদ ভাই। পথনাটক পরিষদ গঠনে আমরা একসঙ্গে কাজ করেছি। মাঝেমধ্যে পাবনার সেই ঘটনার কথা মনে করে হাসতাম। শান্ত–ধীর স্বভাবের মাহমুদ ভাই সব সময় থিয়েটারের জন্য কাজ করে গেছেন। গভীর শ্রদ্ধা জানাই তাঁকে।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
১ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৭ ঘণ্টা আগে