বিনোদন ডেস্ক
বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির অন্দরের গল্প নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। নাম ‘হাউস অব গুচি’। ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক রিডলে স্কট নির্মাণ করছেন এ সিনেমা। ইতালির মিলানে ‘হাউস অব গুচি’র শুটিং চলছে। শুটিংয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর তা দেখেই ক্ষেপেছে গুচি পরিবার। তীব্র ভৎর্সনা জানিয়েছে তাঁরা এ সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে!
ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা গুচিও গুচির বংশধর প্যাট্রিজিয়া গুচি, যিনি সম্পর্কে গুচিওর পৌত্রী, তিনি বলছেন, ‘আমরা হতাশ। মনে হচ্ছে, আমাদের পরিবারের নাম ব্যবহার করে তাঁরা সুবিধা নিতে চাচ্ছে। গুচি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য আছে। গোপনীয়তা আছে। আপনি অনেক কিছু নিয়েই কথা বলতে পারেন। কিন্তু কোথাও গিয়ে একটা সীমারেখা থাকা উচিত।’
গুচি পরিবারের প্রধান আপত্তি সিনেমার কলাকুশলী নিয়ে। বিখ্যাত আমেরিকান অভিনেতা আল পাসিনো এতে গুচিও গুচির চরিত্রে অভিনয় করেছেন। গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার চরিত্রে আল পাচিনো, মোটেই মানতে পারছে না গুচি পরিবার। প্যাট্রিজিয়া বলছেন, ‘আমার দাদা ছিলেন খুবই সুদর্শন। বেশ লম্বা। নীল চোখ। রুচিসম্পন্ন। আল পাচিনো অতোটা লম্বা নয়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে মোটা, খাটো, গোঁফওয়ালা, খুবই কুৎসিত! তাঁকে মোটেই গুচিও গুচির মতো দেখাচ্ছে না।’
আপত্তি আছে মার্কিন অভিনেতা জ্যারেড লেটোকে নিয়েও। তিনি অভিনয় করছেন পাওলো গুচির চরিত্রে, যিনি গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার পৌত্র।
ব্র্যান্ডটির একসময়ের প্রধান মৌরিজিও গুচির হত্যাকান্ড ‘হাউস অব গুচি’ সিনেমার অন্যতম প্রেক্ষাপট। ১৯৯৫ সালে ইতালির মিলানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বলা হয়, তাঁর প্রাক্তন স্ত্রী প্যাট্রিজিয়া রেগাইনি ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন। ১৯৯৮ সালে প্যাট্রিজিয়া হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তী ১৮ বছর তাঁকে কারাবাস করতে হয়।
জীবনসঙ্গী মৌরিজিও গুচি হত্যার দায়ে গ্রেপ্তার হয়ে ২০১৬ সালে ছাড়া পান প্যাট্রিজিয়া রেগাইনি। তিনি বলছেন, ‘আমি খুবই বিরক্ত যে, লেডি গাগা আমার চরিত্রে অভিনয় করছে, অথচ আমার সঙ্গে বিষয়টি নিয়ে বিন্দুমাত্র আলোচনা করেনি।’
সংবাদমাধ্যমকে প্যাট্রিজিয়া রেগাইনি জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর সিনেমাটি দেখে তবেই বাকি সিদ্ধান্ত নেবে গুচি পরিবার।
সারা গে ফরডেন এর লেখা ‘দ্য হাউস অব গুচি: আ সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্ল্যামার অ্যান্ড গ্রিড’ বই থেকেই সিনেমাটি নির্মাণ করছেন রিডলে স্কট। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: ভ্যারাইটি।
বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির অন্দরের গল্প নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। নাম ‘হাউস অব গুচি’। ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক রিডলে স্কট নির্মাণ করছেন এ সিনেমা। ইতালির মিলানে ‘হাউস অব গুচি’র শুটিং চলছে। শুটিংয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর তা দেখেই ক্ষেপেছে গুচি পরিবার। তীব্র ভৎর্সনা জানিয়েছে তাঁরা এ সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে!
ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা গুচিও গুচির বংশধর প্যাট্রিজিয়া গুচি, যিনি সম্পর্কে গুচিওর পৌত্রী, তিনি বলছেন, ‘আমরা হতাশ। মনে হচ্ছে, আমাদের পরিবারের নাম ব্যবহার করে তাঁরা সুবিধা নিতে চাচ্ছে। গুচি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য আছে। গোপনীয়তা আছে। আপনি অনেক কিছু নিয়েই কথা বলতে পারেন। কিন্তু কোথাও গিয়ে একটা সীমারেখা থাকা উচিত।’
গুচি পরিবারের প্রধান আপত্তি সিনেমার কলাকুশলী নিয়ে। বিখ্যাত আমেরিকান অভিনেতা আল পাসিনো এতে গুচিও গুচির চরিত্রে অভিনয় করেছেন। গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার চরিত্রে আল পাচিনো, মোটেই মানতে পারছে না গুচি পরিবার। প্যাট্রিজিয়া বলছেন, ‘আমার দাদা ছিলেন খুবই সুদর্শন। বেশ লম্বা। নীল চোখ। রুচিসম্পন্ন। আল পাচিনো অতোটা লম্বা নয়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে মোটা, খাটো, গোঁফওয়ালা, খুবই কুৎসিত! তাঁকে মোটেই গুচিও গুচির মতো দেখাচ্ছে না।’
আপত্তি আছে মার্কিন অভিনেতা জ্যারেড লেটোকে নিয়েও। তিনি অভিনয় করছেন পাওলো গুচির চরিত্রে, যিনি গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার পৌত্র।
ব্র্যান্ডটির একসময়ের প্রধান মৌরিজিও গুচির হত্যাকান্ড ‘হাউস অব গুচি’ সিনেমার অন্যতম প্রেক্ষাপট। ১৯৯৫ সালে ইতালির মিলানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বলা হয়, তাঁর প্রাক্তন স্ত্রী প্যাট্রিজিয়া রেগাইনি ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন। ১৯৯৮ সালে প্যাট্রিজিয়া হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তী ১৮ বছর তাঁকে কারাবাস করতে হয়।
জীবনসঙ্গী মৌরিজিও গুচি হত্যার দায়ে গ্রেপ্তার হয়ে ২০১৬ সালে ছাড়া পান প্যাট্রিজিয়া রেগাইনি। তিনি বলছেন, ‘আমি খুবই বিরক্ত যে, লেডি গাগা আমার চরিত্রে অভিনয় করছে, অথচ আমার সঙ্গে বিষয়টি নিয়ে বিন্দুমাত্র আলোচনা করেনি।’
সংবাদমাধ্যমকে প্যাট্রিজিয়া রেগাইনি জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর সিনেমাটি দেখে তবেই বাকি সিদ্ধান্ত নেবে গুচি পরিবার।
সারা গে ফরডেন এর লেখা ‘দ্য হাউস অব গুচি: আ সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্ল্যামার অ্যান্ড গ্রিড’ বই থেকেই সিনেমাটি নির্মাণ করছেন রিডলে স্কট। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: ভ্যারাইটি।
দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’। সিনেমা দুটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে মুক্তির একদিন আগে বলিউডের এই দুই সিনেমা নিষিদ্ধ করে দিয়েছে সৌদি আরব।
১৩ মিনিট আগেএক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই,আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ।
৩১ মিনিট আগেসংশোধন হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিদ্যমান আইন ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’। বিদ্যমান আইনের বিভিন্ন ধারায় পরিবর্তনের লক্ষ্যে একটি সংশোধিত খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংশোধিত খসড়া আইনের উপর সকল
৩৭ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
৩ ঘণ্টা আগে