মায়ের অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৪৩
Thumbnail image

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক। আজ বুধবার রাজধানীর একটি হাসপাতালে অভিনেত্রীর মায়ের হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের জন্য দোয়া চেয়েছেন তিশা। আর সন্তান হিসেবে প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময়ের অনুভূতি তুলে ধরেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন তিশা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতি অপারেশনের আগে আমার মা আমাদেরকে বলে, ‘‘আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দুজনকে তোমরা দেখে রেখো।” আর আমরা হাসিমুখে বলি, “আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশা আল্লাহ। তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা।”

মায়ের অপারেশন নিয়ে তিশা এরপর লিখেছেন, ‘ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস হয়েছিল। এক বছর যেতে না হতে মেতে আজ আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে (হাঁটুতে অস্ত্রোপচার)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে।’

সবার কাছে দোয়া চেয়ে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমিন!’

বর্তমানে স্বামী মোস্তফা সরয়ার ফারুকী, মেয়ে ইলহাম ও সংসার নিয়ে বেশ সুখেই দিন পার করেছেন তিশা। শিগগিরই নতুন ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। এটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন ফারুকী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত