বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোট ভাই আবদার করছে বড় বোনের কাছে, ‘ইয়েন আপু, সেই শাঁখচুন্নির বিয়ের গল্পটা বলো না!’ বোন তখন পুতুলকে ঘুম পাড়াচ্ছিল। উঠে বসে। বলে, ‘গল্প শোনার জন্য ইয়েন আপু! অন্য সময় তো কিছুই বলো না।’ ভাই নানাভাবে বোনের মন গলানোর চেষ্টা করে, ‘তুমি আমার বোন না! আর কোনো দিন ঝগড়া করব না।’ বোন এবার গল্প শুরু করে, ‘এক ছিল শাঁখচুন্নি...’। ভাইবোনের এই মধুর দৃশ্যটি একটি নাটকের। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ক্লিপটি। অনেকেই শেয়ার করে জানাচ্ছেন নিজেদের ভালো লাগার কথা।
এ নাটকে ইয়েন চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। অপির কাছ থেকেই জানা গেল, শিশুতোষ এ ধারাবাহিক নাটকটির নাম ‘আপনজন’। ১৯৮৮ সালে প্রচারিত হয়েছিল বিটিভিতে। বেগম মমতাজ হোসেনের রচনায় নাটকটির প্রযোজনায় ছিলেন আহসান হাবীব। পুরোনো এ নাটকের যে অংশটুকু নতুনভাবে আলোচিত হয়েছে, সেই পর্বের নাম ‘ইন্টারভিউ’। পত্রিকায় লেখার জন্য এক বাদামবিক্রেতার সাক্ষাৎকার নিতে চায় শিশুরা। সেটাকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটতে থাকে নাটকের এ পর্বে। অপি করিম জানালেন, এ নাটকে অভিনয়ের সময় তাঁর বয়স ছিল ৯ বছর। পর্দায় যাকে তাঁর ভাই হিসেবে দেখা গেছে, সে আসলেই অপির আপন ভাই।
এত ছোট বয়সেও অপি করিমের স্বতঃস্ফূর্ত অভিনয় দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। নাটকটির ক্লিপস শেয়ার করে অপির উদ্দেশে একজন লিখেছেন, ‘উনি এখনো এমন কিউটই আছেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি। আপনার নাটক দেখেই বাংলা নাটক দেখা শুরু করেছি।’ আরেকজনের মন্তব্য, ‘আমি ভেবেছিলাম উনি বুয়েটে থাকাকালীন পর্দায় এসেছেন।’
১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরিচিতি পান অপি করিম। তবে মিডিয়ায় তাঁর পথচলা শুরু ছোটবেলা থেকেই। বিটিভির অনেক নাটকে শিশুশিল্পী হিসেবে অপির অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে। সে ধারাবাহিকতা বজায় রেখেছেন পরবর্তী সময়েও।
বিজ্ঞাপনে মডেলিং, নাটকে অভিনয়, উপস্থাপনা—নানাভাবে আলো ছড়িয়েছেন অপি করিম। ‘ব্যাচেলর’ ও ‘মায়ার জঞ্জাল’ নামে দুটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
ছোট ভাই আবদার করছে বড় বোনের কাছে, ‘ইয়েন আপু, সেই শাঁখচুন্নির বিয়ের গল্পটা বলো না!’ বোন তখন পুতুলকে ঘুম পাড়াচ্ছিল। উঠে বসে। বলে, ‘গল্প শোনার জন্য ইয়েন আপু! অন্য সময় তো কিছুই বলো না।’ ভাই নানাভাবে বোনের মন গলানোর চেষ্টা করে, ‘তুমি আমার বোন না! আর কোনো দিন ঝগড়া করব না।’ বোন এবার গল্প শুরু করে, ‘এক ছিল শাঁখচুন্নি...’। ভাইবোনের এই মধুর দৃশ্যটি একটি নাটকের। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ক্লিপটি। অনেকেই শেয়ার করে জানাচ্ছেন নিজেদের ভালো লাগার কথা।
এ নাটকে ইয়েন চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। অপির কাছ থেকেই জানা গেল, শিশুতোষ এ ধারাবাহিক নাটকটির নাম ‘আপনজন’। ১৯৮৮ সালে প্রচারিত হয়েছিল বিটিভিতে। বেগম মমতাজ হোসেনের রচনায় নাটকটির প্রযোজনায় ছিলেন আহসান হাবীব। পুরোনো এ নাটকের যে অংশটুকু নতুনভাবে আলোচিত হয়েছে, সেই পর্বের নাম ‘ইন্টারভিউ’। পত্রিকায় লেখার জন্য এক বাদামবিক্রেতার সাক্ষাৎকার নিতে চায় শিশুরা। সেটাকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটতে থাকে নাটকের এ পর্বে। অপি করিম জানালেন, এ নাটকে অভিনয়ের সময় তাঁর বয়স ছিল ৯ বছর। পর্দায় যাকে তাঁর ভাই হিসেবে দেখা গেছে, সে আসলেই অপির আপন ভাই।
এত ছোট বয়সেও অপি করিমের স্বতঃস্ফূর্ত অভিনয় দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। নাটকটির ক্লিপস শেয়ার করে অপির উদ্দেশে একজন লিখেছেন, ‘উনি এখনো এমন কিউটই আছেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি। আপনার নাটক দেখেই বাংলা নাটক দেখা শুরু করেছি।’ আরেকজনের মন্তব্য, ‘আমি ভেবেছিলাম উনি বুয়েটে থাকাকালীন পর্দায় এসেছেন।’
১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরিচিতি পান অপি করিম। তবে মিডিয়ায় তাঁর পথচলা শুরু ছোটবেলা থেকেই। বিটিভির অনেক নাটকে শিশুশিল্পী হিসেবে অপির অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে। সে ধারাবাহিকতা বজায় রেখেছেন পরবর্তী সময়েও।
বিজ্ঞাপনে মডেলিং, নাটকে অভিনয়, উপস্থাপনা—নানাভাবে আলো ছড়িয়েছেন অপি করিম। ‘ব্যাচেলর’ ও ‘মায়ার জঞ্জাল’ নামে দুটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৯ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে