বিনোদন ডেস্ক
ঢাকা: ২০ বছর আগের কথা। ২০০১ সালে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ দিয়ে হলিউডে শুরু হয়েছিল এক অন্য রকম ফ্র্যাঞ্চাইজির। সিরিজের আটটি ছবি মুক্তি পেয়ে গেছে। সামনে আসছে আরও একটি ছবি। এখনো সমান আবেদন ধরে রেখেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। দীর্ঘ এই যাত্রায় ভক্তরা পল ওয়াকারকে হারালেও এখনো স্টিয়ারিং ধরে আছেন ভিন ডিজেল।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসবে ২৫ জুন। তার আগে ডমিনিক টরেটো চরিত্রের অভিনেতা ভিন ডিজেল জানালেন খানিকটা মন খারাপের খবর। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’–এর পরে এই ফ্র্যাঞ্চাইজির আর দুটি ছবি তৈরি হবে। এরপর আর কখনো আসবে না ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’।
ভিন ডিজেল বলেছেন, ‘সব গল্পেরই শেষ আছে। আমি জানি, মানুষ চাইছে না এটা শেষ হোক। কিন্তু আমার মতে, সব ভালো জিনিসেরই একটা সুন্দর সমাপ্তি প্রাপ্য।’ অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর শেষ ছবি দুটি মুক্তি পাবে ২০২৩ ও ২০২৪ সালে।
ডমিনিট টরেটো হয়ে শুরু থেকেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আছেন ভিন ডিজেল। তুমুল অ্যাকশন আর অবৈধ রেসিংয়ে ভরপুর এ ছবিতে আরও দেখা গেছে মিশেল রড্রিগেজ, ডোয়াইন দ্য রক জনসন, রাইরিস গিবসন, জেসন স্টেথাম আর পল ওয়াকারকে।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসার কথা ছিল গত বছর। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচারস তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আশা করা হচ্ছে, ‘এফ নাইন’ হবে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ব্যবসাসফল ছবি।
ঢাকা: ২০ বছর আগের কথা। ২০০১ সালে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ দিয়ে হলিউডে শুরু হয়েছিল এক অন্য রকম ফ্র্যাঞ্চাইজির। সিরিজের আটটি ছবি মুক্তি পেয়ে গেছে। সামনে আসছে আরও একটি ছবি। এখনো সমান আবেদন ধরে রেখেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। দীর্ঘ এই যাত্রায় ভক্তরা পল ওয়াকারকে হারালেও এখনো স্টিয়ারিং ধরে আছেন ভিন ডিজেল।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসবে ২৫ জুন। তার আগে ডমিনিক টরেটো চরিত্রের অভিনেতা ভিন ডিজেল জানালেন খানিকটা মন খারাপের খবর। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’–এর পরে এই ফ্র্যাঞ্চাইজির আর দুটি ছবি তৈরি হবে। এরপর আর কখনো আসবে না ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’।
ভিন ডিজেল বলেছেন, ‘সব গল্পেরই শেষ আছে। আমি জানি, মানুষ চাইছে না এটা শেষ হোক। কিন্তু আমার মতে, সব ভালো জিনিসেরই একটা সুন্দর সমাপ্তি প্রাপ্য।’ অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর শেষ ছবি দুটি মুক্তি পাবে ২০২৩ ও ২০২৪ সালে।
ডমিনিট টরেটো হয়ে শুরু থেকেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আছেন ভিন ডিজেল। তুমুল অ্যাকশন আর অবৈধ রেসিংয়ে ভরপুর এ ছবিতে আরও দেখা গেছে মিশেল রড্রিগেজ, ডোয়াইন দ্য রক জনসন, রাইরিস গিবসন, জেসন স্টেথাম আর পল ওয়াকারকে।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসার কথা ছিল গত বছর। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচারস তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আশা করা হচ্ছে, ‘এফ নাইন’ হবে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ব্যবসাসফল ছবি।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
২ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে