বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ শুক্রবার বিশ্বের ১০টি ভাষায় মুক্তি পেল ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির অ্যানিমেশন সিনেমা ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।
অন্যদিকে, কোরিয়ান চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য সুখবর হলো, এবার দেশে বসেই বড় পর্দায় মুক্তি পেয়েছে কোরিয়ান ছবি। স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পেয়েছে সাম্প্রতিক আলোচিত ছবি ‘৬/৪৫’। কমেডি ঘরানার সিনেমাটি এরই মধ্যে বক্স অফিস মাতিয়েছে।
কমেডি ঘরানার ‘৬/৪৫’ সিনেমাটি পরিচালনা করেছেন পার্ক গাইয়ু-তাই। একটি লটারি টিকিটের ওপর কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। দক্ষিণ কোরিয়ান এক সৈন্য একটি লটারির টিকিট খুঁজে পেয়েছিলেন, কিন্তু একদিন এটি উত্তর কোরিয়ায় উড়ে যায় এবং সেখানকার এক সৈন্য খুঁজে পান। এটি নিয়েই চলতে থাকে মজার সব ঘটনা। স্টার সিনেপ্লেক্সের এক মুখপাত্র জানান, এই সামরিক কমেডি সিনেমাটি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার একটি এলাকায় ঘটে। জায়গাটি ডিমিলিটারাইজড জোন নামেও পরিচিত। যদিও বাস্তবে এটি একটি উত্তেজনাপূর্ণ এলাকা। লটারি টিকিটকে ঘিরে তৈরি হয় দারুণ এক গল্প। হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী দর্শকদের বিনোদন দেয় ছবিটি। বক্স অফিসেও দারুণ সাফল্য পায় এটি।
নতুন মুক্তি পাওয়া স্পাইডারম্যানে মার্বেলের কমিকসের চরিত্র হলেও এই স্পাইডারম্যান সম্পূর্ণ কম্পিউটার গ্রাফিকসে বানানো অ্যানিমেশন সিনেমা। স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করে বিখ্যাত পিটার পার্কারের একটি চরিত্রও দেখা যাবে এই ছবিতে যেখানে শোনা যাবে মার্কিন অভিনেতা জেক জনসনের কণ্ঠ। তা ছাড়া এই ছবিতে অভিনেত্রী হেইলি স্টেনফিল্ড কণ্ঠ দিয়েছেন গোয়েন স্টেসির ভূমিকায়।
আজ শুক্রবার বিশ্বের ১০টি ভাষায় মুক্তি পেল ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির অ্যানিমেশন সিনেমা ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।
অন্যদিকে, কোরিয়ান চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য সুখবর হলো, এবার দেশে বসেই বড় পর্দায় মুক্তি পেয়েছে কোরিয়ান ছবি। স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পেয়েছে সাম্প্রতিক আলোচিত ছবি ‘৬/৪৫’। কমেডি ঘরানার সিনেমাটি এরই মধ্যে বক্স অফিস মাতিয়েছে।
কমেডি ঘরানার ‘৬/৪৫’ সিনেমাটি পরিচালনা করেছেন পার্ক গাইয়ু-তাই। একটি লটারি টিকিটের ওপর কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। দক্ষিণ কোরিয়ান এক সৈন্য একটি লটারির টিকিট খুঁজে পেয়েছিলেন, কিন্তু একদিন এটি উত্তর কোরিয়ায় উড়ে যায় এবং সেখানকার এক সৈন্য খুঁজে পান। এটি নিয়েই চলতে থাকে মজার সব ঘটনা। স্টার সিনেপ্লেক্সের এক মুখপাত্র জানান, এই সামরিক কমেডি সিনেমাটি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার একটি এলাকায় ঘটে। জায়গাটি ডিমিলিটারাইজড জোন নামেও পরিচিত। যদিও বাস্তবে এটি একটি উত্তেজনাপূর্ণ এলাকা। লটারি টিকিটকে ঘিরে তৈরি হয় দারুণ এক গল্প। হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী দর্শকদের বিনোদন দেয় ছবিটি। বক্স অফিসেও দারুণ সাফল্য পায় এটি।
নতুন মুক্তি পাওয়া স্পাইডারম্যানে মার্বেলের কমিকসের চরিত্র হলেও এই স্পাইডারম্যান সম্পূর্ণ কম্পিউটার গ্রাফিকসে বানানো অ্যানিমেশন সিনেমা। স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করে বিখ্যাত পিটার পার্কারের একটি চরিত্রও দেখা যাবে এই ছবিতে যেখানে শোনা যাবে মার্কিন অভিনেতা জেক জনসনের কণ্ঠ। তা ছাড়া এই ছবিতে অভিনেত্রী হেইলি স্টেনফিল্ড কণ্ঠ দিয়েছেন গোয়েন স্টেসির ভূমিকায়।
দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’। সিনেমা দুটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে মুক্তির একদিন আগে বলিউডের এই দুই সিনেমা নিষিদ্ধ করে দিয়েছে সৌদি আরব।
২২ মিনিট আগেএক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই,আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ।
৪১ মিনিট আগেসংশোধন হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিদ্যমান আইন ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’। বিদ্যমান আইনের বিভিন্ন ধারায় পরিবর্তনের লক্ষ্যে একটি সংশোধিত খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংশোধিত খসড়া আইনের উপর সকল
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
৪ ঘণ্টা আগে