খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
ছোটবোনের অভিনয় দেখে আগ্রহ জাগলেও কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি। বরং চরিত্র রূপায়নের বদলে চরিত্র নির্মাণকেই বেছে নিয়েছিলেন। লিখেছেন নাটক। সিনেমার পরিচালনাও করেছেন। কিন্তু নিশ্চিত করে বলা যায়, এখন যে নাটকীয়তার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন; তার কিছুমাত্র জীবনে ঘটুক, তা কখনোই চাননি চয়নিকা চৌধুরী।
চয়নিকা চৌধুরী এখন ডিবি হেফাজতে আছেন। বিনোদন জগতের একের পর এক ব্যক্তি আটকের ধারাবাহিকতায় তাঁকেও আজ নিয়ে যাওয়া হয়েছে পুলিশের গোয়েন্দা কার্যালয়ে। তাঁকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে এখনো সুস্পষ্ট কিছু বলা হয়নি।
নির্মাতা হিসেবে চয়নিকা চোধুরীর অভিষেক হয় ২০ বছর আগে। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর চয়নিকা প্রথম নাটকের শুটিং করেন। নাম ছিল ‘শেষ বেলায়’। অভিনয় করেছিলেন আবুল হায়াত, জয়া আহসান, ঈশিতা ও তানজিদ আহমেদ সিজার। তবে নাটকটি প্রচারের জন্য চয়নিকাকে অপেক্ষা করতে হয় চার বছর। ২০০৫ সালের ১৪ এপ্রিল বিটিভিতে প্রচারিত হয় চয়নিকার বানানো প্রথম নাটক ‘শেষ বেলায়’।
তবে এর আগেই নির্মাতা হিসেবে টিভি পর্দায় হাজির হন তিনি। যে বছর তিনি নাটক নির্মাণ শুরু করেছিলেন, ২০০১ সালে, ওই বছরের ২৮ অক্টোবর বিটিভিতে প্রচার হয় চয়নিকার বানানো দ্বিতীয় নাটক ‘এক জীবনে’।
দুই দশকের ক্যারিয়ারে এ পর্যন্ত প্রায় ৪০০টি নাটক বানিয়েছেন এই নির্মাতা। চয়নিকার আগে এ দেশের কোনো নারী নির্মাতা টেলিভিশনে এত কাজ করেননি।
ছোট থেকে সাংস্কৃতিক পরিমন্ডলেই বেড়ে উঠেন চয়নিকা চৌধুরী। মায়ের উৎসাহে শিখেছেন নাচ–গান। ছায়ানট থেকে রবীন্দ্রসংগীত শিখে চলে যান শান্তিনিকেতনে। সেখান থেকেও রবীন্দ্রসংগীতের ওপর কোর্স করেন।
অভিনেত্রী তমালিকা কর্মকার তাঁর বোন। মঞ্চে অভিনয় করতেন তমালিকা। ছোটবোনের অভিনয় দেখে চয়নিকাও ধীরে ধীরে অভিনয়ের প্রতি আগ্রহী হন। তবে চরিত্র হয়ে কখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তাঁর।
১৯৯০ সালে অরুণ চৌধুরীর সঙ্গে বিয়ে হয় চয়নিকার। অরুণ চৌধুরী সাংবাদিকতা করতেন। নাটক বানাতেন। তাঁকে দেখেই মূলত নির্মাণের প্রতি আগ্রহ জাগে চয়নিকার।
প্রথম দিকে চয়নিকা নাটক লিখতেন। তাঁর লেখা চিত্রনাট্যে প্রথম কাজ করেন মাহফুজ আহমেদ। ১৯৯৮ সালে চয়নিকার লেখায় ‘বোধ’ নামের একটি নাটক বানান মাহফুজ। শমী কায়সার ও মাহফুজ অভিনয় করেছিলেন ওই নাটকে।
এরপর বিভিন্ন পরিচালক তাঁর লেখা গল্পে কাজ করেছেন। তবে শুরুর দিকে চয়নিকা বেশি কাজ করতেন স্বামী অরুণ চৌধুরীর সঙ্গে। এ নিয়েও কম কথা শুনতে হয়নি তাঁকে।
এক সাক্ষাৎকারে চয়নিকা বলেন, ‘নাটক লিখলে লোকে মনে করতো অরুণ চৌধুরী লিখে দিয়েছে। আবার যখন নাটকে পরিচালনা শুরু করলাম তখন শুনতে হলো ও এটা তো অরুণ চৌধুরী বানিয়েছে। পরে আমি তাকে বললাম তুমি আর সেটে আসবা না।’
নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী চলচ্চিত্রনির্মাতা হয়ে ওঠেন ২০১৯ সালে। ‘বিশ্বসুন্দরী’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। ওই ছবিতে অভিনয় করেন পরীমণি ও সিয়াম। ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পায় ছবিটি। যদিও ‘বিশ্বসুন্দরী’ অত ব্যবসাসফল হয়নি, কিন্তু এটি দিয়েই চয়নিকার নামের আগে যুক্ত হয় চলচ্চিত্র নির্মাতার খেতাব।
‘বিশ্বসুন্দরী’ করতে গিয়েই পরীমণির সঙ্গে পরিচয় ও আন্তরিকতা তৈরি হয় চয়নিকার। প্রায়ই তাঁদেরকে একসঙ্গে দেখা যেত। পরীর সোশ্যাল মিডিয়ায় বারবারই পোস্ট হয়েছে দুজনের দ্বৈত সেলফি। চয়নিকা চৌধুরীকে ‘মম’ বলেই ডাকতেন পরীমণি।
তাঁরা একসঙ্গে বেশকিছু কাজের পরিকল্পনা করছিলেন। সর্বশেষ পরীকে নিয়ে ‘অন্তরালে’ নামে একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন চয়নিকা। পান্থ শাহরিয়ারের গল্পে ওই ছবিতে পরীর অভিনয় করার কথা ছিল হিন্দু বউ অর্পিতা চরিত্রে।
গত জুন মাসে শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘অন্তরালে’ ওয়েব ফিল্মের। কিন্তু করোনা সংক্রমণে আটকে যায় ছবির কাজ।
ছোটবোনের অভিনয় দেখে আগ্রহ জাগলেও কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি। বরং চরিত্র রূপায়নের বদলে চরিত্র নির্মাণকেই বেছে নিয়েছিলেন। লিখেছেন নাটক। সিনেমার পরিচালনাও করেছেন। কিন্তু নিশ্চিত করে বলা যায়, এখন যে নাটকীয়তার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন; তার কিছুমাত্র জীবনে ঘটুক, তা কখনোই চাননি চয়নিকা চৌধুরী।
চয়নিকা চৌধুরী এখন ডিবি হেফাজতে আছেন। বিনোদন জগতের একের পর এক ব্যক্তি আটকের ধারাবাহিকতায় তাঁকেও আজ নিয়ে যাওয়া হয়েছে পুলিশের গোয়েন্দা কার্যালয়ে। তাঁকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে এখনো সুস্পষ্ট কিছু বলা হয়নি।
নির্মাতা হিসেবে চয়নিকা চোধুরীর অভিষেক হয় ২০ বছর আগে। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর চয়নিকা প্রথম নাটকের শুটিং করেন। নাম ছিল ‘শেষ বেলায়’। অভিনয় করেছিলেন আবুল হায়াত, জয়া আহসান, ঈশিতা ও তানজিদ আহমেদ সিজার। তবে নাটকটি প্রচারের জন্য চয়নিকাকে অপেক্ষা করতে হয় চার বছর। ২০০৫ সালের ১৪ এপ্রিল বিটিভিতে প্রচারিত হয় চয়নিকার বানানো প্রথম নাটক ‘শেষ বেলায়’।
তবে এর আগেই নির্মাতা হিসেবে টিভি পর্দায় হাজির হন তিনি। যে বছর তিনি নাটক নির্মাণ শুরু করেছিলেন, ২০০১ সালে, ওই বছরের ২৮ অক্টোবর বিটিভিতে প্রচার হয় চয়নিকার বানানো দ্বিতীয় নাটক ‘এক জীবনে’।
দুই দশকের ক্যারিয়ারে এ পর্যন্ত প্রায় ৪০০টি নাটক বানিয়েছেন এই নির্মাতা। চয়নিকার আগে এ দেশের কোনো নারী নির্মাতা টেলিভিশনে এত কাজ করেননি।
ছোট থেকে সাংস্কৃতিক পরিমন্ডলেই বেড়ে উঠেন চয়নিকা চৌধুরী। মায়ের উৎসাহে শিখেছেন নাচ–গান। ছায়ানট থেকে রবীন্দ্রসংগীত শিখে চলে যান শান্তিনিকেতনে। সেখান থেকেও রবীন্দ্রসংগীতের ওপর কোর্স করেন।
অভিনেত্রী তমালিকা কর্মকার তাঁর বোন। মঞ্চে অভিনয় করতেন তমালিকা। ছোটবোনের অভিনয় দেখে চয়নিকাও ধীরে ধীরে অভিনয়ের প্রতি আগ্রহী হন। তবে চরিত্র হয়ে কখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তাঁর।
১৯৯০ সালে অরুণ চৌধুরীর সঙ্গে বিয়ে হয় চয়নিকার। অরুণ চৌধুরী সাংবাদিকতা করতেন। নাটক বানাতেন। তাঁকে দেখেই মূলত নির্মাণের প্রতি আগ্রহ জাগে চয়নিকার।
প্রথম দিকে চয়নিকা নাটক লিখতেন। তাঁর লেখা চিত্রনাট্যে প্রথম কাজ করেন মাহফুজ আহমেদ। ১৯৯৮ সালে চয়নিকার লেখায় ‘বোধ’ নামের একটি নাটক বানান মাহফুজ। শমী কায়সার ও মাহফুজ অভিনয় করেছিলেন ওই নাটকে।
এরপর বিভিন্ন পরিচালক তাঁর লেখা গল্পে কাজ করেছেন। তবে শুরুর দিকে চয়নিকা বেশি কাজ করতেন স্বামী অরুণ চৌধুরীর সঙ্গে। এ নিয়েও কম কথা শুনতে হয়নি তাঁকে।
এক সাক্ষাৎকারে চয়নিকা বলেন, ‘নাটক লিখলে লোকে মনে করতো অরুণ চৌধুরী লিখে দিয়েছে। আবার যখন নাটকে পরিচালনা শুরু করলাম তখন শুনতে হলো ও এটা তো অরুণ চৌধুরী বানিয়েছে। পরে আমি তাকে বললাম তুমি আর সেটে আসবা না।’
নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী চলচ্চিত্রনির্মাতা হয়ে ওঠেন ২০১৯ সালে। ‘বিশ্বসুন্দরী’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। ওই ছবিতে অভিনয় করেন পরীমণি ও সিয়াম। ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পায় ছবিটি। যদিও ‘বিশ্বসুন্দরী’ অত ব্যবসাসফল হয়নি, কিন্তু এটি দিয়েই চয়নিকার নামের আগে যুক্ত হয় চলচ্চিত্র নির্মাতার খেতাব।
‘বিশ্বসুন্দরী’ করতে গিয়েই পরীমণির সঙ্গে পরিচয় ও আন্তরিকতা তৈরি হয় চয়নিকার। প্রায়ই তাঁদেরকে একসঙ্গে দেখা যেত। পরীর সোশ্যাল মিডিয়ায় বারবারই পোস্ট হয়েছে দুজনের দ্বৈত সেলফি। চয়নিকা চৌধুরীকে ‘মম’ বলেই ডাকতেন পরীমণি।
তাঁরা একসঙ্গে বেশকিছু কাজের পরিকল্পনা করছিলেন। সর্বশেষ পরীকে নিয়ে ‘অন্তরালে’ নামে একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন চয়নিকা। পান্থ শাহরিয়ারের গল্পে ওই ছবিতে পরীর অভিনয় করার কথা ছিল হিন্দু বউ অর্পিতা চরিত্রে।
গত জুন মাসে শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘অন্তরালে’ ওয়েব ফিল্মের। কিন্তু করোনা সংক্রমণে আটকে যায় ছবির কাজ।
সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
১ মিনিট আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
৯ মিনিট আগেঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। ১১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবার ঢাকা উৎসবে প্রদর্শিত হয়েছে ৭৫ দেশের ২২০টি সিনেমা।
১৩ মিনিট আগেএখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১৩ ঘণ্টা আগে