বিনোদন ডেস্ক
কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে নিজেকে মধ্যবিত্ত দাবি করে নেটিজেনদের তোপের মুখে অস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট। অভিনেত্রীকে নিয়ে এরপর থেকেই শুরু হয়েছে ট্রল। অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৯৫ মিলিয়ন ডলারের বেশি। অস্কার জেতা অভিনেত্রী কেন নিজেকে মধ্যবিত্ত বললেন, তা নিয়ে দ্বন্দ্বে নেটিজেনরা।
সাক্ষাৎকারে কেট বলেছিলেন, ‘আমি হোয়াইট। তাই আমি প্রিভিলেজড। আমি মিডল ক্লাস। রিফিউজিদের সঙ্গে আমার বাস্তবে এবং ফিল্মে ইন্টারেকশন পুরো দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। আমার মনে হয় যদি ওদের বিষয়ে বলার মতো কোনো প্ল্যাটফরম থাকে, তা হলে সেটা ঠিকমতো ব্যবহার করা উচিত।’
২০১৬ থেকে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিসের শুভেচ্ছাদূত তিনি। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই কেটের এমন উক্তি।
এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। একজন এক্সে লিখেছেন, ‘কেট ব্লানচেট মনে করেন তিনি মিডল ক্লাস? কার সঙ্গে তুলনায় তিনি মিডল ক্লাস? জেফ বেজোস? বড়লোকদের ন্যাকামো।’ অন্য একজন লেখেন, ‘বাস্তবের সঙ্গে কোনো সম্পর্কই নেই অভিনেত্রীর।’
একজন আবার মজা করে লিখেছেন, ‘কেট ব্লানচেট যদি মিডল ক্লাস হন, আমি তা হলে জিরাফ।’ অনেকেই লেখেন, এই উক্তি শোনার পর তাঁরা আর কেটের অনুরাগী থাকতে পারছেন না। নিজেকে মধ্যবিত্ত বলে বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী, সেটা স্পষ্ট।
উল্লেখ্য, এ বছর কানের লাল গালিচায় কেট ব্লানচেটের ফিলিস্তিনকে সমর্থন প্রশংসা কুড়িয়েছে। কানের লাল গালিচায় ফ্যাশন-মুহূর্ত তৈরির মধ্য দিয়ে বিশ্বকে জানান দিয়েছেন, তিনি ফিলিস্তিনের পক্ষে। অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক, সেই বার্তা দিয়েছেন ভূমধ্যসাগরপাড়ের গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব থেকে।
কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে নিজেকে মধ্যবিত্ত দাবি করে নেটিজেনদের তোপের মুখে অস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট। অভিনেত্রীকে নিয়ে এরপর থেকেই শুরু হয়েছে ট্রল। অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৯৫ মিলিয়ন ডলারের বেশি। অস্কার জেতা অভিনেত্রী কেন নিজেকে মধ্যবিত্ত বললেন, তা নিয়ে দ্বন্দ্বে নেটিজেনরা।
সাক্ষাৎকারে কেট বলেছিলেন, ‘আমি হোয়াইট। তাই আমি প্রিভিলেজড। আমি মিডল ক্লাস। রিফিউজিদের সঙ্গে আমার বাস্তবে এবং ফিল্মে ইন্টারেকশন পুরো দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। আমার মনে হয় যদি ওদের বিষয়ে বলার মতো কোনো প্ল্যাটফরম থাকে, তা হলে সেটা ঠিকমতো ব্যবহার করা উচিত।’
২০১৬ থেকে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিসের শুভেচ্ছাদূত তিনি। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই কেটের এমন উক্তি।
এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। একজন এক্সে লিখেছেন, ‘কেট ব্লানচেট মনে করেন তিনি মিডল ক্লাস? কার সঙ্গে তুলনায় তিনি মিডল ক্লাস? জেফ বেজোস? বড়লোকদের ন্যাকামো।’ অন্য একজন লেখেন, ‘বাস্তবের সঙ্গে কোনো সম্পর্কই নেই অভিনেত্রীর।’
একজন আবার মজা করে লিখেছেন, ‘কেট ব্লানচেট যদি মিডল ক্লাস হন, আমি তা হলে জিরাফ।’ অনেকেই লেখেন, এই উক্তি শোনার পর তাঁরা আর কেটের অনুরাগী থাকতে পারছেন না। নিজেকে মধ্যবিত্ত বলে বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী, সেটা স্পষ্ট।
উল্লেখ্য, এ বছর কানের লাল গালিচায় কেট ব্লানচেটের ফিলিস্তিনকে সমর্থন প্রশংসা কুড়িয়েছে। কানের লাল গালিচায় ফ্যাশন-মুহূর্ত তৈরির মধ্য দিয়ে বিশ্বকে জানান দিয়েছেন, তিনি ফিলিস্তিনের পক্ষে। অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক, সেই বার্তা দিয়েছেন ভূমধ্যসাগরপাড়ের গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব থেকে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে