বিনোদন প্রতিবেদক, ঢাকা
নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। তাঁদের দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। মাহাদিয়া এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তাঁর গানের কল্যাণে। নাঈম কখনো তবলা, কখনো হারমোনিয়াম নিয়ে মেয়ের সঙ্গে অংশ নেন গানে। তবে অন্য মেয়ে নামিরা কিছুটা আড়ালেই থাকতেই পছন্দ করেন।
মাহাদিয়া ও নামিরা—দুই বোন প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বাটার এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে ১৪ জুন। মাহাদিয়া বলেন, ‘বাটা থেকে আমার কাছে এ ধরনের একটি কাজের প্রস্তাব আসে। আমি সেটা আব্বুর সঙ্গে শেয়ার করি। আব্বু অনুমতি দেন, তবে শর্ত ছিল একটাই— পরিবারের সম্মান অক্ষুণ্ন রেখে যেন আমরা দুই বোন কাজ করি। ঠিক তাই করার চেষ্টা করেছি।’ নামিরা বলেন, ‘মিডিয়ায় কাজ করার ব্যাপারে আমার তেমন আগ্রহ নেই। তবে দুই বোন একসঙ্গে করতে হবে শুনে রাজি হয়েছি।’
বিজ্ঞাপনটি বানিয়েছে ‘বাটা’র ক্রিয়েটিভ টিম। আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে বিলবোর্ড, ব্যানারে দেখা যাবে মাহাদিয়া-নামিরা দুই বোনকে। ঈদে বিভিন্ন চ্যানেলে দেখা যাবে বিজ্ঞাপনটি। ৩৫ বছর আগে তাঁদের বাবা নাঈমও বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। যে কারণে মেয়েদের কাজটি করার অনুমতি দিয়েছেন তিনি। শাবনাজ বলেন, ‘ওদের বাবা বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিল। সেই ভালো লাগা থেকে এই কাজটি করার অনুমতি দিয়েছি আমি আর নাঈম।’
নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। তাঁদের দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। মাহাদিয়া এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তাঁর গানের কল্যাণে। নাঈম কখনো তবলা, কখনো হারমোনিয়াম নিয়ে মেয়ের সঙ্গে অংশ নেন গানে। তবে অন্য মেয়ে নামিরা কিছুটা আড়ালেই থাকতেই পছন্দ করেন।
মাহাদিয়া ও নামিরা—দুই বোন প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বাটার এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে ১৪ জুন। মাহাদিয়া বলেন, ‘বাটা থেকে আমার কাছে এ ধরনের একটি কাজের প্রস্তাব আসে। আমি সেটা আব্বুর সঙ্গে শেয়ার করি। আব্বু অনুমতি দেন, তবে শর্ত ছিল একটাই— পরিবারের সম্মান অক্ষুণ্ন রেখে যেন আমরা দুই বোন কাজ করি। ঠিক তাই করার চেষ্টা করেছি।’ নামিরা বলেন, ‘মিডিয়ায় কাজ করার ব্যাপারে আমার তেমন আগ্রহ নেই। তবে দুই বোন একসঙ্গে করতে হবে শুনে রাজি হয়েছি।’
বিজ্ঞাপনটি বানিয়েছে ‘বাটা’র ক্রিয়েটিভ টিম। আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে বিলবোর্ড, ব্যানারে দেখা যাবে মাহাদিয়া-নামিরা দুই বোনকে। ঈদে বিভিন্ন চ্যানেলে দেখা যাবে বিজ্ঞাপনটি। ৩৫ বছর আগে তাঁদের বাবা নাঈমও বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। যে কারণে মেয়েদের কাজটি করার অনুমতি দিয়েছেন তিনি। শাবনাজ বলেন, ‘ওদের বাবা বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিল। সেই ভালো লাগা থেকে এই কাজটি করার অনুমতি দিয়েছি আমি আর নাঈম।’
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
৩ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
৬ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
৭ ঘণ্টা আগে