বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাটোরের ছেলে আবু হেনা রনি। কৌতুক বলে মানুষের মুখে হাসি ফোটাতে ওস্তাদ। দেশজোড়া পরিচিতি এসেছিল ওপার বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর সুবাদে। শুধু দেশেই নয়, মীরাক্কেলের মঞ্চে সেরা হয়ে ওঠার সুবাদে পশ্চিমবঙ্গেও দারুণ পরিচিত রনি।
সেই রনি যখন দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়, তখন তাঁর জন্য উদ্বিগ্ন দুই বাংলার তারকারা। ঢাকায় বার্ন ইনস্টিটিউট হাসপাতালের বিছানায় কাতরানো রনির জন্য শুভকামনা জানাচ্ছেন দুই বাংলার অসংখ্য ভক্ত।
রনির খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রার্থনায় সরব মীরাক্কেল পরিবার। সঞ্চালক মীর আফসার আলি ফেসবুক পেজে রনির জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’ এই রিয়েলিটি শোর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, ‘কথা হয়েছে ওর ম্যানেজারের সঙ্গে। এখন আগের থেকে ভালো আছে জানিয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করি।’ রনি যখন মীরাক্কেলের প্রতিযোগী ছিলেন, তখন থেকেই অনুষ্ঠানের বিচারক শ্রীলেখা মিত্র দারুণ পছন্দ করেন তাঁকে। রনির সুস্থতা কামনা করে তিনি বললেন, ‘আবু হেনা রনি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবু।’
বাংলাদেশের অনেক তারকাই ফেসবুকে রনির সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন। শাহনাজ খুশি লেখেন, ‘রনি শঙ্কামুক্ত নন, এই কথাটা কোনোভাবেই মানতে পারছি না। জুলাই মাসে ৯ দিন একসঙ্গে লস অ্যাঞ্জেলেসে একটা পরিবার হয়ে থেকেছি। বিদেশে বন্ধু চেনা যায়, সত্যিই তোকে নতুন করে চিনেছি। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ ভাই। তোর অ্যাওয়ার্ডের সার্টিফিকেটটা আমার লাগেজে দিয়েছিলি, সেটা নিয়ে যাবি।’
পরিচালক চয়নিকা চৌধুরী লেখেন, ‘রনিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। রনি বললেন, আপা, আপনি এত কষ্ট করে দেখতে এসেছেন, আমি খুশি হয়েছি। দোয়া করবেন। রনিকে দেখে খুব কান্না পেল। ওখানে দাঁড়িয়েই ওর জন্য প্রার্থনা করলাম।’
চঞ্চল চৌধুরী লেখেন, ‘ভাইরে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয়। এখনো অনেক আনন্দ বাকি। তোর কথায় অনেক হাসতে চাই।’ এ ছাড়া নাভিদ মাহবুব, দিলারা হানিফ পূর্ণিমা, মামনুন ইমন, কর্ণিয়া, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেক তারকাই রনির দ্রুত সুস্থতা কামনা করেছেন।
১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বেলুন বিস্ফোরণে দগ্ধ হন আবু হেনা রনি। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক ডা. আইয়ুব হোসেন জানিয়েছেন, আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর শ্বাসনালি ও একটি কান ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
২০১১ সালে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৬’-এ প্রথমবারের মতো বাংলাদেশি প্রতিযোগীরা অংশ নেন। সে আসরে একের পর এক পরিবেশনায় বাজিমাত করেন আবু হেনা রনি। এমনকি পশ্চিমবঙ্গের ভিকি-পার্থর সঙ্গে দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হন রনি।
নাটোরের ছেলে আবু হেনা রনি। কৌতুক বলে মানুষের মুখে হাসি ফোটাতে ওস্তাদ। দেশজোড়া পরিচিতি এসেছিল ওপার বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর সুবাদে। শুধু দেশেই নয়, মীরাক্কেলের মঞ্চে সেরা হয়ে ওঠার সুবাদে পশ্চিমবঙ্গেও দারুণ পরিচিত রনি।
সেই রনি যখন দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়, তখন তাঁর জন্য উদ্বিগ্ন দুই বাংলার তারকারা। ঢাকায় বার্ন ইনস্টিটিউট হাসপাতালের বিছানায় কাতরানো রনির জন্য শুভকামনা জানাচ্ছেন দুই বাংলার অসংখ্য ভক্ত।
রনির খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রার্থনায় সরব মীরাক্কেল পরিবার। সঞ্চালক মীর আফসার আলি ফেসবুক পেজে রনির জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’ এই রিয়েলিটি শোর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, ‘কথা হয়েছে ওর ম্যানেজারের সঙ্গে। এখন আগের থেকে ভালো আছে জানিয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করি।’ রনি যখন মীরাক্কেলের প্রতিযোগী ছিলেন, তখন থেকেই অনুষ্ঠানের বিচারক শ্রীলেখা মিত্র দারুণ পছন্দ করেন তাঁকে। রনির সুস্থতা কামনা করে তিনি বললেন, ‘আবু হেনা রনি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবু।’
বাংলাদেশের অনেক তারকাই ফেসবুকে রনির সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন। শাহনাজ খুশি লেখেন, ‘রনি শঙ্কামুক্ত নন, এই কথাটা কোনোভাবেই মানতে পারছি না। জুলাই মাসে ৯ দিন একসঙ্গে লস অ্যাঞ্জেলেসে একটা পরিবার হয়ে থেকেছি। বিদেশে বন্ধু চেনা যায়, সত্যিই তোকে নতুন করে চিনেছি। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ ভাই। তোর অ্যাওয়ার্ডের সার্টিফিকেটটা আমার লাগেজে দিয়েছিলি, সেটা নিয়ে যাবি।’
পরিচালক চয়নিকা চৌধুরী লেখেন, ‘রনিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। রনি বললেন, আপা, আপনি এত কষ্ট করে দেখতে এসেছেন, আমি খুশি হয়েছি। দোয়া করবেন। রনিকে দেখে খুব কান্না পেল। ওখানে দাঁড়িয়েই ওর জন্য প্রার্থনা করলাম।’
চঞ্চল চৌধুরী লেখেন, ‘ভাইরে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয়। এখনো অনেক আনন্দ বাকি। তোর কথায় অনেক হাসতে চাই।’ এ ছাড়া নাভিদ মাহবুব, দিলারা হানিফ পূর্ণিমা, মামনুন ইমন, কর্ণিয়া, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেক তারকাই রনির দ্রুত সুস্থতা কামনা করেছেন।
১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বেলুন বিস্ফোরণে দগ্ধ হন আবু হেনা রনি। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক ডা. আইয়ুব হোসেন জানিয়েছেন, আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর শ্বাসনালি ও একটি কান ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
২০১১ সালে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৬’-এ প্রথমবারের মতো বাংলাদেশি প্রতিযোগীরা অংশ নেন। সে আসরে একের পর এক পরিবেশনায় বাজিমাত করেন আবু হেনা রনি। এমনকি পশ্চিমবঙ্গের ভিকি-পার্থর সঙ্গে দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হন রনি।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
১ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৭ ঘণ্টা আগে