যাঁর সুরে মত্ত গোটা দুনিয়া, তিনি আর কেউ নন, সংগীতশিল্পী এ আর রাহমান। ভারতীয় সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার অন্যতম কারিগর তিনি। বলিউড থেকে হলিউড, দেশীয় সংস্কৃতি থেকে আন্তর্জাতিক মঞ্চ—প্রতিটি জায়গায় তাঁর সুরের ছোঁয়া নতুন মাত্রা যোগ করেছে। অস্কার বিজয়ী এই সুরকার সংগীত পরিচালনা, গায়ক ও সংগীত গবেষক হিসেবেও সমান দক্ষ। গুণী এই শিল্পীকে নিয়ে মন্তব্য করে আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম।
সোনু নিগম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এ আর রাহমান ‘মহান কোনো গায়ক’ নন, তবে সব সময় সুরে থাকেন। একই সঙ্গে তিনি রাহমানের সুরকার হিসেবে দক্ষতার প্রশংসা করেন এবং তাঁদের দীর্ঘদিনের কাজের সম্পর্কের কথা উল্লেখ করেন।
ও টু ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সোনু নিগম বলেন, ‘তিনি (এ আর রাহমান) খুব প্রশিক্ষিত গায়ক নন। তাঁর গলার স্বর খুব সুন্দর। তিনি নিজেই নিজেকে কখনো মহান গায়ক বলেননি, তাহলে আমরা কী বলব? তিনি জানেন তাঁর কণ্ঠের টেক্সচার খুব সুন্দর, কিন্তু তিনি কখনো দাবি করেননি যে তিনি একজন মহান গায়ক।’
সোনু আরও বলেন, ‘তিনি একজন মহান সুরকার, তাই স্বাভাবিকভাবেই তিনি সব সময় সুরে থাকেন। আসল ব্যাপারটাই হলো সুরে থাকা। সুন্দর কণ্ঠ থাকলেও যদি কেউ সুরে না থাকেন, তাহলে কোনো লাভ নেই। তাঁর কণ্ঠ হয়তো অতটা মহান নয়, তবে তিনি সব সময় সুরে থাকেন, কারণ তিনি এ আর রাহমান।’
এর আগেও রাহমান সম্পর্কে সোনু নিগম মন্তব্য করেছেন। একবার তিনি সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘যুবরাজ’ সিনেমার সংগীতকে ‘বেকার’ বলে সমালোচনা করেছিলেন।
তবে একই সাক্ষাৎকারে সোনু নিগম এ আর রাহমানের প্রশংসাও করেছেন। তিনি জানান, রাহমান তাঁকে সৃজনশীল স্বাধীনতা দিয়েছিলেন। ‘যোধা আকবর’ সিনেমার ‘ইন লমহো কে দামান ম্যায়’ গানে তিনি একটি অংশ নিজে সুর করেছিলেন, যা এ আর রাহমান পছন্দ করে রেখে দেন।
সোনু নিগম ও এ আর রাহমান তিন দশক ধরে একসঙ্গে কাজ করেছেন এবং দিল সে সিনেমার ‘সাতরঙ্গি রে’ ও ‘ওয়াটার’ সিনেমার ‘আয়ো রে সখি’-এর মতো ক্লাসিক গান উপহার দিয়েছেন।
যাঁর সুরে মত্ত গোটা দুনিয়া, তিনি আর কেউ নন, সংগীতশিল্পী এ আর রাহমান। ভারতীয় সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার অন্যতম কারিগর তিনি। বলিউড থেকে হলিউড, দেশীয় সংস্কৃতি থেকে আন্তর্জাতিক মঞ্চ—প্রতিটি জায়গায় তাঁর সুরের ছোঁয়া নতুন মাত্রা যোগ করেছে। অস্কার বিজয়ী এই সুরকার সংগীত পরিচালনা, গায়ক ও সংগীত গবেষক হিসেবেও সমান দক্ষ। গুণী এই শিল্পীকে নিয়ে মন্তব্য করে আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম।
সোনু নিগম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এ আর রাহমান ‘মহান কোনো গায়ক’ নন, তবে সব সময় সুরে থাকেন। একই সঙ্গে তিনি রাহমানের সুরকার হিসেবে দক্ষতার প্রশংসা করেন এবং তাঁদের দীর্ঘদিনের কাজের সম্পর্কের কথা উল্লেখ করেন।
ও টু ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সোনু নিগম বলেন, ‘তিনি (এ আর রাহমান) খুব প্রশিক্ষিত গায়ক নন। তাঁর গলার স্বর খুব সুন্দর। তিনি নিজেই নিজেকে কখনো মহান গায়ক বলেননি, তাহলে আমরা কী বলব? তিনি জানেন তাঁর কণ্ঠের টেক্সচার খুব সুন্দর, কিন্তু তিনি কখনো দাবি করেননি যে তিনি একজন মহান গায়ক।’
সোনু আরও বলেন, ‘তিনি একজন মহান সুরকার, তাই স্বাভাবিকভাবেই তিনি সব সময় সুরে থাকেন। আসল ব্যাপারটাই হলো সুরে থাকা। সুন্দর কণ্ঠ থাকলেও যদি কেউ সুরে না থাকেন, তাহলে কোনো লাভ নেই। তাঁর কণ্ঠ হয়তো অতটা মহান নয়, তবে তিনি সব সময় সুরে থাকেন, কারণ তিনি এ আর রাহমান।’
এর আগেও রাহমান সম্পর্কে সোনু নিগম মন্তব্য করেছেন। একবার তিনি সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘যুবরাজ’ সিনেমার সংগীতকে ‘বেকার’ বলে সমালোচনা করেছিলেন।
তবে একই সাক্ষাৎকারে সোনু নিগম এ আর রাহমানের প্রশংসাও করেছেন। তিনি জানান, রাহমান তাঁকে সৃজনশীল স্বাধীনতা দিয়েছিলেন। ‘যোধা আকবর’ সিনেমার ‘ইন লমহো কে দামান ম্যায়’ গানে তিনি একটি অংশ নিজে সুর করেছিলেন, যা এ আর রাহমান পছন্দ করে রেখে দেন।
সোনু নিগম ও এ আর রাহমান তিন দশক ধরে একসঙ্গে কাজ করেছেন এবং দিল সে সিনেমার ‘সাতরঙ্গি রে’ ও ‘ওয়াটার’ সিনেমার ‘আয়ো রে সখি’-এর মতো ক্লাসিক গান উপহার দিয়েছেন।
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমাটি ভালো ব্যবসা করছে সিনেপ্লেক্সগুলোতে। এবার মোশাররফ করিম অভিনীত আরও এক সরকারি অনুদানের সিনেমার খবর জানালেন নির্মাতা নূর ইমরান মিঠু।
১ দিন আগেফিলিস্তিনে নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে আয়োজক সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক বিবৃতিতে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছেন।
১ দিন আগে‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। পুষ্পার সাফল্যের ঢেউ আছড়ে পড়েছিল এ দেশেও। এ সিনেমার দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক চোরাচালানির চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু। নতুন সিনেমায় তিনি হবেন সুপারহিরো।
১ দিন আগে‘মিশন: ইমপসিবল’-এর প্রতিটি সিনেমায় যেন মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন টম ক্রুজ। দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্ট হয়ে কখনো তাঁকে ঝুলে থাকতে দেখা যায় প্লেনে, ট্রেনে; কখনো বুর্জ খলিফায়। এ সিরিজের নতুন পর্ব ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’-এ টম ক্রুজ আবার জীবনের ঝুঁকি নেবেন, তা তো জানা কথা।
১ দিন আগে