জন্মদিনে ফ্যাশন হাউস শুরুর ঘোষণা দিলেন স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯: ৩৪
Thumbnail image

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ ৮ ডিসেম্বর। এই বিশেষ দিনে নতুন উদ্যোগের ঘোষণা দিলেন তিনি। ‘টাচ বাই স্পর্শিয়া’ নামে নতুন ফ্যাশন হাউস শুরু করেছেন স্পর্শিয়া। এটি অভিনেত্রীর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। ‘টাচ বাই স্পর্শিয়া’র ওয়েব সাইট উন্মুক্ত করা হয়েছে আজ।

স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে আমি নিয়মিত অভিনয় করছি না। টিভি নাটক ছেড়েছি অনেক আগে। এখন শুধু মানসম্মত চলচ্চিত্র আর ওয়েব কনটেন্টেই কাজ করছি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে অভিনয়কে একমাত্র পেশা হিসেবে ভাবছি না। পাশাপাশি একাধিক উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছি। তার মধ্যে অন্যতম এই ক্লোথিং ব্র্যান্ড।’

অর্চিতা স্পর্শিয়াতিনি জানালেন, ‘টাচ বাই স্পর্শিয়া’র আনুষ্ঠানিক ঘোষণা এখন দিলেও এর কার্যক্রম শুরু হয়েছে বেশ আগে। স্পর্শিয়া বলেন, ‘করোনার আগেই আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটটি চালু করার ইচ্ছে ছিল। কিন্তু করোনার কারণে দুই বছর পিছিয়ে পড়লাম। অনেক চড়াই-উৎরাই পার করে অবশেষে আমরা মানুষের কাছে পৌঁছুতে পারছি।’

কী ধরনের পোশাক পাওয়া যাবে ‘টাচ বাই স্পর্শিয়া’য়? অভিনেত্রী জানিয়েছেন, মূলত স্পর্শিয়া যে ধরনের শাড়ি পরেন, সে ধরনের শাড়ির কালেকশনই বেশি থাকবে। শীতের জন্য হুডি, টি-শার্টসহ কিছু কালেকশনও পাওয়া যাচ্ছে ‘টাচ বাই স্পর্শিয়া’য়।

অর্চিতা স্পর্শিয়াব্যবসায়িক উদ্দেশ্যে উদ্যোগটি শুরু করলেও সামাজিক দায়বদ্ধতার কথাও মাথায় রেখেছেন তিনি। জানিয়েছেন, এই ব্র্যান্ডের প্রতিটি পোশাকের লভ্যাংশ থেকে ১০% অর্থ যাবে ‘আলোকিত স্কুল’ নামের এক ফাউন্ডেশনে। তারা সুবিধাবঞ্চিত শিশু, পথশিশুদের নিয়ে কাজ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত