বিনোদন প্রতিবেদক
ঢাকা: সাদিয়া ইসলাম মৌয়ের ক্যারিয়ার যেকোনো ক্যারিয়ারিস্টের জন্য ঈর্ষণীয়। পরিবারকে একটা নির্দিষ্ট সময় দেওয়ার আট–দশ বছর পরে মৌ আবারো কাজে নিয়মিত হচ্ছেন। নাচ অভিনয় মডেলিং- তিন মাধ্যমেই ব্যস্ত হয়ে উঠছেন।
দুই যুগ পর একসঙ্গে কাজ করছেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, অভিনেত্রী-নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু। তাঁদের নিয়ে ‘প্রেমের আড়ালে প্রেম’ শিরোনামে একটি নাটক নির্মাণ করছেন নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী; পরিচালনার পাশাপাশি রচনা ও চিত্রনাট্যও করেছেন ‘ঘুড্ডি’ চলচ্চিত্রের এ নির্মাতা। এতে অভিনয় করবেন আফজাল-মৌ জুটি, ক্যামেরার পেছনে থাকছেন বুলু।
নব্বইয়ের দশক থেকে আফজাল-মৌ জুটির বেশ কয়েকটি বিজ্ঞাপন ও টিভি নাটকে কাজ করেছেন বুলু। পরে দুই যুগের বিরতি ভেঙে ফের একসঙ্গে তারা কাজ করছেন বলে জানান মৌ। নাটকটিতে প্রফেসরের ভূমিকায় অভিনয় করেছেন আফজাল হোসেন। তাঁর শিক্ষার্থীর ভূমিকায় দেখা যাবে মৌকে। তিনি বলেন,‘এটি প্রেমের গল্প নয়। আড়ালে-আবডালের গল্প।’
করোনাকালীন সময়ে গেল মার্চে বিরতী নিয়ে অভিনয় শুরু করেছেন। অভিনেতা আনিসুর রহমান মিলনের পরিচালনায় ‘ঘোর’ নামে একটি একক নাটকে অভিনয় করছেন মৌ। নাটকের গল্পে মৌকে দেখা যায় একটি ফ্যাশন হাউসের কর্ণধার হিসেবে। নাটকে তিনি তাঁর থেকে কম বয়সী একটি ছেলের প্রেমে পড়েন। নাটকটি ঈদে প্রচারিত হয়। ২০১৭ সালে বোন শেগুফতা ইসলাম মিথিকে হারিয়েছেন মৌ। বোনকে জীবনের সেরা বন্ধু মানতেন তিনি। তিন বছরের মাথায় মা নাউজিয়া ইসলাম রাসা মারা যান। এই দুইজনের মৃত্যু ক্যারিয়ারে বেশ প্রভাব ফেলেছে। মৌ বলেন,‘ মাঝখানে আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম। আম্মা মারা যাওয়ার আগে কিছুদিন অসুস্থও ছিলেন। তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। দু:সহ একটা সময় কাটিয়েছি। কাজ তো আনন্দ নিয়ে করতে হয়। সেই আনন্দটা নিজের মনে আসছিলো না।’
প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন। ‘সিক্স’ নামের এই সিরিজটি পরিচালনা করেছেন তানিম পারভেজ। চরিত্রটা নিয়ে মুখ খুলতে চাইলেন না। তবে জানালেন ছয় পর্বের ওয়েব সিরিজটি খুব শীঘ্রই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।
সবাই তাকে মডেল বা অভিনেত্রী হিসেবে চেনেন, কেউ কেউ বলেনও মডেল মৌ। সেসবের খবরেই জানতে পারেন। তবে তিনি নাচের মৌ হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন,‘মডেলিং কিংবা অভিনয় তো অনেক পরে থেকে করছি। আমি নাচের সঙ্গে জড়িত সেই সাড়ে তিনবছর বয়স থেকে। এটি আমার মায়ের জন্য। নাচ আমার প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসা তো ভোলা যায় না, তেমনি নাচও ভুলতে পারবো না। নাচ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।’
গেল কয়েকমাসে বেশ বড় কয়েকটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আরটিভি স্টার অ্যাওয়ার্ডে অ্যারাবিক মিউজিক পিসের সঙ্গে মৌয়ের নাচে মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। এরপর নেচেছেন লন্ডন হাইকমিশনের একটি অনুষ্ঠানে। বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস উপলক্ষে এক আয়োজনে তিনি প্রদীপ নাচ, ভরতনাট্যম ও কত্থক নাচ করেছেন ভার্চ্যুয়াল শোতে। একটি পাঁচ তারকা হোটেলে অংশ নিয়েছেন ‘অপরাজিতা’র গ্রান্ড ফিনালেতে। সেখানে নেচেছেন তিনি। এভাবেই সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সফলতার হাত ধরে পথ চলছেন মৌ।
নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনো তিনি সমান জনপ্রিয়। আর নতুন প্রজন্মের মডেলদের কাছে তিনি আইকন। এত কিছু একজীবনে একসঙ্গে কীভাবে? মৌ জানান, যেকোনো পরিবর্তনে, যেকোনো কাজে সময় দেওয়াটা জরুরি। যখন যেটা সময় দাবি করে, তখন সেটাকে প্রায়োরিটি লিস্টের ওপরে ওঠান তিনি। তবে এ পর্যন্ত আসার পেছনে মৌয়ের সময়নুবর্তিতা, কাজের প্রতি আন্তরিকতাকেই বড় করে দেখছেন। মৌ বলেন, ‘অভ্যাসটি আমার পরিবার থেকে পাওয়া। ছোটবেলায় বাবা মহড়ার সময় জিজ্ঞাসা করলে আমি হয়তো বলতাম, ১০ টা-সাড়ে ১০টায় যাব। বাবা সংশোধন করিয়ে বলতেন, “যেকোনো একটা সময় বলো। যদি ১০টায় কোথাও যাওয়ার সময় থাকে, ১০টার মধ্যেই চলে যাও। কাজের জায়গায় সব সময় সৎ থাকো।’’
মৌ দেশের সেরা মডেল, নৃত্যশিল্পী, অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী, পুষ্পিতা, পূর্ণের মা। যুগের পর যুগ ধরে সফল অলরাউন্ডারের মতো এই সব ভূমিকা পালন করে আসছেন শক্ত হাতে। মৌ বলেন, ‘আমি হুট করে কাজে চলে যেতে পারি না। ছেলের পরীক্ষা থাকলে তখন শুটিংয়ের ডেট দিই না। এখন ওরা বড় হয়েছে। তাই এখন আমি কাজে আগের চেয়ে বেশি সময় আর মনোযোগ দিতে পারি। শুক্রবারটা আমার ছেলে ঘুম থেকে উঠে আমাকে দেখতে চায়। এটা আমি এখনো মেইনটেইন করি।’
দীর্ঘ সময় ধরে একটা সম্পর্ক সতেজ রাখার মন্ত্র শিখতে চাইলে বললেন, ‘এটা আসলে কারও একার হাতে নেই। দুজন দুজনকে বোঝা খুবই জরুরি।’
ঢাকা: সাদিয়া ইসলাম মৌয়ের ক্যারিয়ার যেকোনো ক্যারিয়ারিস্টের জন্য ঈর্ষণীয়। পরিবারকে একটা নির্দিষ্ট সময় দেওয়ার আট–দশ বছর পরে মৌ আবারো কাজে নিয়মিত হচ্ছেন। নাচ অভিনয় মডেলিং- তিন মাধ্যমেই ব্যস্ত হয়ে উঠছেন।
দুই যুগ পর একসঙ্গে কাজ করছেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, অভিনেত্রী-নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু। তাঁদের নিয়ে ‘প্রেমের আড়ালে প্রেম’ শিরোনামে একটি নাটক নির্মাণ করছেন নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী; পরিচালনার পাশাপাশি রচনা ও চিত্রনাট্যও করেছেন ‘ঘুড্ডি’ চলচ্চিত্রের এ নির্মাতা। এতে অভিনয় করবেন আফজাল-মৌ জুটি, ক্যামেরার পেছনে থাকছেন বুলু।
নব্বইয়ের দশক থেকে আফজাল-মৌ জুটির বেশ কয়েকটি বিজ্ঞাপন ও টিভি নাটকে কাজ করেছেন বুলু। পরে দুই যুগের বিরতি ভেঙে ফের একসঙ্গে তারা কাজ করছেন বলে জানান মৌ। নাটকটিতে প্রফেসরের ভূমিকায় অভিনয় করেছেন আফজাল হোসেন। তাঁর শিক্ষার্থীর ভূমিকায় দেখা যাবে মৌকে। তিনি বলেন,‘এটি প্রেমের গল্প নয়। আড়ালে-আবডালের গল্প।’
করোনাকালীন সময়ে গেল মার্চে বিরতী নিয়ে অভিনয় শুরু করেছেন। অভিনেতা আনিসুর রহমান মিলনের পরিচালনায় ‘ঘোর’ নামে একটি একক নাটকে অভিনয় করছেন মৌ। নাটকের গল্পে মৌকে দেখা যায় একটি ফ্যাশন হাউসের কর্ণধার হিসেবে। নাটকে তিনি তাঁর থেকে কম বয়সী একটি ছেলের প্রেমে পড়েন। নাটকটি ঈদে প্রচারিত হয়। ২০১৭ সালে বোন শেগুফতা ইসলাম মিথিকে হারিয়েছেন মৌ। বোনকে জীবনের সেরা বন্ধু মানতেন তিনি। তিন বছরের মাথায় মা নাউজিয়া ইসলাম রাসা মারা যান। এই দুইজনের মৃত্যু ক্যারিয়ারে বেশ প্রভাব ফেলেছে। মৌ বলেন,‘ মাঝখানে আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম। আম্মা মারা যাওয়ার আগে কিছুদিন অসুস্থও ছিলেন। তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। দু:সহ একটা সময় কাটিয়েছি। কাজ তো আনন্দ নিয়ে করতে হয়। সেই আনন্দটা নিজের মনে আসছিলো না।’
প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন। ‘সিক্স’ নামের এই সিরিজটি পরিচালনা করেছেন তানিম পারভেজ। চরিত্রটা নিয়ে মুখ খুলতে চাইলেন না। তবে জানালেন ছয় পর্বের ওয়েব সিরিজটি খুব শীঘ্রই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।
সবাই তাকে মডেল বা অভিনেত্রী হিসেবে চেনেন, কেউ কেউ বলেনও মডেল মৌ। সেসবের খবরেই জানতে পারেন। তবে তিনি নাচের মৌ হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন,‘মডেলিং কিংবা অভিনয় তো অনেক পরে থেকে করছি। আমি নাচের সঙ্গে জড়িত সেই সাড়ে তিনবছর বয়স থেকে। এটি আমার মায়ের জন্য। নাচ আমার প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসা তো ভোলা যায় না, তেমনি নাচও ভুলতে পারবো না। নাচ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।’
গেল কয়েকমাসে বেশ বড় কয়েকটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আরটিভি স্টার অ্যাওয়ার্ডে অ্যারাবিক মিউজিক পিসের সঙ্গে মৌয়ের নাচে মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। এরপর নেচেছেন লন্ডন হাইকমিশনের একটি অনুষ্ঠানে। বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস উপলক্ষে এক আয়োজনে তিনি প্রদীপ নাচ, ভরতনাট্যম ও কত্থক নাচ করেছেন ভার্চ্যুয়াল শোতে। একটি পাঁচ তারকা হোটেলে অংশ নিয়েছেন ‘অপরাজিতা’র গ্রান্ড ফিনালেতে। সেখানে নেচেছেন তিনি। এভাবেই সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সফলতার হাত ধরে পথ চলছেন মৌ।
নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনো তিনি সমান জনপ্রিয়। আর নতুন প্রজন্মের মডেলদের কাছে তিনি আইকন। এত কিছু একজীবনে একসঙ্গে কীভাবে? মৌ জানান, যেকোনো পরিবর্তনে, যেকোনো কাজে সময় দেওয়াটা জরুরি। যখন যেটা সময় দাবি করে, তখন সেটাকে প্রায়োরিটি লিস্টের ওপরে ওঠান তিনি। তবে এ পর্যন্ত আসার পেছনে মৌয়ের সময়নুবর্তিতা, কাজের প্রতি আন্তরিকতাকেই বড় করে দেখছেন। মৌ বলেন, ‘অভ্যাসটি আমার পরিবার থেকে পাওয়া। ছোটবেলায় বাবা মহড়ার সময় জিজ্ঞাসা করলে আমি হয়তো বলতাম, ১০ টা-সাড়ে ১০টায় যাব। বাবা সংশোধন করিয়ে বলতেন, “যেকোনো একটা সময় বলো। যদি ১০টায় কোথাও যাওয়ার সময় থাকে, ১০টার মধ্যেই চলে যাও। কাজের জায়গায় সব সময় সৎ থাকো।’’
মৌ দেশের সেরা মডেল, নৃত্যশিল্পী, অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী, পুষ্পিতা, পূর্ণের মা। যুগের পর যুগ ধরে সফল অলরাউন্ডারের মতো এই সব ভূমিকা পালন করে আসছেন শক্ত হাতে। মৌ বলেন, ‘আমি হুট করে কাজে চলে যেতে পারি না। ছেলের পরীক্ষা থাকলে তখন শুটিংয়ের ডেট দিই না। এখন ওরা বড় হয়েছে। তাই এখন আমি কাজে আগের চেয়ে বেশি সময় আর মনোযোগ দিতে পারি। শুক্রবারটা আমার ছেলে ঘুম থেকে উঠে আমাকে দেখতে চায়। এটা আমি এখনো মেইনটেইন করি।’
দীর্ঘ সময় ধরে একটা সম্পর্ক সতেজ রাখার মন্ত্র শিখতে চাইলে বললেন, ‘এটা আসলে কারও একার হাতে নেই। দুজন দুজনকে বোঝা খুবই জরুরি।’
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
১ ঘণ্টা আগেএকের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
৩ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
৪ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৬ ঘণ্টা আগে