বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় তারকা নিয়ে ‘মায়ের ডাক’–এর শুটিং শেষ করেছেন পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিন, কেয়া পায়েল, শাহেদ আলীসহ অনেকেই।
বছর দুই আগে ‘আশ্রয়’ নাটকটি পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন বান্নাহ। এই নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, তাহসান, নুসরাত ইমরোজ তিশা ও মম। এই নাটকের দর্শকপ্রিয়তা নির্মাতাকে উৎসাহ জুগিয়েছে ‘মায়ের ডাক’ নির্মাণে। দুই বছর আগেই প্রযোজক আকবর হায়দার মুন্না গল্প দিয়েছিলেন। পরিকল্পনাও সাজিয়ে নিয়েছিলেন নির্মাতা। কিন্তু বাঁধ সাধলো করোনা পরিস্থিতি। তিন ঈদে পরিকল্পনা করেও শুটিং শুরু করা সম্ভব হয়নি। সব মিলিয়ে এই নাটকের শুটিং পিছিয়েছে কয়েকবার। অবশেষে পরিকল্পনার প্রায় দেড় বছর পর তৈরি হয়েছে ‘মায়ের ডাক’।
বান্নাহ বলেন, ‘মুন্না ভাই “আশ্রয়” নাটকেরও প্রযোজক। আগের গল্পটি ছিল তাঁর। “মায়ের ডাক” নাটকটিও তাঁর গল্পে বানানো। করোনার কারণে গত বছর শুটিং হয়নি। এবার সব শিল্পীর শিডিউল মিলে যাওয়ায় টানা তিন দিনে কাজটি শেষ করলাম।’
নাটকের শুটিং হয়েছ গাজীপুরে। বান্নাহ বলেছেন, ‘যেমন আশা করেছিলাম, তেমনভাবেই বানাতে পেরেছি নাটকটি। যাঁদের নিয়ে কাজ করতে চেয়েছি, তাঁদের সবাইকে যে পেয়েছি, সেটাও একটা ভালো লাগার বিষয়। প্রত্যেকেই এই সময়ের ব্যস্ত শিল্পী। সবাই তাঁদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। প্রত্যেকের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে সচেষ্ট ছিলেন সবাই। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
আসন্ন ঈদুল আজহায় ‘মায়ের ডাক’ প্রচারিত হবে একটি বেসরকারি টিভিতে। পাশাপাশি প্রচারিত হবে ক্লাব ইলেভেনের ইউটিউবে।
ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় তারকা নিয়ে ‘মায়ের ডাক’–এর শুটিং শেষ করেছেন পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিন, কেয়া পায়েল, শাহেদ আলীসহ অনেকেই।
বছর দুই আগে ‘আশ্রয়’ নাটকটি পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন বান্নাহ। এই নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, তাহসান, নুসরাত ইমরোজ তিশা ও মম। এই নাটকের দর্শকপ্রিয়তা নির্মাতাকে উৎসাহ জুগিয়েছে ‘মায়ের ডাক’ নির্মাণে। দুই বছর আগেই প্রযোজক আকবর হায়দার মুন্না গল্প দিয়েছিলেন। পরিকল্পনাও সাজিয়ে নিয়েছিলেন নির্মাতা। কিন্তু বাঁধ সাধলো করোনা পরিস্থিতি। তিন ঈদে পরিকল্পনা করেও শুটিং শুরু করা সম্ভব হয়নি। সব মিলিয়ে এই নাটকের শুটিং পিছিয়েছে কয়েকবার। অবশেষে পরিকল্পনার প্রায় দেড় বছর পর তৈরি হয়েছে ‘মায়ের ডাক’।
বান্নাহ বলেন, ‘মুন্না ভাই “আশ্রয়” নাটকেরও প্রযোজক। আগের গল্পটি ছিল তাঁর। “মায়ের ডাক” নাটকটিও তাঁর গল্পে বানানো। করোনার কারণে গত বছর শুটিং হয়নি। এবার সব শিল্পীর শিডিউল মিলে যাওয়ায় টানা তিন দিনে কাজটি শেষ করলাম।’
নাটকের শুটিং হয়েছ গাজীপুরে। বান্নাহ বলেছেন, ‘যেমন আশা করেছিলাম, তেমনভাবেই বানাতে পেরেছি নাটকটি। যাঁদের নিয়ে কাজ করতে চেয়েছি, তাঁদের সবাইকে যে পেয়েছি, সেটাও একটা ভালো লাগার বিষয়। প্রত্যেকেই এই সময়ের ব্যস্ত শিল্পী। সবাই তাঁদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। প্রত্যেকের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে সচেষ্ট ছিলেন সবাই। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
আসন্ন ঈদুল আজহায় ‘মায়ের ডাক’ প্রচারিত হবে একটি বেসরকারি টিভিতে। পাশাপাশি প্রচারিত হবে ক্লাব ইলেভেনের ইউটিউবে।
ইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১০ মিনিট আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
২ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
৪ ঘণ্টা আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের ধৈর্যের বাঁধ যেন ভেঙেই গেল। তাঁর বিবাহ বিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এই সংগীতজ্ঞ। লিগ্যাল টিমের মাধ্যমে জানিয়েছেন, তার সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ...
৯ ঘণ্টা আগে